বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম ও গোপন টিপস
আজকে আমরা জানবো বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম। অনেকেই চাই বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খুলতে কিন্তু তারা জানে না কিভাবে নগদ একাউন্ট খুলতে হয়। বাটন মোবাইলের মাধ্যমে খুব সহজ উপায়ে নগদ একাউন্ট খুলতে হলে যা করতে হবে।
আপনার হাতের বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খুলতে পারবেন। এর জন্য শুধু আপনার একটি বাটন ফোন লাগবে তাহলে আপনি খুব সহজেই নগদ একাউন্ট খুলতে পারবেন। চলুন জেনে নেয়া যাক বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম।
পেইজ সুচিপত্রঃ বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম ও গোপন টিপস
- বাটন মোবাইলের নগদ একাউন্ট খোলার নিয়ম
- বাটন মোবাইল দিয়ে নগদে ব্যালেন্স চেক করার নিয়ম
- নগদ একাউন্ট এর পিন নাম্বার ভুলে গেলে করণীয় কি কি
- নগদ একাউন্ট ডিলিট করার নিয়ম জেনে নিন সহজে
- নগদ একাউন্ট নম্বর পরিবর্তন করার পদ্ধতি অনুসরণ করুন
- ইউএসডি কোড ডায়াল করে নগদের পিন নাম্বার রিসেট করার নিয়ম জানুন
- নগদ একাউন্ট এর পিন নাম্বার ভুলে গেলে করণীয়
- নগদ একাউন্ট এর সুবিধা অসুবিধা গুলো জেনে নিন
- নগদ একাউন্ট লক হলে করণীয় কি জানুন
- লেখকের শেষ মন্তব্য
বাটন মোবাইলের নগদ একাউন্ট খোলার নিয়ম।
১নং ধাপঃ বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম জেনে আপনি খুব সহজেই। আপনার হাতে থাকা ফোনটিতে নগদ একাউন্ট খুলতে পারবেন। বাটন ফোনে নগদ একাউন্ট খোলার জন্য আপনার এনআইডি কার্ডের কোন তথ্যের তেমন প্রয়োজন হবে না। তাই চলুন জেনে নেই কিভাবে বাটন মোবাইলে নগদ একাউন্ট খুলে। প্রথমে আপনাকে বাটন মোবাইলের ডায়ালিং অপশনে যেতে হবে এবং ডায়াল করতে হবে*১৬৭#।
২নং ধাপঃ ডায়াল করলে আপনার মোবাইলের স্ক্রিনে নোটিশ চলে আসবে। এবং ইংরেজিতে লেখা থাকবে set 4 digit pin. এবং ইংরেজিতে কিছু তথ্য দেওয়া থাকবে। এখানে আপনাকে চারটি পিন কোড সেট করতে হবে। যেখানে আপনার সিম অপারেটর থেকে আপনার এনআইডি ইনফর্মেশন নগদ এর সাথে শেয়ার করার অনুমতি দেয়া হয়।
৩নং ধাপঃ এখন আপনার সামনে আরো একটি অপশন আসবে সেখানে আপনি দেখতে পাবেন নতুন আরো একটি অপশন যা আপনাকে পিন নম্বারটি পুনরায দিতে বলবে । সেখানে দেখবেন যে স্কিন দৃশ্য
৪নং ধাপঃ পিনগুলো আপনার ইচ্ছামত আপনি ব্যবহার করতে পারবেন। যে পিনটি ব্যবহার করবেন সেটা কারো সাথে শেয়ার করা যাবে না। খুব একটা সহজ পিন না দিয়ে একটু জটিল পেন দেওয়ার চেষ্টা করবেন। যেমন ৮২৭৬৩৭ ইত্যাদি। এবং পিন কোডটি খোলা হয়ে গেলে আপনি সহজেই নগদ একাউন্ট ব্যবহার করতে পারবেন। নগদ একাউন্ট খোলার পরে আপনি যখন*১৬৭#ডায়াল করবেন তখনই আপনার মোবাইলের স্কিনে দেখাবে।
বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার সহজ নিয়ম
- প্রথমে আপনাকে আপনার মোবাইলের যে মোবাইল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই বাটন মোবাইল টি নিতে হবে। সেখানে ডায়ালিং অপশনে গিয়ে টাইপ করুন*১৬৭#এবং ডায়াল করুন।জন্য যেই সিম থেকে আপনি একউন্ট খুলবেন সেই সিম থেকে ডায়াল করতে হবে।
- তারপরে আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে সেখানে নগদ একাউন্টের ইন্টারফেস দেখাবে। এখানে আপনার ইচ্ছেমত মনে রাখার মত চার সংখ্যার পিন নাম্বার দিতে হবে। পিন কোড দেওয়ার জন্য সর্বপ্রথম আপনার বাটন মোবাইলের মাঝখানের বাটনটিতে ক্লিক করতে হবে।
- তারপর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে সেখানে আপনার পিন কোড কনফার্ম করতে বলা হবে আপনি পিন কোডটি পুনরায় সেখানে বসাবেন। তারপর মাঝখানের বাটনটি ক্লিক করে কনফার্ম করে দেবেন।
- এরপর আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে সেখানে আপনাকে জিজ্ঞেস করবে (do you profit bearing account) তারপর আপনি যদি লভ্যাংশ নিতে চান তাহলে ওয়ান পেজ করে ইয়েস করতে হবে এবং না করতে চাইলে টু পেজ করে নো করতে হবে। নাম্বারটি সিলেক্ট করার পর মাঝখানের বাটনটিতে ক্লিক করতে হবে।
- আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে সেখানে দেখে আপনি বুঝতে পারবেন আপনাকে ওয়েলকাম জানো হবে এবং এসএমএস দেওয়া হবে যে আপনার সঠিক ভাবে অ্যাকাউন্ট খোলা হয়েছে তার জন্য ধন্যবাদ জানাবে।
- কিভাবে আপনি খুব সহজে আপনার হাতে থাকা বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খুলতে পারবেন।
বাটন মোবাইল দিয়ে নগদে ব্যালেন্স চেক করার নিয়ম
আপনার হাতের বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খোলার পরে। আপনি এটা ব্যবহার করার জন্য বা ব্যালেন্স চেক করার জন্য আপনাকে যা করতে হবে তা দেখানো হলো।
- মোবাইলে ডায়াল অপশনে গিয়ে টাইপ করুন*১৬৭#
- ডায়াল করলে কয়েকটি অপশন আসবে সেখান থেকে ৭ নাম্বার অপশনে গিয়ে my nagad সিলেট করুন।
- এরপর আরো একটি অপশন আসবে প্রথমেই থাকবে balance enquiry. এটা সিলেক্ট করুন।
- সিলেট করা হয়ে গেলে একটি পিন কোড চাইবে, যেটা আপনি ব্যবহার করেছেন 4 কোড পিন হিসেবে। পিন কোড দিয়ে sent অপশনে প্রেস করুন।
আরো পড়ুনঃ প্রচলিত বিভিন্ন প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক আলোচনা
নগদ একাউন্ট এর পিন নাম্বার ভুলে গেলে করণীয় কি কি
বিভিন্ন সময় দেখা যায়, আমরা বিভিন্ন ধরনের পিনো কোড ভুলে যায়। কিন্তু সেই পিন কোডটি আমাদের অনেক প্রয়োজনীয় হয়। ঠিক তেমনি নগদ একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি চলুন তা জেনে নি। নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে নগদ কাস্টমার কেয়ারের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনি পুনরায় আপনার পিন নাম্বারটি সেট করে নিতে পারেন।
নগদ একাউন্ট ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই আপনার পিন নাম্বারটি জেনে রাখতে হবে এবং ব্যবহার করার উপযোগী হিসাবে মনে রাখতে হবে। সেই কোডটি টি ছাড়া আপনি কখনোই নগদ একাউন্টে লেনদেন করতে পারবেন না। আর তাই আপনি যদি বাটন মোবাইলে নগদ একাউন্ট খুলে থাকেন তাহলে আপনি খুব সহজেই পিন নাম্বার রিসেট করতে পারেন।
এর জন্য আপনি সরাসরি কাস্টমার কেয়ারে গিয়েও যোগাযোগ করতে পারেন অথবা কাস্টমার কেয়ারের ১৬১৬৭ এই নাম্বারের সরাসরি কল করে আপনার নগদ এর পিন নাম্বারটি রিসেট করে নিতে পারেন। আরো সহজে করতে হলে আপনাকে নগদ অ্যাপস ব্যবহার করতে হবে এবং সেখানে বিভিন্ন অপশন দেওয়া আছে যা থেকে আপনি খুব সহজেই পিন কোড রিসেট করতে পারবেন।
নগদ একাউন্ট ডিলিট করার নিয়ম জেনে নিন সহজে
নগদ একাউন্ট বন্ধ করার প্রধানত দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যমগুলো হলো ঘরে বসে নগদ এর হেল্প লাইনের মাধ্যমে নগদ একাউন্ট বন্ধ করা। এবং দ্বিতীয়টি হলো কাস্টমার সার্ভিস পয়েন্টে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনি আপনার নগদ একাউন্ট টি বন্ধ করতে পারবেন। বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম মেনে খোলার পরে। অনেক সময় মনে হয় এই নগদ ব্যবহার করব না বা বিভিন্ন সমস্যার কারণে ব্যবহার করতে চাই না অনেকেই। তাদের জন্য উপায় গুলো আলোচনা করা হলো।
ঘরে বসে হেল্প লাইনে একাউন্ট বন্ধ করতে হলে আপনাকে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে হবে ১৬১৬৭ এই নাম্বারে অথবা ০৯৬০৯৬১৬১৬৭ এই নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি আপনার নগদ একাউন্ট টি বন্ধ করে দিতে পারেন। এতে আপনার তেমন কোন খরচ নেই ফ্রিতে এই কাজটি করে নিতে পারেন কাস্টমার কেয়ারের কাছ থেকে।
কাস্টমার সার্ভিস পয়েন্ট সরাসরি যাওয়ার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারেন ।এইতো আপনাকে কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হবে। সেগুলো হলো আপনি যেই ফোনের সিমটি দিয়ে নগদ একাউন্ট খুলেছেন সেই সিম টি আপনার সাথে নিয়ে যেতে হবে এবং ফোনে সজল বা একটিভ রাখতে হবে। আপনার এনআইডি কার্ড দিয়ে সঙ্গে নিয়ে যেতে হবে বা যে সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন।
এবং কাস্টমার কেয়ারের প্রতিনিধিদের সাথে কথা বলার পরে আপনি আপনার নগদ একাউন্টট বন্ধ করে নিতে পারেন। এবং এই সহজ ভাবে আপনি আপনার নগদ একাউন্টে কাস্টমার কেয়ারে গিয়ে বন্ধ করে নিতে পারেন। কোন ধরনের কোন ঝামেলা বা টাকা-পয়সার খরচ ইত্যাদি ছাড়াই আপনি আপনার নগদ একাউন্টটি ইচ্ছে করলে আবার ব্যবহার করতে পারেন কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগের মাধ্যমে।
নগদ একাউন্ট নম্বর পরিবর্তন করার পদ্ধতি অনুসরণ করুন
অনেক সময় দেখা যায়, যে সিমে আপনি নগদ একাউন্ট খুলে রেখেছেন সেই নাম্বারটা চেঞ্জ করতে হবে। সে ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হলে নিজস্ব মালিকানা থাকতে হবে সেই একাউন্টের। যে একাউন্টটি খুলবে তার মালিকানা এবং যে পরিবর্তন করবে তার মালিকানা একই হতে হবে। মোবাইল থেকে একাউন্ট খোলার জন্য আপনাকে ডায়াল করতে হবে*১৬৭#
নগদ একাউন্ট এর কোম্পানির সাথে দেশের মোবাইল অপারেটরের সাথে চুক্তি থাকায় তারা আপনার এনআইডি কার্ডের সকল ইনফর্মেশন সংগ্রহ করে নিতে পারে অনুমতি সাপেক্ষে। যদিও এই অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন হয় না। বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম আপনি অবশ্যই জানেন। কিন্তু অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে জানেন না।
আরো পড়ুনঃ ম্যাজিক শর্ট টেকনিক বিভিন্ন অ্যাপের ক্ষেত্রে
নগদ একাউন্ট নম্বর পরিবর্তন করার জন্য নগদ অ্যাপস ইন্সটল করে নিতে হবে। এবং my nagad অপশনে গিয়ে KYC আপডেট করতে হবে। প্রক্রিয়াটি সম্পন্ন করা হলে বা আপডেট করা হলে আগের অ্যাকাউন্টটি নগদ একাউন্টের কর্তৃপক্ষ থেকে বন্ধ হয়ে যাবে এবং আরো একটি কথা না বললেই নয় যদি আপনি একাউন্ট নম্বর চেঞ্জ করেন তাহলে পুরাতন একাউন্টের সকল ব্যালেন্স শেষ করে দিতে হবে। এছাড়া পরবর্তীতে ব্যবহার অযোগ্য হয়ে পড়বে। অথবা একাউন্টে টাকা গুলো সব উঠিয়ে নিতে হবে।
নগদ একাউন্ট এর পিন নাম্বার ভুলে গেলে করণীয়
নগদ একাউন্ট এর পিন নাম্বার ভুলে গেলে কি কাজ করে আপনি তা উদ্ধার করবেন তা জেনে নিন। নগদ একাউন্ট খোলার পর বিভিন্ন কারণবশত আপনি পাসওয়ার্ড ভুলে যেতে পারেন। এবং খুব সহজেতে সেই পাসওয়ার্ডটি উদ্ধার করার জন্য আপনি একটি কাজ করতে পারেন। পাসওয়ার্ড ভুলে গেলে বিভিন্ন সমস্যায় পড়তে হয় অনেক সময় ফরগেট পাসওয়ার্ড করতে বিভিন্ন সমস্যা দেখা দিয়ে থাকে।
তাই নগদ একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে আপনি যা করবেন সেটা হচ্ছে আপনি সরাসরি কাস্টমার কেয়ারে ফোন দিবেন সেই ফোন নাম্বারটি হল ১৬১৬৭ এই নাম্বারে সরাসরি ফোন দিয়ে আপনার পিন নাম্বারটি রিসেট করে দিতে পারেন কাস্টমার কেয়ারের সার্ভিস নিয়ে। এছাড়া আপনি কাস্টমার কেয়ারে সরাসরি যোগাযোগ করে নগদ এর রিসেট করতে পারেন।
এছাড়াও আপনি নগদ পিন নাম্বার উদ্ধার করার জন্য স্মার্ট মোবাইল থেকে অ্যাপস ব্যবহার করে ইউএসডি কোড ডায়াল করে পিন নাম্বার রিচার্জ করতে পারবেন। তাই আশা করি বুঝতে পেরেছেন যে কি কি উপায় আপনি আপনার নগদের পিন নাম্বার হারিয়ে গেলে সেটা রিসেট করতে পারবেন। এর জন্য কোন চার্জ বা সার্ভিস ফি গ্রহণ করা হয় না নিরাপত্তা বা নগদের এনজিও সরাসরি এই সেবা প্রদান করে তার কাস্টমার সুরক্ষার জন্য।
ইউএসডি কোড ডায়াল করে নগদের পিন নাম্বার রিসেট করার নিয়ম জানুন
ইউএসডি কোড ডায়াল করে নগদ এর পিন নাম্বার রিসেট করার সহজ ভাবে যে উপায়টি রয়েছে তা আপনাদের সামনে এখনো উপস্থাপন করা হলো যাতে আপনারা খুব সহজেই বাটন মোবাইলের পিন নাম্বার উদ্ধার করতে পারেন এবং নগদ একাউন্ট নিরাপদে ব্যবহার করতে পারেন। নিচের ধাপগুলো পর্যায়ক্রমে আলোচনা করা হলো এই ধাপগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই ইউএসডি কোড ডায়াল করে পিন নাম্বার রিসেট করতে পারবেন।
- প্রথমে আপনাকে আপনার মোবাইলে থেকে *১৬৭# ডায়াল করতে হবে।
- আপনার সামনে একটি অপশন চলেবে তার মধ্যে আপনাকে পিন রিসেটের অপশন বেছে নিতে হবে এর জন্য ৪ টাইপ করতে হবে এবং পাঠিয়ে দিতে হবে।
- এরপরে forget pin সিলেক্ট করতে হবে এবং 1 সিলেক্ট করে সেন্ড করুন।
- এরপর আপনাকে এনআইডি নাম্বার দিতে হবে যা আপনার নিজস্ব।
- এরপর আপনাকে আপনার জন্ম সাল টাইপ করে পাঠাতে হবে, শুধু সাল যেমন, ১৯৯৮
- এবার আপনাকে জিজ্ঞেস করা হবে ৯০ দিনে গত নগদ একাউন্ট থেকে লেনদেন করা হয়েছে কিনা, টাকা-পয়সা লেনদন করা থাকলে yes অর্থাৎ 1 অপশনে চাপ দিতে হবে আর করা না থাকলে no অথবা ২ অপশনে চাপ দিতে হবে।
- আপনার সামনে আপনার লেনদেন সমূহের তিন মাসের লিস্ট চলে আসবে। এরপর আপনাকে লেনদেন এর লিস্ট দেখে সেই কারণে লেনদেন করেছেন তার নাম্বারটি দিয়ে সেন্ড করতে হবে। কত টাকা সেন্ড করেছেন বা লেনদেন করেছেন সেটি ও সেখানে দিতে হবে।
এরপর আপনার সামনে একটি ওটিপি চলে আসবে। এটি দেখার দুই মিনিটের মধ্যে আপনাকে পুনরায় মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *১৬৭#ডায়াল করতে হবে সেখানে ওটিপি বসানোর জন্য অপশন আসবে সেখানে ওটিপি দেওয়ার পর আপনার পিন রিসেট করার জন্য একটি অপশন আসবে সেখান থেকে আপনি নতুন পিন নাম্বার দিয়ে আপনার পিনটি রিসেট করতে পারবেন এবং এভাবে আপনি ইউএসডি কোড ডায়াল করে পিন নাম্বার রিসেট করতে পারবেন।
নগদ একাউন্ট এর সুবিধা অসুবিধা গুলো জেনে নিন
নগদ একাউন্ট ব্যবহার করার সুবিধার কোন শেষ নেই এর অনেক সুবিধা রয়েছে যার কারণে বাংলাদেশের সকল মানুষ এই একাউন্ট ব্যবহার করে থাকে। নিচে এর সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে যা উপস্থাপন করা হলো।
সুবিধা গুলো কি কি:
- সহজে নগদ একাউন্ট তৈরি করা যায়।
- খুব সহজে একাউন্ট ব্যালেন্স চেক করা যায়।
- একাউন্ট ব্যালেন্স থেকে টাকা লেনদেন করা যায়।
- বাটন মোবাইল থেকেও টাকা লেনদেন করা যায়।
- বিদ্যুৎ বিল দেওয়া যায়।
- বিভিন্ন ব্যাংকিং সেবা পাওয়া যায়।
- কিস্তি দেওয়ার সুবিধা রয়েছে।
- রেজিস্ট্রেশন অফার রয়েছে।
- সেন্ড মানি একদম ফ্রি।
- মোবাইল রিচার্জ করা যায়।
- বিজনেস করা যায় একাউন্ট এর টাকা লেনদেন করে।
- কেনাকাটার পেমেন্ট করার সুবিধা রয়েছে।
কিছু অসুবিধা যা আপনাদের জানা উচিত:
- এর অসুবিধা গুলোর মধ্যে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে লিমিটেশন যা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা লেনদেন করার উপায়।
- লিমিটের বেশি টাকার প্রয়োজন হলে তা উত্তোলন করা যায় না।
- একদিনের সর্বোচ্চ নির্দিষ্ট একটি পরিমাণ টাকা উত্তোলন করা যায়।
- এজেন্ট বা বিভিন্ন মাধ্যম ছাড়া সরাসরি হাতে টাকা থাকে না।
- টাকা উত্তোলন করার জন্য বিভিন্ন এজেন্ট বা নগদ একাউন্ট থাকতে হবে। এছাড়া টাকা উত্তোলন করা যাবে না।
এই ছিল নগদ একাউন্ট খোলার এবং ব্যবহার করার সুবিধা অসুবিধা এছাড়াও যেই বিষয়গুলো অবগত হওয়া উচিত আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে যাতে আপনারা খুব সহজে নগদ একাউন্ট ব্যবহার করে নগদ একাউন্টের বিভিন্ন সুযোগ-সুবিধা জানতে পারেন এবং সেই সুযোগ সুবিধা গুলো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন।
নগদ একাউন্ট লক হলে করণীয় কি জানুন
বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম ও নগদ একাউন্ট লক হলে করণীয় কাজ গুলো সম্পর্কে আমাদের জানা উচিত কারণ আমরা নগদ একাউন্ট অনেকেই ব্যবহার করি বিভিন্ন টাকা পয়সা লেনদেন করি এবং বিভিন্ন ব্যবসায়িক কাজে ব্যবহার করে থাকি। তাই নগদ একাউন্ট লক হলে করণীয় কাজগলো আমাদের জানা উচিত। আপনার যদি বিভিন্ন কারণবশত নগদ একাউন্ট লক হয়ে যায় তাহলে ভয় পাওয়ার কিছু নাই অনেক সময় অনেকে ভয় পেয়ে হতাশায় পড়ে।
তাদের হতাশা দূর করার জন্য আজকের এই তথ্যগুলো উপস্থাপন করলাম। প্রথমে বলে রাখে নগদ একাউন্ট লক হলে ভয় পাওয়ার কিছু নেই। আপনি বিভিন্ন উপায়ে সেই অ্যাকাউন্ট উদ্ধার করতে পারেন। এছাড়াও নগদ একাউন্ট পিন নাম্বার ভুলে গেলে কি করতে হবে তাও উপরে আলোচনা করা হয়েছে। তাহলে চলুন নগদ একাউন্ট লক হলে কি করবেন তা জানি নগদ একাউন্ট লক হলে নগদ কাস্টমার কেয়ারে ফোন করবেন সরাসরি।
নগদ একাউন্ট এর কাস্টমার কেয়ারের ফোন নাম্বার ১৬১৬৭ এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা। মোবাইল অপশনে*১৬৭#ডায়াল করে পিন কোড রিসেট করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে নগদ একাউন্ট লক হলে সেই একাউন্ট কে পুনরায় ব্যবহার করার জন্য উপযুক্ত করে তুলবেন। সুতরাং অনেক সময় বিভিন্ন কারণে নগদ একাউন্ট বা বিভিন্ন অ্যাকাউন্ট লক হতে পারে এর প্রতিকার মূলক ব্যবস্থাও রয়েছে।
লেখকের শেষ মন্তব্য বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম
বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনেছেন। আরো জেনেছেন কিভাবে নগদ একাউন্ট পরিবর্তন করা যায়, ব্যালেন্স চেক করা যায়, ইত্যাদি বিষয়ে বিভিন্ন ধারণা এসেছে। যে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয় প্রয়োজনে অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে হয়। নগদ একাউন্ট ব্যবহার করার মাধ্যমে আপনি আমি সকলেই অনেক উপকৃত হয়ে থাকি।
বাংলাদেশের বর্তমানে মেজরিটি পারসন নগদ একাউন্ট ব্যবহারকারী রয়েছে তাদের অনেকেই জানেনা কিভাবে বাটন মোবাইলে নগদ একাউন্ট খুলতে হয়। ব্যালেন্স চেক করতে হয় ও বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যায়। উল্লেখিত বিষয়ে জেনে আশা করি আপনি ও উপকৃত হয়েছেন।
মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url