বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট এর সুবিধা ও অসুবিধা এবং কার্যকারিতা
বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট এর সুবিধা ও অসুবিধা জানুন। এই আপস এর সাথে 5 কোটিরও বেশি গাহক তাদের পেমেন্ট যেকোনো সময় করতে পারবে। এটি একটি বিজনেস একাউন্ট এর মত।
ব্যবসা পরিচালনা করার জন্য যাদের বিভিন্ন বিল পরিশোধ করতে হয় তাদের জন্য সাপ্লাই বা ভ্যালু চেইন হিসেবে কাজ করে। বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট এর সুবিধা অনেক।
পেইজ সুচিপত্রঃ বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট এর সুবিধা ও অসুবিধা
- বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট এর সুবিধা ও অসুবিধা personal retail account bkash
- পার্সোনাল রিটেল একাউন্ট বা PRA এর লেনদেন লিমিট সমূহ bkash personal retail account
- পার্সোনাল রিটেল একাউন্ট এর লেনদেন সেন্ড মানি সিস্টেম bikash personal retail account
- পার্সোনাল রিটেল একাউন্ট বা পিআরএল লেনদেন মার্চেন্ট পেমেন্ট সিস্টেম
- পার্সোনাল রিটেল একাউন্ট এর লেনদেন এজেন্ট থেকে ক্যাশ আউট সিস্টেম
- বিকাশ পার্সোনাল রিটেল একাউন্ট খোলার নিয়ম ও শর্ত কি
- বিকাশ পার্সোনাল রিটেল একাউন্ট রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া
- বিকাশ একাউন্ট নিয়ে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন এবং উত্তর
- বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্টে ট্রানজেকশন লিমিট
- বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট কি তা জানুন
- বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট ক্যাশ আউট চার্জ কত
- লেখক এর শেষ কথা
বিকাশে পার্সোনাল রিটেইল একাউন্ট এর সুবিধা
personal retail account bkash ,বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট এর সুবিধা ও অসুবিধা রয়েছে। বিভিন্ন দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় এই একাউন্টের নানাবিধ সুবিধা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক সেই সকল সুবিধা গুলো।
- আবেদনকারী ইচ্ছা করলে রেজিস্টীশন পদ্ধতির মাধ্যমে ঘরে বসে অ্যাকাউন করা যাই ।
- পার্সোনাল রিটেইল একাউন্ট খুলতে কোন ট্রেড লাইসেন্স লাগবে না।
- আবেদনকারী ব্যক্তিগত একাউন্টের পাশাপাশি, বিকাশের রিটেইল একাউন্ট খুলতে পারবে।
- নর্মাল বিকাশ একাউন্ট থেকে পার্সোনাল রিটেইল একাউন্ট হোল্ডার কে *247#ডায়াল করে বা পেমেন্ট এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
- রিটেইল একাউন্ট থাকলে ফোল্ডার যেকোনো বিকাশ কাস্টমারকে সেন্ড মানি করতে পারবে।
- এই পার্সোনাল ডিটেলস একাউন্টের মাধ্যমে বিকাশ এজেন্ট ও অনুমোদিত এটিএম এর মাধ্যমে ক্যাশ আউট করতে পারবে।
- একজন পার্সোনাল রিটেল একাউন্ট হোল্ডার অন্য একজন পার্সোনাল রিটেল একউন্ট হোল্ডার কি টাকা পাঠাতে পারবে।
- বিকাশের অন্য যেকোন মার্চেন্টস কে ব্যবসায়িক প্রয়োজনে টাকা পাঠাতে পারবে।
- বিকাশে পার্সোনাল রিটেইল একাউন্ট থাকলে বিকাশ মার্চেন্ট ব্যবহার করে ও লেনদেন করতে পারবেন।
- সাধারণ পার্সোনাল একাউন্ট এর চেয়ে পার্সোনাল রিটেইল একাউন্ট এর সুবিধা অনেক বেশি।
যেকোনো বিকাশ এখন ব্যবহার করার পাশাপাশি বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্টে ব্যবহার করা যায়। পার্সোনাল একাউন্টে 30 দিনে একাউন্ট বেশি সুযোগ-সুবিধা দেয়। ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে এই একাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পার্সোনাল রিটেল একাউন্ট বা PRA এর লেনদেন লিমিট সমূহ bkash personal retail account
পার্সোনাল রিটেল একাউন্ট বা একাউন্টের লিমিট সুবিধা লেনদেনের ক্ষেত্রে যা আপনাদের বিভিন্ন লেনদেনের সময় সুবিধা হবে তার জন্য এই তথ্যগুলো উপস্থাপন করা হলো, যেখান থেকে আপনি খুব সহজেই বিভিন্ন লেনদেন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
পার্সোনাল রিটেল একাউন্ট এর লেনদেন সেন্ড মানি সিস্টেম bikash personal retail account
সেন্ট পানি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে*২৪৭#ডায়াল করে ১ সিলেক্ট করতে হবে। সেখানে কাঙ্ক্ষিত নাম্বারটি বসে পাসওয়ার্ড দিয়ে এবং কাঙ্ক্ষিত টাকা আপনার গোপন পিন নাম্বার দিয়ে পাঠাতে পারবেনএবং সহজেই আপনি আপনার মোবাইল নাম্বারে সেন্ড মানি করতে পারবেন যেই নাম্বারে আপনি টাকা পাঠাতে চান। এছাড়াও নিচে দেওয়া এই উপায়টি অবলম্বন করতে পারেন।
দেখে নিন এবং অনুসরণ করুন:
পার্সোনাল রিটেল একাউন্ট বা পিআরএল লেনদেন মার্চেন্ট পেমেন্ট সিস্টেম
মার্চেন্ট একাউন্ট থেকে পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই প্রথমে মোবাইলের ডায়াল অপশন গিয়ে*২৪৭#ডায়াল করেন ২ সিলেট করতে হবে।
পার্সোনাল রিটেল একাউন্ট এর লেনদেন এজেন্ট থেকে ক্যাশ আউট সিস্টেম
এজেন্ট থেকে ক্যাশ আউট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পড়বেন নেই আপনাকে *২৪৭# ডায়াল করতে হবে, তারপর তিন নম্বর সিলেক্ট করতে হবে নিচে ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করতে পারেন।
বিকাশ পার্সোনাল রিটেল একাউন্ট খোলার নিয়ম ও শর্ত কি
বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট এর সুবিধা ও অসুবিধা জেনে খোলার জন্য প্রথমে আপনাকে আপনার স্মার্টফোনের বিকাশ অ্যাপস ডাউনলোড করতে হবে। এবং একটি পার্সোনাল বিকাশ একাউন্ট থাকলে হবে না। বিকাশে পার্সোনাল রিটেইল অ্যাকউন্ট খোলার জন্য। বিকাশ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং পার্সোনাল রিটেল একাউন্ট অপশনে ক্লিক করতে হবে। বিভিন্ন শর্ত দেওয়া থাকবে সেগুলো পূরণ করে পরবর্তী ধাপে যেতে হবে। personal retail account bkash
একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য একটি নির্দিষ্ট সিমের নাম্বার দিতে হবে। সিম অপারেটর সিলেক্ট করতে হবে এবং ওটিপি নাম্বার চাইবে সেই নাম্বারটি দিন এবং আপনার পরিচয় বাচক তথ্য দিন। এবার ব্যবসার সম্পর্কিত তথ্য দিন যে কাজটি বাজিয় ব্যবসাটি আপনি করবেন। সাথে নমিনী তথ্য দিতে হবে তাতে অন্য কেউ আপনার অনুপস্থিতিতে আপনার অনুমতি সাপেক্ষে কাজটি করতে পারে।
এবং শেষ ধাপে জাতীয় পরিচয়পত্র থেকে ছবি যুক্ত করতে হবে এবং আপনার ছবি দেয়ার মাধ্যমে আবেদন করতে হবে। আপনার আবেদনটি গ্রহণ যোগ্য হলে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট টি সম্পূর্ণ খোলা হয়ে গেলে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এরপর আপনি পিন নাম্বার সেট করে ভেরিফিকেশন করে লেনদেন শুরু করতে পারবেন।
আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
এছাড়া বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার কিছু শর্ত আছে যে আপনাকে পূরণ করতে হবে। এটি একটি বাংলাদেশি সুযোগ সুবিধা বা অ্যাপস। সে তো আপনাকে একাউন্ট খুলতে হলে বাংলাদেশি নাগরিক হতে হবে। স্বরবর্ণ বয়স 18 বছরের উর্ধ্বে থাকা লাগবে। জাতীয় পরিচয় পত্র ব্যবহার করতে হবে। ক্ষুদ্র মাঝারি যেকোনো ধরনের ব্যবসা বা ব্যবসায়ী উদ্যোক্তা হতে হবে।
বিকাশ পার্সোনাল রিটেল একাউন্ট রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া
প্রথমে বিকাশ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর বিকাশ এর ওয়েবসাইট থেকে পার্সোনাল রিটেইল একাউন্টে ক্লিক করতে হবে। সেখানে নতুন একটি ওয়েব পেজ ওপেন হবে। কিছু নীতিমালা দেয়া থাকবে যেমন আপনি কি আমাদের নিয়ম ও শর্ত সমূহ সম্পর্কে সম্মত আছেন। লেখাটির পাশে একটি বক্স থাকবে এখানে টিক দিতে হবে।
নিচে ধাপগুলো পর্যায়ক্রমে দেখানো হলো,
personal retail account bkash
প্রথম ধাপ ঃ নিচে প্রক্রিয়া ফলো করুন।personal retail account bkash
দ্বিতীয় ধাপ ঃ নিচে প্রক্রিয়া ফলো করুন।personal retail account bkash
তৃতীয় ধাপ ঃ নিচে প্রক্রিয়া ফলো করুন।personal retail account bkash
চতুর্থ ধাপঃ নিচে প্রক্রিয়া ফলো করুন। personal retail account bkash
উল্লেখিত ধাপগুলো সম্পন্ন করার মাধ্যমে আপনি একটি বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খুলতে পারবেন। এবং এই একাউন্টের মাধ্যমে আপনি লেনদেনের ব্যবহার এক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহযোগিতা এবং সুযোগ পেয়ে থাকবেন।
বিকাশ নিয়ে সচারচর জিজ্ঞাসিত প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন: বিকাশ পার্সোনাল রিটেল একাউন্ট কি?
উত্তর: বিকাশ পার্সোনাল রিটেল একাউন্ট হচ্ছে একটি ব্যবসায়িক কাজে ব্যবহৃত বিকাশ একাউন্ট। যা বিশেষ করে ব্যবসায়ীরা বেশি ব্যবহার করে থাকেন তা কারণ তাদের টাকা লেনদেনের পরিমাণ বা এর ব্যবহার বেশি করার প্রয়োজন হয়।
প্রশ্ন: বিকাশ পার্সোনাল রিটেল একাউন্ট এর লিমিট কত?
উত্তর: বিকাশ পার্সোনাল রিটেল একাউন্টের প্রতি লেনদেনের লিমিট হচ্ছে ৩০,০০০ টাকা। জাপানে একবারে লেনদেন করতে পারবেন।
প্রশ্ন: বিকাশ পার্সোনাল একাউন্টে কত টাকা রাখা যায়?
উত্তর: বিকাশ পার্সোনাল একাউন্টে সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত রাখা যায়। দৈনিক বা মাসিক লেনদেনের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন মাসিক সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ আউট করা যায়। বিকাশ এজেন্ট একাউন্টে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত টাকা রাখা যায়।
প্রশ্ন: বিকাশ সেন্ড মানি রেফারেন্স কি?
উত্তর: প্রতিটি লেনদেনের বিপরীতে একটি সিস্টেম উন্নত বা একটি রেফারের নাম্বার দেওয়ার প্রয়োজন হয়। রেফারেন্স নাম্বার হিসেবে যে কোন নাম্বার ব্যবহার করতে পারবেন 1 থেকে 9 এর ভিতরে। যে রেফারেন্স নাম্বারটি নাম্বার সনাক্তকরণ হিসেবে সংরক্ষিত হয়।
প্রশ্ন: bikash personal retail account?
উত্তর: বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট বড় ধরনের টাকা লেনদেনের করার জন্য ব্যবহৃত একটি অ্যাকাউন্ট যা ব্যবসায়ী কাজর জন্য বেশি ব্যবহার হয়ে থাকে।
প্রশ্ন: বিকাশ থেকে টাকা ফেরত পাওয়ার উপায়?
উত্তর: যেকোনো বিকাশ এজেন্ট এ যান এবং আপনি যে পরিমাণ টাকা ক্যাশ আউট করতে চান তা এজেন্টকে জানান (পরিমাণ যদি 5000 এর বেশি হয় তাহলে অবশ্যই আপনাকে আপনার ন্যাশনালে আইডি কার্ড উল্লেখ করতে হবে) এজেন্ট রেজিস্টারে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং পরিমাণট লিখুন। এর জন্য আপনাকে মোবাইলের গিয়ে *২৪৭#ডায়াল করতে হবে।
এরপর আপনাকে অনেকগুলো অপশন দেখানো হবে যেখান থেকে আপনি দেখতে পাবেন ক্যাশ আউট অপশন লেখা থাকবে সেখানে প্রবেশ করে আপনার যেখান থেকে টাকা উত্তোলন করবেন তার এজেন্ট নাম্বারটি প্রবেশ দিতে হবে। এবং টাকার পরিমাণ বসিয়ে আপনার বিকাশ নাম্বারে যে পিন নাম্বারটি রয়েছে সেটা দেওয়ার মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।
প্রশ্ন: জন্ম সনদ দিয়ে কি বিকাশ একাউন্ট খোলা যায়?
উত্তর: আপনি যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকেন অথবা ছত্রী হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য একটি খুশির খবর সেটা হচ্ছে আপনার বয়স যদি 14 থেকে 18 বয়সের কম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন। এবং এই একাউন্টটি খোলার জন্য আপনার জন্ম সনদপত্র বামা-বাবা স্বয়ংক্রিয় বিকাশ একাউন্ট নাম্বার প্রয়োজন হবে।
প্রশ্ন: কি কি দিয়ে বিকাশ একাউন্ট খোলা যায়?
উত্তর: বৈধ ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ ও সক্রিয় সমের এম এস আই এস ডি এন নম্বর ব্যবহার (বাবা অথবা মায়ের স্বয়ংক্রিয় বিকাশে অ্যাকউন্ট নাম্বার প্রয়োজন হবে। এবং আপনার বয়স যদি 14 থেকে 18 কম হয়ে থাকে তাহলে অবশ্যই জন্ম নিবন্ধন সনদের বিভিন্ন তথ্য প্রয়োজন হবে, মাধ্যমে আপনি স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন।
প্রশ্ন: বিকাশ অফিসের নাম্বার কত?
উত্তর: গ্রাহক সেবা, বিকাশ তার মূল্যবান গ্রাহকদের সহযোগিতা করার জন্য তাদের অভিযোগ বা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ২৪/৭ কল সেন্টার খোলা রাখবে। এছাড়াও গ্রাহকরা সরাসরি বা এই অ্যাপস এর মাধ্যমে কল সেন্টারের হেল্পলাইন নাম্বার (১৬২৪৭) ফোন করে বিভিন্ন ধরনের সহজ ও সহযোগিতা নিতে পারবেন এবং অভিযোগ বা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন।
প্রশ্ন: বিকাশের পিন নাম্বার ভুলে গেলে কি করবে?
উত্তর: বিকাশ অ্যাপস এর মাধ্যমে আপনি বিকাশের পিন নাম্বার ভুলে গেলে তা পুনরুদ্ধার করতে পারবেন।
- অ্যাপ এর লগইন স্কিন থেকে পিন নম্বর ভুলে গিয়েছেন এখানে ট্যাপ করতে হবে।
- পিন রিসেট অপশনে ট্যাপ করতে হবে।
- স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন কোড এড হয়ে যাব।
- এরপর উল্লেখিত নিয়ম অনুসারে ফেস স্ক্যানিং প্রসেস সম্পন্ন করুন।
- ভেরিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত অ্যাপসটি বন্ধ করবেন না তাহলে আপনার বিকাশ পিন পুনরুদ্ধার করতে পারবেন।
বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্টে ট্রানজেকশন লিমিট
আপনি যদি বিকাশ পার্সোনাল ডিটেলস একাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে আপনি দুই ধরনের ট্রানসলেশন লিমিট পেয়ে যাবেন। এ ট্রান্সলেট লিমিট নির্ভর করবে সম্পূর্ণরূপে অনলাইন এবং অফলাইন ভিত্তিক অ্যাকাউন্ট ওপেন করার উপর। চলুন জেনে নিই ট্রানজেকশন এর লিমিট।
- সর্বপ্রথম অ্যাকাউন্টটি হল পার্সোনাল রিটেইল একাউন্ট যেটি কোন এজেন্সির মাধ্যমে খোলা এবং অফলাইন ভিত্তিক উদ্যোক্তার জন্য প্রযোজ্য হবে। আর এই একাউন্টের জন্য প্রতিদিন ট্রানজেকশন লিমিট হবে 999 টাকা।
- দ্বিতীয় একাউন্টটি হলো বিকাশ পার্সোনাল ডিটেলস একাউন্ট অনলাইন ভিত্তিক সমস্ত উদ্যোক্তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই পার্সোনাল অ্যাকাউন্ট রিটেইল এর মাধ্যমে আপনি প্রতি পিছনে পেয়ে যাবেন 2000 টাকা করে লিমিটেশন।
বলা বাহুল্য যে প্রাথমিকভাবে আপনার আবেদনপত্র যাচাই হওয়ার পর আপনি পার্সোনাল রিটেল একাউন্ট এ ব্যবহার করতে পারবে বা সক্ষম হবেন। পরবর্তীতে আপনার ব্যবসায়িক পরিচয় এবং ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা যাচাই-বাছাই হওয়ার পরে পার্সোনাল রিটেইল একাউন্ট বি সেবা চালু হবে। তখন আপনি চাইলে আপনার পার্সোনাল রিটেইল একাউন্ট পার্সোনাল রিটেইল একাউন্টে থেকে পার্সোনাল রিটেইল একাউন্ট বি তে ট্রানস্ফার করতে পারবেন।
বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট কি তা জানুন
পার্সোনাল রিটেইল একাউন্ট বা পি আর এ হল একটি নতুন ধরনের ব্যবসায়িক একাউন্টের মাধ্যমে খুচরা এবং এফ কমার্স সেগমেন্ট পরিচালিত মাইক্রো এবং ছোট ব্যবসা গুলির পণ্য ও পরিবেশনার বিপরীতে বিকাশ গ্রাহকদের কাছ থেকে সহজেই বিকাশ পেমেন্ট সংগ্রহ করতে পারে বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট এর সুবিধা ও অসুবিধার মধ্যে।
এটি একটি ব্যক্তিগত খুচরা একাউন্ট বা পি আর এ খোলার জন্য প্রয়োজনীয়। এছাড়া এটি একটি নিয়মিত ব্যাংক একাউন্ট এবং আপনি এটি উত্তোলন করতে পারবেন, জমা দিতে পারবেন, বিল পরিশোধ করতে পারবেন অর্থ সঞ্চয় করতে পারবে না অর্থ প্রদান করতে পারবেন। দেখা যায় বেশিরভাগ চাকরির বিল পেমেন্ট একাউন্টের মাধ্যমে করা হয়ে থাকে।
আপনি একটি বর্তমানে একাউন্টে একটি সাজানো ওভারটাস্ক যোগ করতে সক্ষম হতে পারবেন। আপনি এটি ব্যবহার করে টাকা ধার করতে পারবেন এবং যখন আপনার প্রয়োজন হবে তখন তা ফেরত দিতে পারবেন। আপনি ওই সুবিধাগুলো দিতে আজকে বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খুলে ফেলুন। এবং এই বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট এর সকল সুযোগ-সুবিধা গুলো আপনিও ভোগ করুন।
বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট ক্যাশ আউট চার্জ কত
বর্তমানে আপনি আপনার বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট এর সুবিধা ও অসুবিধা থেকে এটিএম অথবা এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করলেই পাবেন ১.৪৯,% অর্থাৎ ১৪.৯০টাকা চার্জ প্রযোজ্য হবে। যে সকল মার্চেন্ট অফার এর এসএমএস পেয়েছেন সেই সকল মার্চেন্ট অ্যাপস অথবা *২৪৭#ডায়াল করে 5000 টাকা পর্যন্ত ক্যাশ আউট করলেই পাচ্ছেন ১.৪৯% ক্যাশব্যাক।
এই সকল সুবিধা পাওয়ার জন্য আপনাকে শুধু একটি বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টটি খুলতে কিছু নীতিমালা আছে তা অনুসরণ করতে হবে যা উল্লেখিত করা হয়েছে। পার্সোনাল লেনদেন অথবা ছোটখাটো ব্যবসার ক্ষেত্রে এই একাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে তাই আর দেরি না করে আজকেই বিকাশ পার্সোনাল রিটেইল অ্যাকাউন্টটি খুলে নিন।
আরো পড়ুনঃ বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম ও গোপন টিপস
আশা করি বোঝাতে পেরেছি এই বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট এর সুবিধা ও অসুবিধা এবং খোলার নিয়ম সম্পর্কে। বর্তমানে অনেক মানুষই এই অ্যাপস ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন সুপ্রিয় সুবিধা গ্রহণ করে আসছে। এই অ্যাপস ব্যবহার করার কারণে অনেক ধরনের সাশ্রয় হয়ে থাকে। অন্য অ্যাপস ব্যবহার করার মাধ্যমে আপনি এই সকল সুবিধাগুলো পাবেন না। বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্টের মাধ্যমে পাবেন।
লেখক এর শেষ কথা personal retail account bkash
পরিশেষে এটুকুই বলতে চাই যে,বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট এর সুবিধা ও অসুবিধা জেনে ব্যবসায়িক ক্ষেত্রে বা ছোটখাটো লেনদেনের ক্ষেত্রে বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট এর তুলনা নাই। এই একাউন্টের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যায়। খুব সহজে ঘরে বসে অ্যাকাউন্ট কোন ঝামেলা নেই। উপরওয়ালা কথা নিয়মের মাধ্যমে যে কোন সময় যে কোন অবস্থায় আপনি একাউন্টটি খুলে ব্যবহার করতে পারেন নিজের ব্যবসায়িক ক্ষেত্রে।
যা আপনাকে অন্যান্য অ্যাকাউন্টগুলো চাইতে বেশি সুযোগ-সুবিধা দিয়ে থাকবে। আমার মতে অন্যান্য অ্যাপস ব্যবহার করা চাইতে বিকাশ অ্যাপস এর মাধ্যমে বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভজনক। তা খুব সহজেই লেনদেনের ক্ষেত্রে সহযোগিতা করে। আর এই সকল সুবিধা পেতে আপনি ও আজকে এই বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট ব্যবহার করুন এবং সকল সুবিধা ভোগ করুন। personal retail account bkash
মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url