অশোক গাছের ১৪টি উপকারিতা - অশোক গাছের ছবি দেখুন

অশোক গাছের উপকারিতা ও অশোক গাছের ছবি এবং অশোক গাছের বিভিন্ন গুনাগুন সম্পর্কে জানার জন্য এই পোস্টের সকল তথ্য গুলো দেখে নিতে পারেন। এটি একটি ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার করা হয় এর অনেক ঔষধি গুনাগুন রয়েছে। চলুন জেনে নেই।

অশোক গাছের উপকারিতা - অশোক গাছের ছবি

এছাড়া আপনি জনতে পারবেন আশোক গাছের ছালের উপকারিতা, আশোক গাছের অপকারিতা, আশোক গাছ দেখতে কেমন হয়, অশোক ফুলের অন্য নাম কি ও আশোক  গাছের যারা কেমন হয়।

পোস্ট সুচপত্রঃ অশোক গাছের উপকারিতা - অশোক গাছের ছবি দেখুন

অশোক গাছের উপকারিতা  গুলো নিন

আশোক গাছের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে এই তথ্যগুলো পড়ে নিতে পারেন। এখানে আশুগঞ্জ পার্সেন্ট গাল থেকে আয়ুর্বেদিক চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।  এর ছাল পাতা এবং ফুল ঔষধি গুণাগুণ সমৃদ্ধ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। নিচে এর উপকারিতা গুলো বিস্তারিত আলোচনা করা হলো, 

  • নারীদের স্বাস্থ্য সমস্যায়ঃ নারীদের অনেক সমস্যা রয়েছে। যেমন, মাসিকের সমস্যা। আশোক গাছের ছাল মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পিরিয়ডের ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয়। এবং হরমোনের ভারসাম্য রক্ষার জন্য ব্যবহার করা হয়ে থাকে।
  • আরো পড়ুনঃ চিরতা খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত জানুন
  • সন্তান ধারণের সহায়কঃ সন্তান ধারণের জন্য এটি প্রজনন ক্ষমতাকে আর উন্নত এবং শক্তিশালী করতে পারে। তাই ব্যক্তিত্বের চিকিৎসায় ব্যবহার করা হয় এই অশোক গাছ। এছাড়াও সাদা স্রাব লিউকোরয়া অশোক গাছের সাল এই সমস্যা দূর করতে ভূমিকা রাখে। 
  • প্রদাহ ও ব্যথা উপশমেঃ যার শরীরে বিভিন্ন প্রদাহ এবং ব্যথা রয়েছে তার আশোক গাছের ছাল ব্যবহার করতে পারেন। এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুরুত্বপূর্ণ উপাদান যা শরীরের বিভিন্ন অংশের প্রদাহ ও ব্যথা কমাতে সাহায্য করে। 
  • চর্মরোগের চিকিৎসায়ঃ অশোক গাছের ছাল বিশেষভাবে ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে কিন্তু এই গাছের ছাল ও পাতা, চর্ম রোগের জন্য বিশেষ উপকারিতা করে। পেটের ত্বকের ফাটা খসখসে ভাবে এবং এলার্জি দূর করার মত ক্ষমতা রাখে। 
  • লিভারের কার্যক্ষমতা বৃদ্ধিতেঃ অশোক পাতা, আশোক ছাল এবং এই উদ্ভিদের বিদ্যামান উপাদান গুলো লিভারের স্বাস্থ্য উন্নত করতে পারে এবং রক্তে থাকা দূষিত টক্সিন গুলোকে বের করে দিতে পারে এবং লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি সহ হজম শক্তি বৃদ্ধি করতে পারে। 
  • ডায়রিয়া ও পেটের রোগ দুর করেঃ ডায়রিয়া ও পেটের রোগ সারানোর জন্য আশোক গাছের সাল পেটের বিভিন্ন সমস্যা দূর করার জন্য অনেক আগে থেকেই ব্যবহার করা হয়। এর জন্য এর ছাল ব্যবহার করতে হবে। 
  • রক্ত পরিশোধনেঃ যাদের রক্ত বিভিন্ন সমস্যা দেখা যায়। রক্তের সমস্যার কারণে অনেক রোগের সৃষ্টি হয়। তাই অশোক গাছ রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে এবং এর কারণে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং শরীর থেকে দূষিত টক্সিন বের হয়ে যায়। 
  • মানসিক স্বাস্থ্যঃ মানসিক স্বাস্থ্যের উন্নত করার জন্য আশোক ব্যবহার করা যায়। আশোক গাছের ফুল থেকে তৈরি নিঃশ্বাস মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। এটি স্নায়বিক কার্যক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রেও কাজ করে।

অশোক গাছের উপকারিতা পাশাপাশি কিছু অপকারিতা রয়েছে তাই অশোক গাছের অপকারিতা গুলো জেনে নিন,

  • গর্ভাবস্থায়ঃ গর্ভাবস্থায় অশোক গাছ জরায়ুর সংকোচন ঘটাতে পারে এর ফলে গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 
  • অতিরিক্ত ব্যবহারে হজম শক্তির সমস্যাঃ অতিরিক্ত পরিমাণ অশোক গাছের ছাল ব্যবহার করার ফলে বদহজম সহ অতিরিক্ত অনেক সমস্যা দেখা দিতে পারে। 
  • নিম্ন রক্তচাপঃ যাদের লো প্রেসার এবং নিম্ন রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য আশোক ব্যবহার না করাই ভালো। এতে রক্তের প্রেসার আরো কমিয়ে দিয়ে শরীরকে দুর্বল করে ফেলতে পারে। 
  • এলার্জি বা ত্বকের প্রতিক্রিয়াঃ যাদের শরীরে এলার্জি রয়েছে তারা আশোক পাতা বা ছাল ব্যবহার করলে চুলকানি এবং এলার্জি সমস্যা দেখা যায়। তাই সতর্কতার সাথে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। 
  • ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করেঃ কেউ যদি বিভিন্ন রোগ বাধি ভালো করার জন্য ওষুধ ব্যবহার করে এবং পাশাপাশি অশোক ব্যবহার করে তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিশেষ করে যারা হরমোন ওষুধ সেবন করেছেন তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।

বিশেষ পরামর্শ ও সতর্কতাঃ চিকিৎসকের পরমর্শ ছাড়া দীর্ঘদিন আশোক গাছের পণ্য সেবন করা উচিত না। এতে শিশু এবং বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য এটা অত্যন্ত বিপন্ন হতে পারে। অশোক গাছের ছালের গুড়া পানিতে ফুটিয়ে চায়ের মতো পান করতে পারেন। ছাল ও পাতা পেস্ট তৈরি করে ত্বকের বিভিন্ন সমস্যা সারার জন্য ব্যবহার করতে পারেন। 

অশোক ফুলের উপকারিতা ও অশোক গাছের ছবি 

অশোক ফুলের উপকারিতা ও আসল গাছের ছবি যদি আপনি না দেখে থাকেন এবং উপকারিতা গুলো সম্পর্কের না জেনে থাকেন, তাহলে এখানে জেনে নিতে পারেন। আশোক গাছ অত্যন্ত আদি কাল থেকে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এই গাছের ফুল, পাতা, বীজ ও শিকড় ওষুধ হিসেবে ব্যবহার করে থাকে।

আরো পড়ুনঃ বাসক পাতার ১০টি উপকারিতা ও অপকারিতা জানুন

এটি মহিলাদের পিরিয়ডের ব্যথা উপশম করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, পেটের কৃমি দূর করে, রক্ত আমাশার মতো ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি করে। এছাড়াও বিভিন্ন রোগবালাইকে দূর করার জন্য অশোক গাছের ফুল ব্যবহার করে হয়। অশোক গাছের বাকুল ব্রণ এর দাগ দূর করে, এই গাছের ফুল এলার্জির সমস্যা ভালো করে দিতে পারে। 

অশোক গাছের ছবি যারা চিনেন না এবং জানেন না তাদের জন্য এখানে এই আশোক গাছের ছবি উপস্থাপন করা হল, যে ছবি দেখে আপনি বুঝতে পারবেন যে, এটা আশোক গাছের ছবি আর আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এটা নিশ্চিন্ত হতে পারেন যে এটা আশোক গাছের ছবি। 

অশোক গাছের ছালের উপকারিতা জানুন

আশোক গাছের ছালের উপকারিতা যদি আপনি না জেনে থাকেন। তাহলে অবশ্যই এই ছালের উপকারিতা গুলো দেখে নিন। যা আপনার বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে। বিভিন্ন সমস্যা যেমন,  পুরাতন সর্দি, বুকে কফ জমে থাকা, আসুক গাছের ছাল গরম করে বৃষ্টির মত গলাতে লাগিয়ে রাখলে ভালো হয়ে যায়।

অশোক গাছের উপকারিতা - অশোক গাছের ছবি

শীতকালে খসখসে ত্বকের লাবণ্য ফিরিয়ে আনতে পারে, এর জন্য আশোক ছাল চূর্ণ এক চা চামচ, মধু দুই চা চামচ, গরুর দুধ এক চমচ গরম করে নিতে হবে, সকল উপকরণ গুলো একসাথে মিশিয়ে সকাল এবং সন্ধ্যায় ১০ থেকে ১৫ দিন সেবন করতে হবে ত্বকের লাবণ্য ফিরে আসে যা আপনার ত্বকে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারে। 

অশোক গাছ বাড়িতে থাকলে কি হয় জেনে নিন 

অশোক গাছ বাড়িতে থাকলে কি হয় এ বিষয়ে জানুন। তাহলে নিচের তথ্যগুলো আপনার জন্য, এখানে উপস্থাপন করা হয়েছে আসুক গাছ বাড়িতে থাকলে কি হবে এবং কি উপকার আপনি পাবেন। এটা বিশ্বাস করা হয় যে,  আশেপাশে বা বাড়ির কাছে আশোক গাছ লাগালে দুঃখ এবং দারিদ্রতা দূর হয়। এবং প্রাকৃতিক থেকে সঠিক নিঃশ্বাস পাওয়ার জন্য এবং প্রকৃতির সৌন্দর্য রক্ষা করার জন্য কাজে আসে।

আরো পড়ুনঃ গর্ভাবস্থায় কি কি সবজি খাওয়া যাবে না - গর্ভাবস্থায় কি কি ফল খাওয়া যাবে না

এছাড়াও এটি বাস্তুতন্ত্রের জন্য একটি চাপমুক্ত পরিবেশ তৈরি করে সুখের বার্তা নিয়ে আসে। শারীরিক এবং মানসিক শক্তি ফিরে পায়। যদি এই গাছ বাড়ি আশেপাশে থাকে কারণ এর গাছের যে গুণগত ক্ষমতা রয়েছে তা মানুষের মানসিক শক্তিকে ধরে রাখতে উন্নত করতে ভূমিকা রাখে। এই সকল উপকারিতা আরো বেশি পাওয়ার জন্য আপনি আপনার বাড়ির আশেপাশে বাড়ির প্রবেশ দারের কাছে আশোক গাছ লাগাতে পারেন। এটি নেতিবাচক শক্তি রক্ষা করে বলে বিবেচনা করা হয়।

অশোক গাছ দেখতে কেমন হয় জানেন কি? 

আসক গাছ দেখতে কেমন হয় যদি আপনি না জানিয়ে থাকেন, তাহলে এই তথ্যগুলো আপনাকে উপকার করবে। আশোক গাছ সম্পর্কে জানার জন্য এই গাছে যে গুণ এবং উপাদান গুলো রয়েছে তা সম্পর্কে আমরা ইতিমধ্যে বিশেষ তথ্য জেনেছি। সুতরাং এই গাছটি সম্পর্কে চেনা আমাদের অত্যন্ত প্রয়োজন। অশোক গাছ একটি মাঝারি আকৃতির ছায়া দানকারী চিরসবুজ গাছ।

অশোক গাছের উপকারিতা - অশোক গাছের ছবি

এদের পাতা রং গাঢ় সবুজ পাতাগুলো দীর্ঘ, চওড়া ও বর্ষা ফলাকৃতির, কচি পাতা কোমল নমনীয় এবং ঝুলন্ত তামাটি ধরনের হয়ে থাকে। ফুল ফোটার প্রধান মৌসুম হচ্ছে বসন্তকাল, তবে এটি হেমন্তকাল পর্যন্ত ফুটতে থাকে, এরপর কিছু কিছু গাছ শীতকালে অল্প পরিমাণ ফুল দেখা যায়, এই ফুলগুলো আশোক গাছের কান্ড থেকে ফোটে, কিন্তু ফুল আকারে অনেক ছোট হয়। ও বহু পশ্চিক ছত্রাকৃতি, মঞ্জুরি আকারের বড়।

অজস্র ফুলের সমষ্টি আশোক মনজালে মৃদু গন্ধযক্ত, একটি গাছের বর্ণ এবং গরম অত্যন্ত আকর্ষণীয় ফুলের রং কমলা কিন্তু বাসি ফুল লাল রং ধারণ করে। পরাগকেশ্বর অত্যন্ত দীর্ঘ ফল বড় সরসীমর মতো চ্যাপ্টা এবং পুরো ঈশ্বর বেগুনি রঙের হয়ে থাকে, স্যার রবীন্দ্রনাথ কবিতায় লিখেছেন পুরাকালে নাকি আশোক নারীর জলস্পর্শে ফুল জেগে উঠতো।

অশোক ফুলের অন্য নাম এবং আশোক ফুলের চারা 

অশোক গাছের উপকারিতা, ফুলের অন্য নাম এবং আশোক ফুলের চারা সম্পর্কে যারা জানেন না, তারা এই তথ্যগুলো দেখে নিন। অশোক ফুলের অন্য নাম সাকারা আশকো বা (SARACA ASOCA)। এই গাছ উদ্ভিদ ৫ বেশি পরিবারের অনেকে, এটি লেগুম মটর বা মটরশুটি পরিবারের উপরে থাকেন, এইটা detarioideae  উপ পরিবারের অন্তর্ভুক্ত উদ্ভিদ।

আরো পড়ুনঃ জাফরান তেল এর উপকারিতা ও অপকারিতা এবং ১৪ টি রোগমুক্তি

নিচে দেওয়া হলো আপনাদের সুবিধার্থে অশোক ফুলের চারা গাছ যা দেখে আপনি খুব সহজেই চিনতে পারবেন। যেটা অশোক ফুলের চারা গাছ। যা আমাদের সবার জানা প্রয়োজন হয়, তাই এই তথ্য গুলো পরিবেশন করলাম ও নিচে আশোক গাছের ছবি দিলাম।

চারা গাছের ছবিঃ

অশোক গাছের ছবি


সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর জানুন


প্রশ্নঃ অশোক গাছ বাড়িতে থাকলে কি হয়?

উত্তরঃ এটা বিশ্বাস করা হয় যে, আপনার বাড়িতে একটি অশোক গাছ লাগালে তা বাড়ির দুঃখ এবং দারিদ্র্যতা দূর করে। তাই অশোক গাছ বাসিন্দাদের জন্য একটি চাপমুক্ত পরিবেশ তৈরি করে। ঘরে সুখ এবং সমৃদ্ধির আমন্ত্রণ ঘটায়। এটি মানসিক এবং শারীরিক শক্তিও বৃদ্ধি করে। আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারে একটি অশোক গাছ লাগানো উচিত, এটি নেতিবাচক শক্তি থেকে রক্ষা করতে পারে।

প্রশ্নঃ অশোক গাছের অপকারিতা?

উত্তরঃ অ্যালার্জির প্রতিক্রিয়া করে অশোক গাছ। কিছু লোকের অশোক গাছের রস বা পরাগরেণুতে অ্যালার্জি হতে পারে, এর ফলে ত্বকে জ্বালা, চুলকানি এবং লালভাব দেখা দেয়।  কিছু অঞ্চলে, অশোক গাছ আক্রমণাত্মক হয়ে উঠেছে, যা স্থানীয় উদ্ভিদের ক্ষতি করে এবং স্থানীয় বাস্তুতন্ত্রের পরিবর্তন ঘটায়।

প্রশ্নঃ অশোক চাল কিভাবে খেতে হয়?

উত্তরঃ অশোক চাল কিভাবে খেতে হয় তাহল  আপনাকে কেবল আধা চামচ গুঁড়ো গরম জলের সাথে মিশিয়ে খেতে হবে। আপনি ডাক্তারের পরামর্শে ও দিনে একবার বা দুবার এটি ব্যবহার করতে পারেন। যা আপনার অনেক উপকার করবে।

প্রশ্নঃ অশোক গাছ কোথায় পাওয়া যায়?

উত্তরঃ অশোক গাছ সাধারণত ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সহ সমগ্র ভারতীয় উপমহাদেশে পাওয়া যায়। এছাড়া অনলাইন ওয়েব সাইট বা বিভিন্ন দোকানে পাওয়া যায়।

প্রশ্নঃ অশোক সিরাপ কি?

উত্তরঃ অশোক মহিলাদের জন্য একটি আয়ুর্বেদিক টনিক । এটি লিউকোরিয়া এবং সাধারণ দুর্বলতার জন্য উপকারী। অশোক মাসিক চক্র সম্পর্কিত সমস্যাগুলিতে উপশম প্রদান করে। এটি ক্ষুধা হ্রাস উন্নত করতে সহায়তা করে।

প্রশ্নঃ অশোক গাছ কিভাবে বাড়ানো যায়?

উত্তরঃ অশোক গাছ সুনিষ্কাশিত, উর্বর ও দোআঁশ মাটিতে জন্মায় ভালো। এই ধরণের মাটি সর্বোত্তম বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি এবং নিষ্কাশন সরবরাহ করে থাকে। এতে মাটির pH 6.0 থেকে 7.0 এর মধ্যে বজায় রাখা অপরিহার্য। এই পরিসর পুষ্টির প্রাপ্যতা ও সামগ্রিক গাছের স্বাস্থ্যকে সমর্থন করে।

প্রশ্নঃ পুরুষরা কি অশোকারিষ্ট খেতে পারবে?

উত্তরঃ ডাবর অশোকরিষ্ট মূলত এই মহিলাদের স্বাস্থ্যের জন্য তৈরি এবং পুরুষদের জন্য উপযুক্ত নাও হতে পারে।

প্রশ্নঃ আমার কাছাকাছি বাড়িতে অশোক গাছ কোথায় লাগানো যায়?

উত্তরঃ অশোক গাছ পূর্ণ রোদ পেলে সবচেয়ে ভালো জন্মায়। প্রতিদিন ৬-৮ ঘন্টা সরাসরি সূর্যালোকের প্রয়োজন হয়। যদিও এটি কিছু ছায়া সহ্য করতে পারে। তবে বিশেষ করে গরম জলবায়ুতে, সূর্যের আলো সর্বাধিক রাখা এর স্বাস্থ্য এবং বৃদ্ধির চাবিকাঠি মনে করে।

প্রশ্নঃ অশোক শব্দের অর্থ কি?

উত্তরঃ সংস্কৃত শব্দ অশোক, এর অর্থ শোকবিহীন বা দুঃখহীন। তাই অনেকে মনে করে এই গাছ সমস্যা দুর করে সুখি রাখে।

প্রশ্নঃ কোন গাছ বাড়িতে রাখলে শুভ?

উত্তরঃ তুলসী, অশোক গাছ বাড়িতে থাকলে বাড়ি সব সময়ে পবিত্র ও অর্থে ভরে থাকে। পদ্ম গাছ বাড়িতে ছোট জলাশয় তৈরি করে পদ্ম গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মানা হয়। এটি মা লক্ষ্মীর খুব প্রিয় গাছ। নারকেল গাছ– নারকেল গাছ বাড়িতে রাখা খুব শুভ লক্ষণ মনে করা হয়।

অশোক গাছের উপকারিতা নিয়ে শেষ মন্তব্য

অশোক গাছের উপকারিতা নিয়ে আপনাদের সামনে ইতিমধ্যেই বিশেষ বিশেষ তথ্য উপস্থাপন করেছি। যে তথ্যগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে, আশোক গাছের কি কি উপকারিতা রয়েছে। এবং আশোক গাছ ব্যবহার করে আপনি কি ধরনের রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। সুতরাং আপনি যদি আশোক নিয়ে বিভিন্ন বিষয় এবং উপকারিতা সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আমাদের এই আর্টিকেলটি পুনরায় ভালো করে পড়তে পারেন জানার জন্য। 

আশোক গাছের ছবি, আশোক গাছের দেখতে কেমন এবং আশোক গাছের বিভিন্ন গুনাগন সম্পর্কে এই পোস্টের ভিতরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যে তথ্যগুলো দেখে আপনি অশোক গাছের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে উপকারিতা পাবেন। সুতরাং, আপনার বিভিন্ন অসুখ হলে ভালো করার জন্য অশোক গাছ ব্যবহার করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url