ছেলেদের ফেসবুক স্ট্যাটাস ১৩১ টি ও জনপ্রিয় পেইজ এর নাম

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস এ বিষয়টা নিয়ে অনেকেই মোবাইলে থেকে বিভিন্ন ওয়েবসাইটে সার্চ দেয় বিভিন্ন সুন্দর সুন্দর ওয়েবসাইট থেকে ছেলেদের ফেসবুক এ দেওয়ার মতো স্ট্যাটাস পাওয়ার জন্য এবং এ সকল সুন্দর সুন্দর ফেসবুক স্ট্যাটাস পাওয়ার জন্য এই পোস্টটি পর্যায়ক্রমে সাজানো হয়েছে।

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

 আজকের এই পোস্টটিতে ছেলেদের বিভিন্ন ধরনের স্টাইলিস্ট ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও বিভিন্ন ধরনের ফেসবুক স্ট্যাটাস আলোচনা করা হবে। আপনি যদি এ সকল ফেসবুক স্ট্যাটাস খুঁজে থাকেন তাহলে অবশ্যই এই পোস্টটা থেকে আপনার অনেক উপকার হবে বলে আশা করা যায়।

পোস্ট সুচিপত্রঃ ছেলেদের ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ১৩১ টি ও জনপ্রিয় পেইজ এর নাম  

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস দেখে নিন এক নজরে 

পৃথিবীতে অনেক ছেলে আছে যারা ফেসবুক স্ট্যাটাস দেখে সেই ধরনের ফেসবুক স্ট্যাটাস তৈরি করে অথবা সেই ফেসবুক স্ট্যাটাস কে তার ফেসবুক এ পাবলিশড করে। ছেলেদের বিভিন্ন ধরনের কষ্ট এবং মনের মধ্যে চেপে থাকা অনেক চাওয়া পাওয়া থাকে যা অনেক ছেলেরাই তাদের ফেসবুক এ স্ট্যাটাস প্রকাশ করার মাধ্যমে মনের ভাব প্রকাশ করে। আপনিও যদি ফেসবুক স্ট্যাটাস দিয়ে মনের ভাষা প্রকাশ করতে চান। অথবা বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্ঞান সম্পূর্ণ বণী প্রকাশ করতে চান।

তাহলে অবশ্যই আমি এখন যে বিষয়গুলো আলোচনা করব তা আপনার কাজে আসবে চলুন সেই বিশেষ ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে জেনে নেওয়া যাক যে বিশেষ ফেসবুক স্ট্যাটাস গুলো ব্যবহার করে আপনি আপনার মনের সকল না বলা কথাগুলোকে প্রকাশ করতে পারবেন এবং তুলে ধরতে পারবেন তা সোশ্যাল মিডিয়াতে অথবা বিভিন্ন সোসিয়াল মাধ্যমে। ছেলেরা যখন ছোট থাকে তখন তাদের কোন ধরনের টেনশন বা চাপ থাকে না কিন্তু যখন তারা ধীরে ধীরে বড় হতে থাকে। 

যত বড় হতে থাকে ততই সংসার বা বিভিন্ন ধরনের চাপ তার নিজের উপরে আসতে থাকে সেই চাপ গুলোর মধ্যে থেকে ছেলে মানুষের জীবন পার করতে হয়। অনেক সময় অনেক ছেলেরাই তাদের এই চাপমুক্ত জীবন তৈরি করার জন্য বিভিন্ন ধরনের পেশা ও কাজের সাথে নিয়োজিত হয়। এর মধ্যে থেকে অনেক মানুষ আছে যারা তাদের কাজে সফল হয় আবার অনেকেই আছে যারা তাদের কাজে সফল না হতে পেরে ব্যর্থ ও অনেক দুঃখজনক জীবনযাপন করতে থাকে। 

আরো পড়ুনঃ মুসলিম ছেলেদের আধুনিক নাম অর্থসহ 

পৃথিবীতে অনেক ছেলে আছে যাদের অনুভূতিগুলো কারো সামনে শেয়ার করতে পারে না আবার অনেক ছেলে আছে যারা খুব সহজেই তাদের মনের ভিতরে জমে থাকা কথাগুলোকে মানুষের মধ্যে শেয়ার করে ফেলে। কিন্তু কম সংখ্যক মানুষই এ ধরনের কাজ করতে পারে বেশিরভাগ পুরুষ বা ছেলেরাই তাদের জীবনের অনেক দুঃখ কষ্ট ও  চাহিদাগুলোকে মানুষের থেকে লুকিয়ে থাকে। যা কেউ হয়তো জানতে পারি না কিন্তু সেই দুঃখগুলো তাদেরকে ঠিকই নিজের ভিতরে বহন করতে হয়।

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস নিয়ে কিছু স্ট্যাটাস 

ছেলেরা ধীরে ধীরে বড় হতে থেকে এমন একটা পর্যায়ে চলে আসে যখন তাদের জীবন বা জীবনের সকল ধৈর্য এবং শক্তি দিয়ে সে সংসার বা তাদের দায়িত্বে থাকা তা সকলের দায়িত্ব মাথায় নিয়ে চলতে হয়। এ ধরনের জীবন চলার চলতে চলতে অনেকেই বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করেন এবং সেই জ্ঞানগুলো বিভিন্ন ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ করে থাকেন। তার মধ্যে থেকে কিছু স্ট্যাটাস আপনাদের জন্য উপস্থাপন করলাম। 

  1. ছেলে পুরুষ হয় কখন যখন সে টাকা ইনকাম করতে শিখে তখন। ছেলেদের টাকা ইনকাম ছেলেদের মান বাড়িয়ে দেয় সমাজের মানুষের কাছে। 
  2. প্রত্যেক ছেলের জীবনে ভালোবাসা আছে একটা সময় আসে যেখানে ভালোবাসা একদিকে এবং অন্যদিকে থাকে পরিবার ছেলেদের সবচাইতে পরীক্ষার সময় এটা ভালোবাসা নাকি পরিবার। 
  3. মেয়েরা হাজারো কন্ডিশনার শ্যাম্পু ব্যবহার করে তাদের চুল সুন্দর রাখার জন্য কিন্তু ছেলেরা দুই টাকার একটা শ্যাম্পু দিয়ে কাজ চালিয়ে নেয় এটাই ছেলেদের বড় উদাহরণ। 
  4. সব প্রেমিকেরা তাদের নিজের প্রেমিকার কথা ভাবে অবসর সময়ে অন্য মেয়ের কথা ভাবে না, এরাই প্রকৃত ছেলে বা পুরুষ। 
  5. ছেলেদের সৌন্দর্য বা রূপচর্চার প্রয়োজন হয় না কারণ ছেলেরা প্রকৃতি ও সৌন্দর্যের অধিকারী। 
  6. কলিযুগে মহাপুরুষ সে, যে নিজেকে মেয়েদের ছলনা থেকে মুক্ত রেখেছে এবং তার ইজ্জত নিজের কাছে ধরে রেখেছে।
  7. ছোট ছিলাম ভালো ছিলাম, ভালো ছিল শিশুকাল বড় হয়ে পুরুষ হয়ে দেখলাম শ্রেষ্ঠ শিশুকাল। 
  8. ছেলেদেরকে দায়িত্ব নেওয়ার জন্য পাঠশালায় যেতে হয় না কারণ ছেলেরাই একটি পাঠশালা যে নিজেকে তৈরি করে নেই। 
  9. ছেলেদের মন কি নরম তুলার বালিশ, যে চেয়ারে বসে খেলবি বালিশ বালিশ। 
  10. দেখতে পাহাড়ের মত শক্ত কিন্তু ভেতরটা তোলার মত নরম এ ধরনের উদাহরণ হচ্ছে ছেলেরা যারা দুঃখের ঝরনার মধ্যে থেকেও সুখের হাসি হাসতে পারে। 
  11. যেই ছেলেটি সারাদিন বন্ধুদের আড্ডায় কাটাতো সেই ছেলেটি এখন সারাদিন ব্যস্ত থাকে জীবনের দায়িত্ব সামলাতে। 
  12. ছেলেদের অনেক অজানা অনুভূতি আছে যা ছেলেরা নিজেরাই নিজেদের ভিতরে গোপন করে রাখে, আপন মানুষের ভালোবাসার সম্মানে। 
  13. হাজারো মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট নিয়ে বেঁচে থাকা জীবনের নাম ছেলেদের বাস্তব জীবন। 
  14. যে ভালোবাসার প্রকাশ যত কম সে যে ভালোবাসার গভীরতা তত বেশি। 
  15. ছেলেদের ভালোবাসা মুখে নয় বুকের ভিতর হৃদয়ের মাঝখানে রাখা হয়, আপন প্রিয়তমার আসনে।
  16. সব ছেলেরা বিশ্বাসী তাই বিশ্বাস করতে তারা ভালোবাসে কিন্তু জেনেছিল অবশেষে মন দিয়ে বিশ্বাস ভাঙার জ্বালাতে পড়তে হয়। 
  17. ছেলেরা দুঃখ পায় কিন্তু চোখে জল আসতে দেয় না। কারণ কোন ছেলেই চায় না তার দুঃখ অন্য কেউ দেখুক। 
  18. প্রত্যেক ছেলের জন্য তাদের পরিবার থেকে দায়িত্বের হাত নয় ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়া উচিত। 
  19. ছেলেদের সবচাইতে বড় কষ্ট হচ্ছে না পাওয়ার বেদনা, যে বেদনায় হাজারো বছর পুড়ে পুড়ে ছাই করে ছেলেদের হৃদয়। 
  20. সেই প্রকৃত প্রেমিক যে ভালোবাসার মর্যাদা রক্ষা করতে জানে, সেই প্রকৃত বীরপুরুষ যে মেয়েদের অধিকার রক্ষা করতে জানে, তার প্রিয়তমার আসোনি কাউকে বসাতে চাই না। 
  21. ছেলেদের ভালোবাসা আসে মন থেকে তাই তারা মন থেকে ভালোবাসে আর সেই মনে যে ভালোবাসা নিয়ে ছলনা করে সে মন কখনো না ভেঙ্গে থাকতে পারে?
  22. ইনশাআল্লাহ একদিন এমন সময় আসবে এই বেকার যুবকের ঘরে সুখের পাখি হয়ে তুমি আসবে। 
  23. প্রত্যেক ছেলেরাই প্রেমের ভিখরি তাই তাদের প্রেমকে সস্তা ভেবো না তাদের প্রেম অনেক দামি এবং মূল্যবান। 
  24. ছেলেদের ভালোবাসা খেলনা নয় প্রেমিকের ভালোবাসা খেলনা নয় সোনার চেয়েও দামি প্রেমিকের ভালোবাসা আর কারো সাথে আমি দেবনা তুলনা।
  25. পুরুষ মানুষ বিয়ের আগে একরকম বিয়ের পরে আরেক রকম, তাই পুরুষ মানুষ দুই প্রকার একজন জীবিত একজন বিবাহিত। 
  26. বেচালার ছেলেরা রোজ ঘুম থেকে উঠে এবং ভাবে যে আজকে একটু দেরি করে উঠি কালকে থেকে সঠিক সময় উঠবো। কিন্তু দেখা যায় কালকের দিনে আরো বেশি ঘুম চলে আসে। 
  27. ছেলেরা দুঃখ পাইলে কেউ একা থাকতে পছন্দ করে কেউবা বিভিন্ন ধরনের নেশা করতে পছন্দ করে, আবার কেউবা অনেক রেগে যায়, খেতে থাকে একটার পর আরেকটা বিড়ি, আমরা ছেলেরা এ সকল যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে পারে। 
  28. ছেলেদের প্রেমের মানে প্রথম দেখায় ভালোবাসি পরের দেখায় নিজের ভিতরে রাজপ্রাসাদ বানিয়ে তাকে রাখে। 
  29. ছেলেদের বন্ধুত্ব অটল এবং অবিশ্বাস্য শক্তিশালী। যারা একসাথে বাঁচতে শেখায় এবং যারা একসাথে চলার জন্য সকল কিছু ত্যাগ করতে পারে তারাই প্রকৃত বন্ধু। কথায় না কাজেই বন্ধুত্বের পরিচয়। 
  30. ছেলেদের পরীক্ষা রাতে মনে হয় সবকিছুই মনে আছে কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন দেখে মনে হয় আরেকটু পরে আসলে মনে হয় ভালো পারতাম। 
  31. ছেলেরা যত খায় তত বেশি ক্ষুধা বাড়ে, নাই ঘরে খায় বেশি ঘাম ভাঙ্গা ঘরে ঘুম বেশি ছেলেদের কি আরাম বেশি। 
  32. ছেলেদের ফ্যাশন সবার কাছে তুচ্ছ বলে, ছেলের কাছে ফ্যাশান হলে।
  33. বিয়ের পরে ছেলের জীবন রিমোট হারা টিভির মতন। যখন যে চ্যানেলে চাই তখন সেই চ্যানেল দেখাতে হয়। 
  34. ছেলেদের প্রেমের সংজ্ঞা এমন, ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক এ কেউ বলেছে হাই এতেই ছেলেরা প্রেমে পড়ে যায়। 
  35. যদি মিয়া বিবি থাকে রাজি তবে ছেলে কি করবি আপত্তি করে নিয়ে আয় ধরে কাজী। 
  36. ছেলে চাই সাহস মেয়ে চাই ভালোবাসা মিলে হয়ে গেল দুঃখ সুখের দুর্দশা। 
  37. মুখে দেশ প্রেমের গান, হাতে হাতিয়ার তৈরি করো বিপ্লব তারাও স্বৈরাচার, শান্তি তো ছিল দেশে কে করিল হাহাকার। 
  38. সফলতার মূলমন্ত্র পরিশ্রম ও আত্মশক্তি, যেই ছেলের মনে আছে এই দুটো জ্ঞান সে করিবে বিশ্ব জয় মানি বানা কেন? 
  39. সৎ ছেলে মানে নয় পরায়নতা সাহস ও বিভিন্ন দেখনে ওয়ালা সুদর্শন গুণাবলী, তাই নিয়ে গড়ে তুলি সুদর্শন বাহুবলি। 
  40. ছেলেদের জীবনের বড় অস্ত হচ্ছে শিক্ষা, শিক্ষা ছাড়া লড় যায় না দরিদ্র মুক্ত ও জীবনের ভিক্ষা।
  41. ছেলেদের সবচাইতে গুরুত্বপূর্ণ জ্ঞান হচ্ছে নীতিবোধ যা ছাড়া জীবন অর্থহীন। 
  42. প্রত্যেক ছেলে তার কল্পনাশক্তি দ্বারা অনেক কিছু আবিষ্কার করার ক্ষমতা রাখে আপনিও চেষ্টা করুন কল্পনাশক্তি ব্যবহার করার। আলবার্ট আইনস্টাইন। 
  43. ছেলেদের মনে রাখা উচিত সত্য ও অহিংসার পথে জয়। তাই এই পথে যারা বিশ্বকে পরিবর্তন করেছে। তাদের কথা মানুষ এবং জীবনকে অহংকার মুক্ত গড়ে তোলেন। 
  44. ছেলেদের জীবনে হাজারো চ্যালেঞ্জ আসবে কিন্তু হাজার চ্যালেঞ্জকে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে।
  45. ছেলেদের ভালোবাসাই হলো জীবনের সার কথা ভালোবাসার মধ্যেই তারা বিশ্ব আরো সুন্দর করে তুলতে পারবে।
  46. সিঙ্গেল ছেলেদের সুবিধা, নিজের ইচ্ছের কাছে তারা স্বাধীন কিন্তু তাদের স্বাধীন ইচ্ছা গুলো শেয়ার করার যথেষ্ট জায়গা তাদের কাছে থাকে না এটাই তাদের অসুবিধা। 
  47. সকল বন্ধুরা বলে তুই একা থাকিস কেন বাইরে কত সুন্দর মেয়ে আছে। আমি বলি তোমরা তো সবাই বিয়ে করে ফেলেছো তখন আর আমার চিন্তা করছো কেন। আমার সখি তোমাদের সহ্য হচ্ছে না। 
  48. সিঙ্গেল থাকা মানে সারাদিন গেম খেলে ফ্রী ফায়ার এ সময় কাটানোর মজা পাওয়া। 
  49. ভ্যালেন্টাইন্স ডের সবচেয়ে সিঙ্গেলদের সুবিধা হচ্ছে তারা নিজেরাই নিজেকে ভালোবাসার একটি সুযোগ পায়। 
  50. সিঙ্গেল ছেলেদের জন্য সতর্কবার্তা হচ্ছে সকল প্রকার মেয়ে থেকে প্রেমে পড়া থেকে বিরত থাকুন এবং নিজের স্বাধীনতা বজায় রাখুন। 
  51. সিঙ্গেল এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মন খারাপের কারণ জানতে চাবে না কেউ। কেন তোমার মন খারাপ হয়েছে? 
  52. আশা করি সকল সিঙ্গেল ছেলেরাই তাদের মনের মানুষের খোঁজ পাক সুখী হোক তাদের জীবনে। 
  53. সিঙ্গেল লাইফ ইজ এ অ্যাডভেঞ্চার এটাকে উপভোগ করাই সিঙ্গেলদের সবচেয়ে বড় বেনিফিট। 
  54. বেশি স্বাধীনতা যে অনেক সময় বেশি ক্ষতির কারণ হয় তা সিঙ্গেল মানুষেরাই সবচাইতে ভালো উপলব্ধি করতে পারে। 
  55. কেউ কি একটা উপকার করবে আমার সিঙ্গেল তো দূর করার জন্য প্রোফাইলে আমি এখনো সিঙ্গেল আছি সেটা একটু ভাইরাল করো।
  56. সমাজের ভদ্র ছেলে এবং ভদ্র মেয়ে দুটো বিলুপ্তের পথে ডাইনোসরের মত। 
  57. ভদ্র ছেলেরা সব সময় সব কাজ সময়মতো করে কারণ তারা জানে সময়ের মূল্য দিতে। 
  58. ভদ্র ছেলেরা সাহায্য প্রিয় হয়ে থাকে তাই মানুষের কাছেও প্রিয়। 
  59. আজকের ভদ্র ছেলে ভবিষ্যতের আদর্শ স্বামী, যে জীবনে পেয়েছেন ভদ্র স্বামী সে মেয়ে হয়েছেন ভাগ্যবান। 
  60. আমি বোকা সমাজকে বদলে দিতে চেয়েছিলাম কারণ সমাজে আমাকে বদলাতে চাই আমি সমাজকে বদলাতে গেলে সমাজ তো আমার থেকে দূরে চলে যাই। 
  61. সমাজের বেশিরভাগ মানুষই অসামাজিক কাজের সাথে জড়িত কিন্তু ভদ্র ছেলেরা সমাজের সামাজিকতা মেনেই চলাফেরা করে। 
  62. ছেলেদের ফেসবুক স্ট্যাটাস মানে স্মার্ট ছেলেদের ফেসবুক স্ট্যাটাস। 
  63. ছেলেদের স্টাইল তারা যা করে যেভাবে করে সেটাই যেন স্টাইলে পরিণত হয়ে যায়। তাই ছেলেদের স্টাইলে একটি ব্যান্ড। 
  64. আমি যা করি সেটাই স্টাইল তাই সবাই আমাকে ফলো করে। 
  65. আমিতো স্টাইলিশ ছেলে ভালোবাসা জমিয়ে রাখি নিজের না খুঁজে পাওয়া প্রেমিক বা বউয়ের জন্য। 
  66. চেহারা দিয়ে নয় ব্যবহারেই বংশের পরিচয়। 
  67. প্রকৃত স্মার্ট হওয়ার একটি সহজ উপায় হচ্ছে যে যত কম সময়ে সকল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিয়ে চলতে পারে তাই তত বেশি স্মার্ট। 
  68. দামি পোশাক পড়লে স্পার্ট পাওয়া যায় না স্পর্ট হতে হলে দামি মন তৈরি করতে হয় এবং সেই মনের দেখানো পথে জীবন চালাতে হয়। 
  69. ছেলেদের ফেসবুক স্ট্যাটাস স্টাইলিশ হয় তখনই যখন তারা নিজেকে স্টাইলিশ মনে করে। 
  70. আমার চলায় আমার স্টাইল আর আমার স্টাইলে আমার পরিচয়। 
  71. দুঃখ নিয়ে জীবন করা দুঃখ আমার সাথেই যেদিকে তাকায় দুঃখ দেখি দুঃখই খুঁজে দেখি। 
  72. যা স্বপ্ন দেখো তা হও স্বপ্ন ততটুক দেখো যতটুক বাস্তবে পরিণত করার জন্য চেষ্টা করতে পারবে। 
  73. আমাকে অনুসরণ করো তোমাকে আমি স্টাইলিস্ট তৈরি করবো। 
  74. ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, যারে জন্য ঘর বানাইলাম সে রইলো না ঘরে ময়না আমার উড়াল দিল খাঁচা ছেড়ে দূরে। 
  75. ছেলেদের সবচেয়ে বোকা পোনা কাজ হচ্ছে না ভেবে বোকার মতো মন দিয়ে ভালোবাসা ।
  76. হে পুরুষ একদিন তোমাকে হাসিয়েছিল তাকে কখনো দুঃখ দিওনা তাকে নিজের জন্য হলেও হাসিমুখে রাখো। 
  77. আমি ছেলে আমি চুপ ছিলাম কিন্তু অন্ধ ছিলাম না বিশ্বাস করেছিলাম কিন্তু বিশ্বাস রাখলে না। 
  78. কিছু কিছু পাওয়ার জন্য কখনো নিজের থেকে হেরে যেতে হয় জিতার জায়গা বা পজিশন থাকার পরেও 
  79. পৃথিবীর সকল পুরুষ আলাদা আলাদা স্বভাবের তাই মেয়ে তুমি সবাইকে এক পাল্লায় মেপো না। 
  80. ছেলেরা প্রেমের জন্য সম্মান বিসর্জন দিতেও পারে সম্মান রক্ষা করতেও পারে এটাই ছেলেদের ভালোবাসার পরিচয়। 
  81. একটা ছেলে পরিবারের প্রধান কর্তা নয় ঠিকই কিন্তু পরিবারের রক্ষাকর্তা অবশ্যই। 
  82. ছেলেদের ফেসবুক স্ট্যাটাস হাসি দিয়ে মন কারিলা ও বন্ধুরে পিছলা পইড়া জড়ায় ধরলা বুকের পাজরে। 
  83. ছেলেরা শপিং করা যায় চাইতে খেলার মাঠে যেতে বেশি পছন্দ করে, আর প্রেমিক ছেলেরা প্রেমিকার পিছে দৌড়াতে বেশি পছন্দ করে। 
  84. গাড়ির পেছনে ছিটে বাচ্চাদের থাকলে দুর্ঘটনা ঘটে আর দুর্ঘটনা ঘটলে পেছনের ছটে বাচ্চা জন্মে, বলুনতো দুইটাই দুর্ঘটনা কি? 
  85. ছেলেরা আছে বলে মোবাইল কোম্পানির তাদের মোবাইলগুলো নিত্য নতুন ভাবে বিক্রি করতে পারছে। 
  86. হাজারো জেদি ছেলের জন্য বাইক কোম্পানি গুলো উন্নতি হয়ে গেল।
  87. একটা ছেলে কখনো প্রেমে পড়ে না যখন প্রেম এসে তার উপরে পড়ে তখন সে ধরে রাখতে চেষ্টা করে। 
  88. ছেলেদের দায়িত্ব তাদের প্রিয়তমা কে জীবন দিয়ে ভালোবাসা। কিন্তু যখন সেই প্রিয়তমা চলে যায় ছেলেরা হয়ে যায় দিশেহারা নেশাখোর পাগলের মত।
  89. ছেলেদের কষ্টের শেষ নেই প্রিয়জনকে হারানোর ভয়ে পরিবারকে ছাড়তে হয় নয়তো পরিবারকে হারানোর ভয়ে প্রিয়জনকে ছাড়তে হয়। 
  90. ছেলেরা প্রেমের পাগল একটু ভালোবাসা পেলে দুনিয়া মিলে দিতে পারে। 
  91. সকল সফল পুরুষের পেছনে অনেক নারী রয়েছে তাদের মধ্যে কেউ মা রূপে কেউ বউ রূপে। 
  92. সকল যুদ্ধের ময়দানে ছেলেরা বেশি যোগদান করে এবং শহীদ হন কিন্তু ছেলেরাই নাকি কাপুরুষ ও স্বার্থপর মেয়েরা বলে। 
  93. মেয়েরা কষ্ট পেলে ভাঙ্গে ছেলেদের মন আর ছেলেরা কষ্ট পেলে ভাঙ্গে তাদের মোবাইলের স্ক্রিন। 
  94. ছেলেরা কষ্ট না করার ভান ধরে কিন্তু দুনিয়ার চাইতু বেশি কষ্ট তাদের বুকের ভিতর জমা থাকে। 
  95. মাসোয়ারা দে মুঝে ইয়ে বাতা দে মুঝে মেরা দিল তুজ পে আয়ে তো মে কেয়া কারু। 
  96. দিল সামহাল তা নেহি জারজ চালতা নেহি পেয়ার বাড়তা এই যায় তো মে কেয়া কারু। 
  97. মেনে মাঙ্গি থিয়ে মসজিদ ধনে দুয়া মে জিসে পিয়ার কার তাহু উসকো মিলে। 
  98. যে ছেলের ভালোবাসা তার প্রেমিকার কাছে মূল্যহীন সে ছেলের জীবন তার নিজের কাছে মূল্যহীন। 
  99. ভালোবাসা এমন একটি বস্তুর নাম যে নামটি সবাই জানে কিন্তু এর মূল্য দিতে সবাই জানে না। 
  100. ছেলেরা ভালোবাসতে বাসতে তার ভালোবাসার ভিতর নিজেকে বিলিয়ে দেয়। কিন্তু মেয়েরা ভালোবেসে তার প্রেমিকের হৃদয় থেকে সব সুখ শান্তি হরণ করি নেই। 
  101. সময়ের সাথে নিজেকে পরিবর্তন করে নিয়েছি আমি আর এখন আগের মত নেই। তোমাকে ভেবে চোখের জল ফেলবো। 
  102. মেয়েরাই অনেক বুদ্ধিমতী খুব সহজেই বুঝতে পারে তাদের নিজের লাভ ক্ষতি, বোঝেনা সে ভালোবাসা দিয়ে অজুহাত চলে যায় অন্যের ঘরে করতে নতুন প্রেমের চাষ। 
  103. কেন হল দেখারে তোমারে দেখলাম কেন আমি একেবারে হারাইলাম। 
  104. বলেছিলে ভালোবাসি আজ কেন বলো তুমি আমি কি আর তোমার আছি। তুমি বেকার দেয়নি তুলে তোমার হাতে বাবা আমি এখন স্বামীর ঘরে বাচ্চা সামলাই হাবা। 
  105. জীবনে আনন্দের চিৎকার টিকে দাবিয়ে রাখা মৃত্যুর চেয়ে কোন অংশে কম নয়। ছেলেদের আনন্দ যেমন সবাই দেখতে পায় না ঠিক তেমনি দুঃখ ও মানুষ দেখতে চায় না। 
  106. ছেলে বলে পূর্ব-পশ্চিমে যে দিকে তাকাও ভালোবাসা ছাড়া কিছুই নেই মেয়ে বলে পূর্ব-পশ্চিমে যে দিকে তাকাও টাকা ছাড়া সব অন্ধকার। 
  107. জীবনের অনেক মুহূর্ত রয়েছে যে মুহূর্তে শুধু কান্না থাকে কথা থাকে না, কষ্ট থাকে সুখ থাকে না, মন কাঁদে চোখ ভিজে না। 
  108. জীবনে বাঁচার জন্য কষ্ট সহ্য করা ছেলেদের জন্য জরুরী কারণ ছেলেরাই কষ্টের নদীতে সাঁতার দিয়ে তাদের পরিবারকে আগিয়ে নিয়ে যায়। 
  109. বন্ধু বন্ধু বন্ধু তুমি আজও কি আমার আছো তাইতো দেখি আমায় ভেবে মনে মনে নাচো ভালোবাসি বলেছিলে বন্ধু আমায় যেদিন সেদিন হতে আজ পর্যন্ত বন্ধু নীরবধি। 
  110. বন্ধুর সাথে রেস্টুরেন্টে খাওয়ার পরে শারীরিক এক্সারসাইজ করার চেয়ে নিয়ম মেনে বন্ধু জেনে উৎসাহ দাও কিসে। 
  111. বন্ধু হচ্ছে সে যে সকল সময়ে খোঁজ নেয় এবং ভালোবাসার কথা মুখে নয় তাদের ব্যবহারে প্রকাশ করে। 
  112. সত্যি কারের বন্ধু বলতে বিপদের বন্ধুকে বোঝায় যা ছেলে বা মেয়ে উভয় থেকে এ হতে পারে। 
  113. আমার বন্ধু আর আমার সাথে থাকা শয়তান কখনোই আমার পিছু ছাড়ে না সব সময় আমার সাথে ছায়ার মত লেগে থাকে। 
  114. আমার স্বপ্নের নায়িকা তুমি বন্ধু হয়ে এসেছিলে, ভালোবাসা দিয়ে হয়েছ প্রিয়জন দেখবে কি একটু বউ হয়ে। 
  115. 90 মিনিটে 10 টি গোল দেওয়া যেত কঠিন তার চাইতে বেশি কঠিন কারো মন বোঝানো এবং মনে স্থান করে নেওয়া, বা ভালোবাসার জন্য রাজি করা। 
  116. ছেলেদের বিশেষ গুন ভালোবাসার মানুষকে মন থেকে ভালোবাসে হাজার কষ্টেও তাকে ভুলে থাকতে পারে না।
  117. সরাসরি প্রেম করা চাইতে চুপি চুপি কম প্রেম করা মজাই আলাদা, কতদিন বলেছ একথা দেখা দিলানা।
  118. ছেলেরা যাকে বন্ধু পাবে মন দিয়ে রাখে তাকে তাইতো সে মন কষ্ট পেলে কষ্ট পাই ছেলের অবুঝ মনে। 
  119. দুনিয়া দুনিয়ার গতিতে চলতে থাকলেও আমি তোমার হাতটি ধরলে মনে হয় সবকিছু থেমে স্তব্ধ হয়ে আসছে আমার জীবন মাঝে শান্তির ঘুম আসতে চলে। 
  120. ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ভালোবেসে মরেছে যারা। 
  121. আকাশ সুন্দর পাহাড় সুন্দর সুন্দর সুন্দরী পাল্লা ও আল্লাহ ছেলেদের মনে কেন এত দিলা জ্বালা। 
  122. মন রঙিন ভালোবাসার রঙিন কেন তুমি রং তুলি দিয়ে নতুনভাবে আঁকতে চাও জীবনের নকশা।
  123. ছেলেরা বন্ধুর জন্য বন্ধুর জন্য খড়য় বৃষ্টি শীতে কাঁথা আর শত্রুর জন্য আমি আগুন দিয়ে গাঁথা। 
  124. জীবনে হার মরতে হয় অনেক জায়গায় কিন্তু প্রিয় মানুষের কাছে হার মানা অনেক কষ্টের এবং ধৈর্যের ব্যাপার। 
  125. আপনি দেখতে ভয়ঙ্কর হলেও আমার চরিত্র যদি সুন্দর হয় তাহলে আমি সুন্দরের মধ্যে পড়ি। তাই ছিলে তুমি সুন্দর নয় চরিত্রবান হও। 
  126. তুমি কখনো আমার বিরুদ্ধে যেও না কারণ আমি সবসময় জিতি হারা আমার কপালে নেই, কারণ আমি হারার জন্যই জিতি।
  127. পড়াশোনা করো ভালো চাকরি পাও মা বলেন বিয়ে করো সংসার করো, কিন্তু আমি বলি ইনকাম দাও অর্থ করি প্রতিষ্ঠিত হয়ে সংসার করি। 
  128. নতুন ফোন নতুন প্রেম করতে ভালো লাগে তোমার থেকে আমার কাছে প্রেম কি বেশি জাগে। 
  129. ছেলেদের কষ্ট যতই বেশি হোক তা প্রকাশ করা যায় না কারণ ছেলেরা নিজেই কষ্টকে সুখ অথবা অর্থতে রূপান্তর করে দিতে পারে। 
  130. ছেলেদের সিঙ্গেল লাইফ কে বলা হয় কিং লাইফ। যা হারিয়ে গেলে আর কখনো ফেরত পাওয়া যাবে না। 
  131. যেই ছেলে থাকে না রিলেশন তারা থাকে স্বাধীন। জীবন কাটা ইচ্ছেমতো কারণ তাদের রিমোট তাদের নিজের হাতেই থাকে। 

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস নিয়ে ইতিমধ্যে যে স্ট্যাটাস গুলো আলোচনা করা হয়েছে আশা করি সেই স্ট্যাটাস গুলো আপনার অবশ্যই পছন্দ হবে এবং আপনি ব্যবহার করতে পারবেন আপনার ফেসবুক স্ট্যাটাসে দিয়ে ভাইরাল হওয়ার ক্ষেত্রে। এই স্ট্যাটাস গুলো ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার মনের সকল কথা গুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করতে পারবেন। 

ইসলামিক স্ট্যাটাস ফেসবুক এর জন্য 

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে ইতিমধ্যেই আপনাদেরকে অনেকগুলো তথ্য দেওয়া হয়েছে। এখন আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করবো সেই তথ্যগলো জানার মাধ্যমে আপনি ইসলামিক দৃষ্টিকোণ এর ভিতরে রয়েছে এ ধরনের অনেক ফেসবুক স্ট্যাটাস পড়ে আপনার প্রোফাইল অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মাধ্যমে ভাইরাল হতে পারবেন। আমরা যারা ইসলাম ধর্ম বিশ্বাস করি তাদের জন্য ফেসবুক ব্যবহার করার পূর্বে ইসলামিক স্ট্যাটাস ব্যবহার করা উচিত। 

  • ইসলামিক বিভিন্ন তথ্য সম্পর্কে যিনি সেই তথ্যগুলো প্রকাশ করার মাধ্যমে আপনি ফেসবুক ইসলামিক স্ট্যাটাস তৈরি করতে পারবেন।
  • আলহামদুলিল্লাহ আমরা কতই না ভাগ্যবান ইসলাম আমাদের ধর্ম এবং ইসলামের শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। 
  • যুগে যুগে বিভিন্ন অলি-আওলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর তারা তাদের আত্মত্যাগের মাধ্যমে এই ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে গেছেন তাই তাদেরকে সম্মান করুন এবং নিজের ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করুন। 
  • আপনি মনে রাখবেন যে আপনি একজন ইসলামী ধর্মের মানুষ তাই ইসলাম ধর্মের সকল নৈতিক দায়িত্ব মেনে চলায় আপনার জন্য মঙ্গলদায়ক। 
  • আল্লাহ বলেছেন কখনোই বান্দাকে তার হক থেকে বঞ্চিত করা হয় না, কিন্তু না পাওয়ার কারণ হচ্ছে যেটা অকল্যাণকর সেটা আল্লাহ না দিয়ার মাধ্যমে বিপদ থেকে রক্ষা করে।
  • আল্লাহ সবাইকে সঠিক ইসলামিক জ্ঞান দান করুক যাতে সবাই ইসলাম ধর্মকে উপলব্ধি করতে পারে। 
  • ইসলাম ধর্মে বর্ণিত রয়েছে যে যা আছে এই বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই মানব ভান্ডে। 
  • আপনি যদি সত্য সহগড়ে অবকহন করতে চান তাহলে অবশ্যই কুরআনের নির্দেশনা অনুযায়ী সত্য সাগরে অবহান করতে চাইলে আপনার নিজের ভিতরে চার মাস কাল ভ্রমণ করুন। 
  • প্রকৃত ঈমানদার তারা যারা আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করেছেন এবং নিজে দুনিয়ার মোহ মায়া কে ত্যাগ করেছে। 
  • ইয়াহা যা হাবিবুল্লাহ মাতা ফি হুব উল্লাহ শাহেনশাহে অলি আফতাবের সুলতানুল হিন্দ হিন্দাল অলি আতাই রাসূল ইয়াসিক সয়দ মাওলানা মইনুদ্দিন হাসান সানজারি বলেছেন যে, যে জীবনেও কখনো শান্তি পায়নি সেই ব্যক্তি সবচাইতে শান্তিতে আছে।
  • মহানবী তার উম্মতের জানানোর উদ্দেশ্যে এবং সঠিক পথ দেখানোর উদ্দেশ্যে বলে গিয়েছিলেন যে তোমরা মাওলা আলীর দেখানো পথ অনুসরণ করো কারণ আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাওলা বা যে আমাকে মাওলা হিসেবে মানে সে যেন মাওলা আলী কে মাওলা হিসেবে মেনে নেয়। 
  • মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন কেউ যদি আল্লাহর সন্নিকটে থাকতে চান তাহলে একজন কামেল ওলীর সাথে সঙ্গ করুন। 
  • সূরা আরাফে শয়তান বলছেন আমি মহান আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা করি আমি শুধু আমার ডিউটি পালন করি যে, আদম সন্তানকে ধোকা দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া।
  • ইসলামকে উপলব্ধি করতে চাইলে নিজের ভিতরে ইসলামকে প্রতিষ্ঠিত করুন এবং নামাজ কায়েম করুন। প্রয়োজনে যে নামাজ কায়েম করতে পেরেছে তার নিজের ভিতরে তার কাছে সাহায্য প্রার্থনা করুন। 

ফেসবুক স্ট্যাটাসের মধ্যে এসকল স্ট্যাটাস ব্যবহার করতে পারবেন ইসলামিক পোস্ট হিসেবে। অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের পোস্টগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন ইসলামিক পোস্ট শেয়ার করার মাধ্যমে তার প্রোফাইল বা মাধ্যমগুলোকে মানুষের মধ্যে শেয়ার করতে চেষ্টা করে। আপনি যদি একজন ইসলামী ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই উল্লেখিত সকল পোস্ট গুলোর মধ্যে ইসলামিক পোস্টগলো ব্যবহার করতে পারবেন।

স্টাইলিস্ট ফেসবুক আইডির নাম দেওয়া হলো

বর্তমান যুগে ছেলেদের ফেসবুক স্ট্যাটাস এর পাশাপাশি বিভিন্ন ধরনের ছেলে আছে যারা বিভিন্ন ধরনের ফেসবুক স্টাইলিশ নাম খুঁজে। তাদের জন্য এই বাছাইকৃত সেরা নামগুলো নির্বাচন করা হয়েছে। এই নামগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজেই পরিস্থিতি লাভ করতে পারবেন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে। নিজে সেই স্টাইলিশ ফেসবুক আইডির নামগুলো দেওয়া হলো এবং যা আপনি ব্যবহার করে আপনার ফেসবুক আইডির নাম রাখতে পারবেন। 

আরো পড়ুনঃ আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম ১১১ টি বাংলা অর্থসহ

পাগল প্রেমী, মেঘ বালিকা, ওই আকাশের তারায় তুমি, স্বপ্ন বিলাসিনী, রূপের রাজা, নীল আকাশের শুকতারা, দুষ্টু বইয়ের মিষ্টি বর, রাজা হিন্দু রাজ্য, যে রাজ্যের রাজা নাই, প্যারাসিটামল, অচেনা অতিথি, বুক পাজরে তোমারি নাম, প্রেমের প্রতিদান, কে ছিলে আমার, জানিনা সে কখন হৃদয় এসেছে, আবেগি মন, ভালো আছি প্রিয়তমা, মুক্ত আঁখি, লাইক প্রেমে পড়া বারণ, আব্বু আম্মুর ভদ্র ছেলে, আম্মুর রাজকুমারী, আব্বুর রাজকুমারী, বাবা মায়ের রাজকুমারী।

ঝিনুক বিহীন মুক্তা, স্বপ্নহীন বালক, তুমি ছাড়া আমি একা, অফুরন্ত অনুভূতি, ইচ্ছে পূরণের দেশ, বেইমানদের প্রবেশ নিষেধ, স্বপ্নের রাজকুমার তুহা, স্বপ্নের ফেরিওয়ালা, রা হু ল, লাইক দে ভাই, ফলো মি, ভালোবাসাই জীবন, লাভ ইজ লাইফ, বলোনা কে তুমি, প্রেম আমার জীবন, মনের মানুষ, প্রেমের মানুষ, ভাবের মানুষ, ভবঘুরে, জানিনা কে তুমি, কবরের যাত্রী, ভদ্র পাপী, রক্তঝরা গোলাপ, জলকাব্য, চটপটি কুরি, বাবু খাইছো, আলোহীন ল্যাম্পপোস্ট, অভিশপ্ত জীবন, পথহারা পথিক। 

মিস্টার গ্রেট অপদার্থ, ধনী ফকির, রাজ্য হারা রাজকুমার, আম্মুর কিউট ছেলে, প্রেমহীন জীবন, শূন্য জীবন তুমি ছাড়া, ইন্টারন্যাশনাল ভাব ওয়ালা, দুষ্টু বরের মিষ্টি বউ, প্রেমের ফেরিওয়ালা, তুমি কে আমি কে, প্রেম ভাই, শুধু তুমি যে আমার, বুক পাজরে, তুমি শুধু আমার, হৃদয়ের অনুভূতি, হৃদয়ের বেদনা, হৃদয়ের স্নেহ ভালোবাসা, তুমি আমার জীবন, শিশির ভেজা ফুল, শ্রাবণের মেঘ, শরতের আকাশ, মন ছুটে তোমার কাছে, নীলকাব্য 

আপনি কিভাবে আপনার ফেসবুক আইডিতে স্টাইলিস্ট নাম যুক্ত করবেন এবং সেই নামগুলো কি ধরনের হতে পারে সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনি যদি স্টাইলিস্ট ফেসবুক আইডির নাম খুঁজে এখানে এসে থাকেন তাহলে এই পোস্টের মধ্যে দেওয়া সকল নামগুলো মধ্যে থেকে আপনার পছন্দমত নাম সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন। এবং খুব সহজে এই নামগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ফেসবুক এর ফলোয়ার ও ভিউয়ার তৈরি করতে পারবেন। 

স্টাইলিস্ট ফেসবুক আইডির নাম দেওয়ার আরো তথ্য 

ছেলেদের ফেসবুক আইডির জন্য অনেক ছেলেরাই বিভিন্ন ধরনের স্টাইলিস্ট ফেসবুক আইডির নাম খুঁজে বেড়ায় যে নামগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার প্রোফাইলটাকে পরিচিত গড়ে তুলতে পারবেন এবং সহজেই সে প্রোফাইল থেকে বিভিন্ন ধরনের ভিউ তৈরি করতে পারবেন। আপনার প্রয়োজনমতো বিভিন্ন ধরনের প্রোফাইল চেঞ্জ করে। আপনি যদি একজন ফেসবুক মার্কেটার হয়ে থাকেন তাহলে এগুলো আপনার অনেক বেশি উপকারে আসবে। 

আরো পড়ুনঃ ফ্রী ফায়ার খেলার জন্য টপ ৫ ভিপিএন ও ফ্রী ইন্টারনেট

আপনি যদি মনে করেন যে কি ধরনের স্টাইলিশ ফেসবুক আইডি ব্যবহার করে আপনার ফেসবুক আইডিটা কে সাজিয়ে রাখবেন। এবং সেই আইডিটা দেখতে যেন একজন প্রফেশনাল ব্যক্তিত্ব প্রকাশ পায় সেই জন্য আপনাকে অবশ্যই স্টাইলিস্ট ফেসবুক আইডি নাম গুলো জানতে হবে। এই সুন্দর সুন্দর ফেসবুক আইডির সাথে সুন্দর সুন্দর নাম যুক্ত করে আপনার আইডিটা কি আরো অ্যাট্রেক্টিভ  ও সুন্দর দেখাতে পারবেন।

উপরে উল্লেখিত প্রত্যেকটা নাম একটি স্টাইলিস্ট নামের ভিতরে পড়ে। এই নামগুলো অনেক দামি এবং মূল্যবান এই নামগুলো ব্যবহার করলে যেমন আপনার প্রোফাইলকে দেখাবে সুন্দর এবং সেই সাথে সাথে অনেক মানুষ তা আগ্রহের সাথে ভিউ করে দেখতে চাইবে। যে এত সুন্দর নামের পিছনে নাকি কত আরো ভালো ভালো তথ্য রয়েছে সে সকল বিষয়ে জানার জন্য। যখন একজন মানুষ এই বিষয়ে আগ্রহ হবে তখন আপনার ওয়েবসাইট থেকে এই ভিউ থেকে মনিটরিং করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। 

ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায় 

আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হয়ে থাকেন। এবং ফেসবুক এর বিভিন্ন ধরনের ভিডিও দেখে সেই ভিডিওগুলোকে সেভ করে রাখতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এবং যে উপায় এর মাধ্যমে আপনি খুব সহজেই ফেসবুক থেকে সরাসরি যে কোন ভিডিও ডাউনলোড করতে পারবেন তার কিছু টিপস এখন আপনাদের সামনে আলোচনা করবো। আপনি যদি ফেসবুক অ্যাপস এর ভিতর থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে। 

প্রথমে আপনাকে ফেসবুক এর ভিতরে প্রবেশ করতে হবে। এবং সেখানে যে ভিডিওটি আপনার দেখতে দেখতে ভালো লাগবে সেই ভিডিও ওপরে একটি (...) অপশন রয়েছে যে অপশনে চাপ দেয়ার পরে সেই ভিডিওর লিংকটি কপি করে নিয়ে, আপনি চলে আসবেন গুগল সার্চ অপশনে, এবং সার্চ করবেন savefrom লিখে এবং আপনার সামনে একটি ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করতে হবে এবং অবশ্যই স্রেফ ফ্রম এর অরজিনাল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 

ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়

সেখানে অপশন থাকবে সেই অপশনে আপনার কপি করা লিংকটি পেস্ট করতে হবে। আপনি বিভিন্ন ধরনের কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন MP4,HD, ইত্যাদি ধরনের কোয়ালিটি। এবং কোয়ালিটি নির্বাচন করা হয়ে গেলে আপনি ডাউনলোড অপশনে চাপ দিলে এই ভিডিওটি সরাসরি আপনার ফোনের গ্যালারিতে চলে আসবে। আশা করি বোঝাতে পেরেছি খুব সহজেই কিভাবে ফেসবুক এর ভিডিও গ্যালারিতে সেভ করবেন। 

সুন্দর সুন্দর ফেসবুক আইডির নাম 

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস এবং এই ফেসবুক স্ট্যাটাস ব্যবহার করার ফলে আপনার কি উপকার হতে পারে সেই সকল বিষয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। আরো বিশেষ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করেছি যে বিষয়গুলো সম্পর্কে অবশ্যই আপনার জানা উচিত অথবা আপনি জানার প্রয়োজন মনে করেন। মোবাইলে ফেসবুক চালানোর সময় অনেকেই ফেসবুক বিভিন্ন ধরনের পোস্ট পাবলিস্ট করে থাকে। 

পোস্টগুলোকে বিভিন্ন মানুষ বিভিন্ন উপায়ে সংগ্রহ করে, কেহ সংগ্রহ করে বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখে বা কপি করার মাধ্যমে, আবার কিহ বা নিজস্ব প্রতিভা থেকে সৃষ্টি করে বিভিন্ন ধরনের সৃজনশীল স্ট্যাটাস। কিন্তু আপনি যদি খুব সহজেই অনেক সুন্দর সুন্দর ফেসবুক স্ট্যাটাস পেতে চান তাহলে এই পোস্টের থেকে যে কোন একটি আপনার পছন্দমত সংগ্রহ করে পাবলিস্ট বা তৈরি করতে পারেন। 

আরো পড়ুনঃ অনলাইন ইনকাম সাইট বিকাশ পেমেন্ট ৮ টি পদ্ধতি

এছাড়া আপনি যদি সুন্দর সুন্দর স্টাইলিস্ট ফেসবুক আইডি নাম খুঁজে থাকেন তাহলে এই পোস্টের উপরের দিকে অনেক সুন্দর সুন্দর নাম দেওয়া আছে সেই নাম গুলোর মধ্যে থেকে যে কোন নাম পছন্দ করে সেই নামটি আপনি ব্যবহার করতে পারেন। অথবা আপনি এই নামগুলো পড়ার মাধ্যমে বিভিন্ন ধরনের ধারণা নিয়ে নতুন কোন নাম নিজেই তৈরি করে সেটা আপনার ফেসবুক এ ব্যবহার করতে পারেন। 

ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার 

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস সহ ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার নিয়ে আপনাদের সামনে এই আর্টিকেলটি লেখার চেষ্টা করেছে। আপনি যদি ফেসবুক এ প্রোফাইল পিকচার গুলো আপলোড করতে চান এবং সেই প্রোফাইল পিকচার গুলো ইসলামিক নীতি ধারা অনুযায়ী হবে। তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন নিচে অনেকগুলো পিকচার দেওয়া হলো। সেই পিকচারগুলো ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। 

ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার

ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার

ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার

ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার


ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার
ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার


ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার

ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার


ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার

ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার

ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার

ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার

ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার

ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার

ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার

ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার




ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার




ফেসবুক এ ইসলামিক প্রোফাইল পিকচার


উল্লিখিত সকল প্রোফাইল পিকচারে ইসলামিক নীতি ধারা অনুযায়ী আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন আপনার পছন্দমত। এখানে বিভিন্ন ধরনের ইসলামিক কর্মকাণ্ড নিয়ে এবং ইসলামের বিভিন্ন আকিদার ও আচরণকে ঘিরে এই প্রোফাইল পিকচার গুলো তৈরি করা হয়েছে। যাতে করে একজন ইসলামিক ভাই তাদের প্রোফাইল পিকচার গুলোর মধ্যে ইসলামের বিভিন্ন নীতি আচরণ প্রকাশ করতে পারে। 

ইসলামিক রোমান্টিক ফেসবুক আইডির নাম 

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস ব্যবহার করার পাশাপাশি ছেলেরা ব্যবহার করে ইসলামিক রোমান্টিক ফেসবুক আইডির নাম। যে আমগুলো ব্যবহার করার কারণে দ্বারা ইসলামিক বিভিন্ন মোমেন্ট কে তার প্রোফাইলে বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করে। যে নাম গুলোর মধ্যে রোমান্টিকতার ছোঁয়া রয়েছে এবং পাশাপাশি ইসলামিক পরিচয় রয়েছে। সে নাম গুলোর সাথে এখন আপনাদের সেই পরিচয় করিয়ে দিব তাহলে চলুন দেরি না করে জেনে নেই।

  • আলোর দিশারি 
  • আলোর পথিক 
  • এসো শান্তির পথে 
  • বিশ্বাসী মন 
  • এসো আলোর পথে 
  • চলো সত্যের পথে 
  • চলো মোহম্মদের দিনে
  • সুলতানুল ইসলাম 
  • সোমনুন মোহেব 
  • বিশ্ব প্রেমিক 
  • আরবার গালিব 
  • ইসলামের পতাকা 
  • মারিফতের সূর্য 
  • বিনয়ের সম্রাট 
  • ইসলামের প্রেমিক 
  • তৌহিদের রাজা 
  • সিদরাতুল মুনতাহা 
  • শাহেন শাহ হোলি অলি
  • পবিত্র হৃদয় 
  • মাওলা আলী 
  • নূরে মোহাম্মদ 
  • খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ জোহরা 
  • ইয়া শহীদে আজম ইমাম হোসাইন 
  • কুতুবউদ্দিন বখতিয়ার 
  • তাওহীদেরই মুর্শিদ 
  • পর্দাশীল কন্যা 
  • ইসলামিক রাজকন্যা 
  • নামাজ বেহেস্তের চাবি 
  • পবিত্রতা নামাজের চাবি 
  • আল্লাহ আমার প্রাণ 
  • নবী আমার হৃদয় 
  • নীল আকাশের তারা 
  • তুমি সকাল তুমি সন্ধ্যা 
  • তুমি প্রেম তুমি বিরহ 
  • তুমি সৃষ্টি তুমি স্রষ্টা 
  • ইসলাম আমার প্রিয় ধর্ম 
  • সত্য সাগর 
  • প্রেমের সাগরে সত্য 
  • এসো মহান রবের দিকে 

ইসলামিক রোমান্টিক ফেসবুক আইডির নাম গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা করি আপনাদের পছন্দ হবে এবং সেই নাম গুলো ব্যবহার করবেন। ইসলামের দৃষ্টিতে অনেকেই তাদের প্রোফাইল পিকচার দিতে চায়। কিন্তু অনেক সময় খুঁজে পাইন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে মনের মত স্ট্যাটাস গুলোকে এই জন্য আপনাদের উপকার করার জন্য এই স্ট্যাটাস এবং সুন্দর সুন্দর নাম গুলো উপস্থাপন করলাম আশা করি আপনারা উপকৃত হবেন। 

ইসলামিক ফেসবুক পেজের নাম 

ইসলামিক ফেসবুক পেজের নাম দিয়ে ইসলামিক কাজের জন্য অনেকেই ইসলামিক প্রোফাইল পিকচার, ইসলামিক পেজ খোলার জন্য প্রোফাইল পেজ এ সকল বিভিন্ন তথ্য নিয়ে তাদের মনমতো স্ট্যাটাস দেওয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে তারা ধারণা নেওয়ার চেষ্টা করে এসকল মানুষদের জন্য এই পোস্টটির ভিতরে কিছু ইসলামিক ফেসবুক পেজের নাম উল্লেখ করা হলো। যা আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেজ জনপ্রিয়তা লাভ করতে পারবেন। 

  • ইসলামিক ফেসবুক আইডি 
  • জান্নাতুন ফেরদৌস 
  • জাহান্নামের কষ্ট 
  • জান্নাতের সুখ পাখি 
  • আল্লাহর ঘর কাবা 
  • আল্লাহর গুপ্ত জ্ঞান হেরা গুহা 
  • ইসলাম শিক্ষা 
  • ইসলামিক পেইজ
  • আল্লাহর পথে আছি আমি 
  • সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 
  • সালাম শান্তি প্রদর্শন করে 
  • লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ 
  • ইয়া কাহহারু 
  • ইয়া আল্লাহু 
  • শান্তির ধর্ম ইসলাম 
  • শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
  • প্রেমের নবী দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ 

আশা করি বুঝতে পেরেছেন উপরে তথ্য গুলো জানার মাধ্যমে যে ইসলামিক কি ধরনের পোস্ট ব্যবহার করে আপনার প্রোফাইলটিকে একটি সুন্দর রূপ দিতে পারবেন। এবং প্রোফাইল পেজ তৈরি করার জন্য কি ধরনের নাম ব্যবহার করতে পারবেন এবং কোন কোন নামগুলো খুব জনপ্রিয় সেই নামগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। যদি একজন ইসলাম ধর্ম বিশ্বাসী হন তাহলে এই পোস্টগুলো নিঃসন্দেহ ব্যবহার করতে পারেন। 

মোটিভেশনাল পেজের নাম গুলো জেনে নিন 

ছেলেরা পছন্দ করে মোটিভেশনাল বিভিন্ন পেজের নাম রাখতে। ছেলেদের বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসের মধ্যে বিভিন্ন ধরনের স্ট্যাটাস রয়েছে এর পাশাপাশি ছেলেদের বিভিন্ন ধরনের স্টাইলিস্ট নামও রয়েছে এই পোস্টটির ভিতরে। আপনি চাইলে সেই নামগুলো ব্যবহার করতে পারেন এখন আপনাদের সামনে মোটিভেশনাল পেজের কিছু নাম উপস্থাপন করব যে নামগুলো খুব সহজেই আপনাকে মোটিভেশন করতে পারবে। নিচের নামগুলো সিরিয়াল অনুযায়ী সাজানো হলো আপনার পছন্দমত বেছে নিতে পারবেন। 

  • নিজের সীমানার পরে। 
  • Inspire Greatness
  • প্রজলিত আত্মবিশ্বাস
  •  তুমি আমার বিশ্বাস 
  • জীবনের শ্রেষ্ঠ সাধনা 
  • নিজের ভিতরে স্বর্গ আছে 
  • Empowerment Avenue
  • জীবনের পরিবর্তনে 
  • নিজেকে ভালোবাসো 
  • সংগ্রাম করো সত্যের জন্য 
  • স্বপ্নের সংগ্রামী জীবন 
  • আনন্দের সূচনা মুহূর্ত 
  • বিজয়ের শান্তি 
  • সংসারের নিয়ম পরিবর্তন 
  • এসেছো খালি যেতে হবে খালি 
  • প্রকৃতির প্রেম 
  • প্রাগল প্রেমিক মন আমার 
  • Motivation junction
  • সত্যের আলোতে আলোকিত হৃদয় 
  • আত্মবিশ্বাসের অনুভূতি 
  • কষ্ট নদীর অনুভূতি অনুভব 
  • ভোরের সূর্য মনের শক্তি 
  • Be strong 
  • Prositive vibes only
  • Positivety powerhouse 
  • নিজের মুক্তির জন্য সংগ্রাম 
  • সবুজ দেশের সবুজ বৃক্ষ 
  • বিধির বিধান সত্য 
  • সৃষ্টিকর্তার উপহারে জীবন 
  • পরিবর্তনের শপথ 
  • অতীত ভুলে বর্তমান 

মোটিভেশনাল নাম গুলো আপনাকে অনেক উৎসাহ প্রদান করবে আপনার জীবনের নতুন নতুন অনেক কিছু সাথে নিজেকে খাপ খাইয়ে বা মেনে নেওয়া জন্য এবং এই মোটিভেশন এর মাধ্যমে আপনি নিজেই মোটিভেশন হয়ে উন্নতির দিকে চলে আসবেন। জীবনে হাজারো কষ্ট থাকে সেই কষ্ট থেকে নিজেকে ফিরিয়ে তার বাস্তব জীবনকে সুন্দর এবং উজ্জ্বল করার জন্য মোটিভেশন জরুরী। এই মোটিভেশন পাওয়ার জন্য আপনি নিজের প্রোফাইল বা বিভিন্ন পেজে মোটিভেশনাল মূলক নাম লিখতে পারবে। 

সুন্দর পেজের নাম উল্লেখ করা হয়েছে 

সুন্দর পেজের নামগুলো অনেকেই রাখতে চাই। কারণ একটি পেজ খোলার ক্ষেত্রে সুন্দর নামের অনেক গুরুত্ব রয়েছে। কেউ যদি কোন ফেসবুক আইডির নাম দেখে মোটিভেশন না হয় বা তাকে সেই নামটি ভালো না লাগে তাহলে সে অবশ্যই সেই নামটি সম্পর্কে আগ্রহ করে দেখবেন আবার নাম এড করতে সংচ বোধ করতে পারে। কেউ যদি পারভেজকে মোটিভেশনাল নাম্বার সুন্দর নাম দ্বারা ডিজাইন করে রাখে। 

সুন্দর পেজের নাম উল্লেখ করা হয়েছে

তাহলে যে কেউ দেখলে আকর্ষিত হবে এবং সেই জিনিসটির মধ্যে কি আছে তা দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে। যেকোনো একটি পেজ খোলার জন্য একটি মোটিভেশন নাম বা আকর্ষণীয় সুন্দর নাম রাখা অত্যন্ত প্রয়োজন। আপনি যদি এ ধরনের প্রয়োজন মনে করে থাকেন তাহলে উল্লেখিত পোস্টের ভিতরে অনেক নাম রয়েছে সেই নামগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও আপনি বিভিন্ন ব্রাউজারের মাধ্যম থেকে ফেসবুক পেজের সুন্দর সুন্দর এবং প্রয়োজনীয় নাম ব্যবহার করতে পারবেন। 

এর জন্য আপনাকে একটি ক্রম ব্রাউজার অথবা ফায়ারফক্স যেকোনো ব্রাউজার থেকে। অথবা সাইডে ফ্রি কিওয়ার্ড জেনারেটর লিখে সার্চ করেও সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফেসবুক পেজের নাম সংগ্রহ করে আপনার ফেসবুক পেজে ব্যবহার করতে পারবেন। যে নামগুলো অনেক বেশি ব্যবহার করা হয় সাজেশন হিসেবে সেই নামগুলো আপনাকে দেখানো বেশি সাজেশন থেকেও আপনি বিভিন্ন নাম সংগ্রহ করতে পারেন। 

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস নিয়ে আমার শেষ মন্তব্য 

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের চিন্তায় পড়ে থাকেন। যে কোন ধরনের ফেসবুক স্ট্যাটাস দিলে বেশি পরিচিত পাওয়া যাবে অথবা বেশি লাইক পাওয়া যাবে সেই বিষয় নিয়ে। আপনিও যদি এ ধরনের বিষয় নিয়ে ভেবে থাকেন যে কিভাবে কোন ধরনের স্ট্যাটাস ব্যবহার করবেন আপনার প্রোফাইল পিকচারে, এছাড়াও ইসলামিক বিভিন্ন স্ট্যাটাস ও পোস্ট অথবা ছবি কিভাবে পাবেন।

এর সমাধানের জন্য এই পোস্টটি তৈরি করা হয়েছে তাতে আপনারা খুব সহজেই এই ফেসবুক সুন্দর সুন্দর স্ট্যাটাস এবং ইসলামিক ফেসবুক স্ট্যাটাস গুলো আপনার ফেসবুক এ অথবা ফেসবুক পেইজে ব্যবহার করতে পারেন। আশা করি পোস্টটি পড়ে আপনাদের উপকার হবে। তাই পোস্টটি ভালো লাগলে এবং আপনার প্রয়োজন হলে আপনি অবশ্যই শেয়ার করে দেবেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url