ফ্রি ফেসবুক ডাউনলোড ম্যাজিক শর্ট টেকনিক জানুন
ফ্রি ফেসবুক ডাউনলোড ম্যাজিক দেখুন,আমরা বতর্মানে সবাই স্মার্ট ফোন ব্যবহার করি। কিন্তু আমরা অনেক মজার বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের কিছুই জানা নেই। তাই মজার মজার সেই বিষয় গুলো জানতে আর্টিকেলটি সম্পুর্ণ পড়ুন।
ইউটিউব ,ফেসবুক ,হোয়াটঅ্যাপ এর কিছু অজানা তথ্য জানতে পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন এবং জেনে নিন সব গোপন তথ্য।
পোস্ট সুচিপত্রঃ ফ্রি ফেসবুক ডাউনলোড ম্যাজিক শর্ট টেকনিক জানুন
ফ্রি ফেসবুক ডাউনলোড ম্যাজিক দেখুন
ফ্রি ফেসবুক ডাউনলোড ম্যাজিক,প্রথমে প্লে স্টোর থেকে ফ্রি ফেসবুক অ্যাপস ডাউনলোড
করে সেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও বর্তমানে ফেসবুক কোম্পানি ফেসবুক এর ফ্রি
অনেক সার্ভিস দিয়ে রেখেছে। মোবাইলে ডাটা না থাকলেও আপনি বিভিন্ন টেক্স এবং
ম্যাসেঞ্জার এ চ্যাটিং করতে পারবেন। এছাড়া এই লিংকের ভিতরে প্রবেশ করে আপনি
সরাসরি ফেসবুক ফ্রি ফেসবুক ডাউনলোড করতে পারবেন।
সরাসরি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার উপায়।
সরাসরি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার উপায় জানা থাকলে আমরা খুব সহজেই সেই
উপায়টি অবলম্বন করে ভিডিও ডাউনলোড করতে পারবেন। যার জন্য আপনার কোন অতিরিক্ত করে
অ্যাপস ব্যবহার করা প্রয়োজন হবে না আপনি সরাসরি ইউটিউব এ প্রবেশ করে সেখান থেকে
ভিডিও ডাউনলোড করতে পারবেন।
এর জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে তা হচ্ছে, কোন একটি ইউটিউব চ্যালেনে
প্রবেশ করুন এবং যে ভিডিও টা ডাউনলোড করবেন সেই টা চারু করুন ,তারপর ওপরে
লিংক এর জায়গায় থাকবে ,www.youtube.com সাথে আরো অনেক কিছু থাকবে । আপনি যেটা
করবেন তা হল youtube লেখার জায়গাতে ube লেখা টা মুছে দিবেন এবং ডা্উনলোড করবেন
। তাহলে হয়ে যাবে কোন অতিরিক্ত কোন অ্যাপ প্রয়োজন হবে না ।
ফেসবুক হ্যাকিং থেকে কিভাবে বাঁচবেন ঃ-
প্রথমে আপনার ফেসবুকে ঢুকুন ,ও থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করবেন এবং এর পর দেখতে
পাবেন settings & privacy অপশন আছে এরনিচে settings এ ক্লিক করবেন password
and security সেখানে ক্লিক করবেন ,দেখাবে account settings আছে
সেখানে ক্লিক করবনে ও দেখতে পাবেন security checks এর নিচে রয়েছে where you are
logged in ঠিক তার নিচে দেখবেন লিখা আছে।
we detected unrecognized logins . Review devices এখানে ক্লিক করলে আপনি
চেক করতে পারবেন যে কেহ লগিং করে আছে কিনা । আর যদি আপনে তাকে পারমিশন দিতে
চান তাহলে নিচের দুটি অপশনে তাকবে একটি হল this wasn't me অন্যটি হল
this was me পারমিশন দিতে চাইরে this was me এটা ক্লিক করবেন ,আর না
হলে this wasn't me ক্লিক করবেন।
আর যদি আপনি কাউকে পারমিশন দিতে না চান তাহলে পিছনে বেক করে দেখবেন দেওয়া
আছে Account login activity সেই সকল ডিভাইজ ওপেন করে log out করে
দিয়ে আপনার পিন নম্বর পরিবর্তন করে দিলেই আর কেহ login করতে পারবেনা ।
হোয়াটঅ্যাপ ছবি পাঠানোর গোপন নিয়ম
ছবি বা ভিডিও পাঠানোর জন্য গোপন নিয়ম ,আপনি যাকে ছবি বা ভিডিও পাঠাবেন তার আইডিতে
প্রবেশ করবেন এবং গেলারি তে প্রবেশ করে যেটা পাঠাবেন সেটাতে ক্লিক করে সিলেট করলে
দেখতে পাবেন যে 1 প্রেস লিখা বাটন। চাপ দিয়ে যে ছবি বা ভিডিও পাঠাবেন সেটা যাকে
পাঠাবেন সে শধু একবার দেখতে পাবে। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মানুষ বিভিন্ন ধরনের
সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে।
Whatsapp-এ ছবি পাঠানোর জন্য আপনি এই উপায়টি অবলম্বন করতে পারবেন যা
আপনার সামনে এখন উপস্থাপন করা হয়েছে উল্লেখিত উপায়টি অত্যন্ত কার্যকরী এবং
গ্রহণযোগ্য। বিভিন্ন টেক্সট এবং ভিডিও পাঠানোর জন্য আপনি এই নিয়মগুলো অবলম্বন
করতে পারবেন এবং আরো এসব বিষয়ে জানতে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন।
হোয়াটসঅ্যাপ এ ডকুমেন্ট পাঠানোর জন্য যে কাজটি করতে হবে তা আপনাদের সামনে
উপস্থাপন গর্ভ যাতে আপনারা খুব সহজেই whatsapp-এ বিভিন্ন ধরনের ডকুমেন্টস
পাঠাতে পারেন। এবং বিভিন্ন ধরনের ভিডিও পাঠাতে পারেন। এর জন্য আপনাকে যে কাজটি
করতে হবে।
আপনাকে হোয়াটসঅ্যাপ চালু করে সেখানে আপনি যার কাছে ডকুমেন্ট ভিডিও বা বিভিন্ন
টেক্স পাঠাবেন তার আইডির ভিতরে প্রবেশ করতে হবে। প্রবেশ করা হয়ে গেলে আপনার
সামনে যে ইন্টারটি থাকবে সেখানে লিখা থাকবে type a message, এর বাম
পাশে একটি চিহ্ন দেওয়া থাকবে তার উপরে ক্লিক করে আপনি বিভিন্ন টেক্সট ফটো এবং
ভিডিও সহ বিভিন্ন ডকুমেন্টস পাঠাতে পারবেন এছাড়াও আপনি সরাসরি কল করে কথা বলতে
পারবেন এবং বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন।
ফেসবুক ভিডিও ডাউনলোডের সহজ উপায় শিখে রাখুন
ফেসবুক ভিডিও ডাউনলোডের সহজ উপায়ে জানা থাকলে আপনি খুব সহজেই ফেসবুক দেখতে দেখতে
বিভিন্ন পছন্দনীয় ভিডিও আপনার মোবাইলের গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন। জন্য
আপনাকে যে কাজটি করতে হবে তা আপনাদের সামনে এখন পর্যায়ক্রমে উপস্থাপন করব। যাতে
আপনি এই উপায় গলো ব্যবহার করে খুব সহজেই ফেসবুক ভিডিও ডাউনলোড করে আপনার
গ্যালারিতে রাখতে পারেন।
এর জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক ভিডিও যে ভিডিওটি
আপনি গ্যালারিতে সেভ করতে চাচ্ছেন সেই ভিডিওটি ফেসবুক থেকে ওপেন করতে হবে এবং
ফেসবুক এর সেই ভিডিওর উপরে থ্রি ডট অপশন দেওয়া থাকবে। সে অপশনে ক্লিক করে কপি
লিংক করে নিতে হবে।
এবং কপি লিংক করা হয়ে গেলে আপনি ফেসবুক থেকে বাড়িয়ে যেতে পারবেন। এরপর আপনাকে
গুগল ক্রোম ব্রাউজার থেকে সার্চ অপশনে গিয়ে সে কপি করার লিংকটি পেস্ট
করবেন।
সেই লিংকটি পেস্ট করার পর আপনি লিংকটির প্রথম দিকে চলে আসবেন এবং যেখানে তিনটি
www থাকবে সেই তিনটি www মুছে দিয়ে তার পরিবর্তে mbasic লিখে আপনি
সার্চ অপশনে ক্লিক করবেন।
সাথে সাথে আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে সেখানে আপনাকে ফেসবুক একাউন্ট
অথবা ইমেইল এড্রেস লগইন করে নিতে হবে একবার ফেসবুক আইডি লগইন করা হয়ে গেলে আর
কখনো এই লগিং এর প্রয়োজন হবে না আপনি এখান থেকে এই প্রসেসিং সিস্টেমটি ফলো করে
সকল ভিডিও ফেসবুক থেকে সরাসরি গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন।
এরপর আপনার সামনে সেই ভিডিওটি সহ একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনি ভিডিওর
উপরে ক্লিক করলেই ভিডিওটি চালু হবে। সেখানে নিচের ডান পাশে থ্রি ডট অপশন থাকবে।
পৃথিবীর অপশনে ক্লিক করলে আপনি ডাউনলোড অপশন পাবেন সেখানে ডাউনলোড অপশনে ক্লিক
করে আপনি সরাসরি গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন।
ফেসবুক নিয়ে সচেতনতা জিজ্ঞেসিত প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন: ফেসবুক লগইন না হলে কি করব?
উত্তর: ফেসবুক লগইন না হলে আপনাকে কি করবেন তা জানুন আপনাকে facebook.com
লগইন আইডেন্টিফাই এর নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে। ফেসবুক একাউন্ট লগইন করার
জন্য আপনি আগে ব্যবহার করছেন অবশ্যই এমন কোন কম্পিউটার বা মোবাইল ব্যবহার করবেন।
কি কারণে ফেসবুক একাউন্ট লগইন হচ্ছে না।
ফেসবুক এর ওয়েবসাইটে কাস্টমার কেয়ার সুযোগ সুবিধা দেয় থাকে সেই সুযোগ সুবিধা
গ্রহণ করে খুব সহজেই ফেসবুক একাউন্ট লগইন করতে পারবেন।
প্রশ্ন: আমি কিভাবে ফেসবুক খুলবো?
উত্তর: ফেসবুক একাউন্ট তৈরি করার জন্য আপনাকে ফেসবুক অ্যাপস আপনার
অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্সটল করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। এবং ইন্টারনেট
সংযোগ থাকা অবস্থায় আপনি সেই ফেসবুক একাউন্ট খোলার জন্য ফেসবুক অ্যাপস এর ভিতরে
প্রবেশ করবেন সেখানে আপনার নামটি দিবেন।
জন্ম তারিখ মোবাইল নাম্বার সহ লিঙ্গ নির্ধারণ করে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে
খুব সহজেই আপনি একটা ফেসবুক অ্যাকউন্ট খুলতে পারবেন।
প্রশ্ন: কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবো?
উত্তর: কম্পিউটার থেকে লগইন করুন ফেসবুক এ, ফেসবুক এর উপরের ডান দিকের
আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করুন, সেটিং ও প্রাইভেসি নেওয়ার পর সেটিং এ ক্লিক
করুন, আপনার ফেসবুক তথ্যটি তে ক্লিক করুন, বন্ধ করা বা মুছে ফেলা তে ক্লিক করুন
এবং আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলুন।
প্রশ্ন: নিষিদ্ধ ফেসবুক একাউন্ট কিভাবে ঠিক করব?
উত্তর: নিষিদ্ধ ফেসবুক একাউন্ট খোলার জন্য যে কাজগুলো করতে হবে, আপনার যদি
ফেসবুক একাউন্ট স্থগিত করা হয়, তাহলে আপনাকে একটি ইমেইল এবং যখন আপনি একটি অ্যাপ
বা ওয়েব ব্রাউজারে আপনার অ্যাকাউন্ট বিভিন্ন ব্রাউজারে এক্সেস করতে চাইবেন তখন
আপনাকে এই বিষয়টি জানানো হবে।
সেই বিষয়টি আপনি জেনে এবং সেখান থেকে আপিল করতে পারেন। এবং আপিল হয়েছে আপনি
সেটও জানতে পারবেন। লগইন করার পর আপনার আবেদন জমা দিতে লক অনস্ক্রিনে নির্দেশিত
নির্দেশনা অনুসরণ করুন।
প্রশ্ন: নিষ্ক্রিয় ফেসবুক একাউন্ট দেখতে কেমন?
উত্তর: যদি আপনার ফেসবুক একাউন্ট নিষ্ক্রিয় করা হয় তাহলে আপনি লগইন করার
চেষ্টা করলে আপনাকে একটি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে বলে একটি বার্তা দেওয়া
হবে। এছাড়াও যদি আপনার সামনে কোন নিষিদ্ধকরণের অ্যানাউন্স বা বার্তা পাঠানো না
হয় তাহলে অন্য কোন সমস্যার কারণে আপনার একাউন্ট লক হয়ে গেছে।
প্রশ্ন: ফেসবুক একাউন্ট কতদিন বন্ধ থাকে?
উত্তর: ফেসবুক একাউন্ট বন্ধ থাকার পরে পুনরায় সক্রিয় করনের জন্য
অনুরোধকৃত ডকুমেন্ট প্রদান করতে ফেসবুক থেকে ফলোআপ ইমেইল পাওয়ার জন্য আপনার কাছে
30 দিন সময় থাকবে। এই ৩০ দিন সময়ের মধ্যে আপনি মিস করলে আপনার একাউন্ট
স্থায়ীভাবে অক্ষম করা হবে। এর জন্য আপনি ফেসবুক কোম্পানির কাছে আপিল করতে পারেন
তাদের কাছে সঠিক এবং কোন সমস্যা ধরা না পড়লে গুরুতরভাবে আপনার একাউন্ট বন্ধ করে
দেবে না। এছাড়া চিরতরে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারে।
প্রশ্ন: ফেসবুক এর পাঁচজন প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ফেসবুক এর প্রধান প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুকারবার্গ, এছাড়াও
এন্ডডুয়ারডো সাবেরিন, আন্ডরু ম্যাককলাম, জাস্টিন মক্সভিউজ এবং ক্রিস হিউজ দ্বারা
ফেসবুক প্রতিষ্ঠিত হয়েছিল।
প্রশ্ন: মার্ক জাকারবার্গ প্রতিদিন কত টাকা আয় করে ফেসবুক থেকে?
উত্তর: খবর রিয়েল টাইম মিলিয়ন আর দের তালিকা অনুযায়ী জানুয়ারি
2024 পর্যন্ত তিনি $139.1 বিলিয়ন সম্পদের সাথে বিশ্বের পঞ্চম ধনী
ব্যক্তি। তিনি এক বছরে 84 বিলিয়ন ডলারের বৃদ্ধি প্রতি ঘন্টায় আনুমানিক
9.6 বিলিয়ন বা প্রতিদিন আনুমানিক $230.6 মিলিয়ন ইনকাম করে।
ফ্রি ফেসবুক ডাউনলোড নিয়ে শেষ মন্তব্য
ফ্রি ফেসবুক ডাউনলোড শেষ কথা এবং ফেসবুক এর যে খুঁটিং বিষয়গুলো কোন দেশে অবস্থান
করেছি তা অবশ্যই আপনি জেনে উপকৃত হয়েছেন। একজন সুস্থ মানুষ প্রতিদিন ফেসবুক
ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের ভিডিও অডিও এবং বিভিন্ন প্রয়োজনীয় অপ্রয়োজনীয়
জিনিসপত্র দেখে এবং সেই বিষয়গুলো প্রয়োজনীয় তাদের মোবাইলে সংগ্রহ করে রাখে।
আপনি হয়তো চাইবেন ফেসবুক স্কল করার সময় বিভিন্ন পছন্দীয় ভিডিও আপনার মোবাইলদের
গ্যালারিতে সেভ করে রেখে সেই ভিডিও গুলো প্রয়োজন অনুযায়ী দেখতে এতে কোন প্রকার
ডাটা খরচ বা ইন্টারনেট খরচ করার প্রয়োজন হবে না। এছাড়াও আপনি ফেসবুক এর যেই সেভ
অপশন রয়েছে সেখানে সেভ করে রাখলে ভিডিও আপনার আইডিতে থাকবে কিন্তু সেটা দেখার
জন্য আপনাকে এমবি খরচ করতে হবে বা ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে হবে।
মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url