সহজ উপায়ে রাউটার টু রাউটার কানেকশন করুন
অতি সহজ উপায়ে রাউটার টু রাউটার কানেকশন করার জন্য আপনি এই নিচের তথ্যগুলো পড়ে বিস্তারিত জেনে সহজেই রাউটার কানেকশন করতে পারবেন। অতি দ্রুততার সাথে আপনি যদি বিভিন্ন রাউটার থেকে সাব রাউটার নিয়ে ওয়াইফাই চালাতে চান তাহলে এই উপায়টি ব্যবহার করতে পারেন।
কোন wi fi রাউটার থেকে যদি ১ থেকে ২ সিগনাল পেয়ে থাকেন তাহলে সাপ রাউটার ব্যবহার করে আপনি সেই এক থেকে দুই সর্বোচ্চ গতিতে ব্যবহার করতে পারবেন। এর জন্য আপনাকে তেমন কোনো টাকা পয়সা খরচ করতে হবে না শুধু একটি সাব রাউটার কিনে নিলেই হবে।
পোস্ট সুচিপত্রঃ সহজ উপায়ে রাউটার টু রাউটার কানেকশন করুন
- রাউটার টু রাউটার কানেকশন করার সহজ উপায়
- রাউটার ও অনুর দাম কত, রাউটার দাম জেনে নিন
- নেটওয়ার্ক রাউটার সম্পর্কে জানুন
- ওয়ারলেস রাউটার সম্পর্কে জানুন
- বাংলাদেশের সেরা রাউটার - ভালো রাউটার কোনটি
- পকেট রাউটার দাম কত ২০২৪
- টিপি লিং রাউটার দাম কত চেনে নিন
- ১৫০০ টাকার মধ্যে রাউটার দেখে নিন
- সবচেয়ে ভালো রাউটার কোনটি জেনে নিন
- রাউটার টু রাউটার কানেকশন নিয়ে শেষ মন্তব্য
রাউটার টু রাউটার কানেকশন করার সহজ উপায়
আপনি যদি না জেনে থাকেন রাউটার টু রাউটার কানেকশন করার সহজ উপায় তাহলে এই উপায়টি দেখতে পারেন এই উপায়ে খুব সহজেই একটি রাউটার থেকে আরেকটি রাউটার সংযোগ করে দ্রুত স্পিডে আপনি উই ফি ব্যবহার করতে পারবেন। উল্লেখিত রাউটার টু রাউটার কানেকশন করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে একটি নতুন রাউটার কিনতে হবে এটা সাব রাউটার হিসেবে ব্যবহার করবেন।
- এই রাউটারটি কিনে নিয়ে এসে আপনি খুব সহজেই নিচে দেওয়া উপায় গুলো অবলম্বন করে রাউটার কানেকশন করতে পারবেন। এই কাজটি করার জন্য আপনাকে প্রথমেই সাব রাউটারটিকে কেবল দিয়ে অন করে নিতে হবে।
- এবং একটি পিন দিয়ে সেই রাউটারটির রিসেট বাটন চেপে ধরে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত রিসেট না হবে। রিসেট হয়ে গেলে আপনার রাউটার টিতে সিগনাল দেখাবে।
- এরপর আপনাকে চলে আসতে হবে আপনার মোবাইলে, এবং মোবাইলের ওপরের নোটিফিকেশন বারটিকে টেনে নিয়ে এসে উই ফি এর উপরে চাপ দিয়ে ধরে রাখতে হবে।
- এখন আমরা যে রাউটারটি রিসেট করে নিয়েছি সেই রাউটারটি আমাদের মোবাইলে কানেক্ট করে নেব।
- এবং একটি পাসওয়ার্ড দিতে হবে যেটি সেই রাউটারের পিছনে ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে দেওয়া থাকবে। আপনাদের কাঙ্খিত রাউটারটিকে মোবাইলের সাথে কানেক্ট করে নিতে হবে।
- এরপরে আমরা যে রাউটারটি কানেক্ করেছি সেই রাউটারটির উপরে ট্যাব দিয়ে তার ভিতরে প্রবেশ করব এবং নিচের দিকে স্কল করে চলে আসলে আমরা দেখতে পাবো gateway সহকারে একটি নাম্বার। সেই নাম্বারটি কপি করে রাখতে হবে কোন জায়গায়।
- এরপর আপনাকে মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে, আমি ক্রোম ব্রাউজার ওপেন করে কাজটি করছি আপনিও চাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে কাজটি করতে পারেন। এরপর আপনার যে গেটওয়ে নাম্বারটি ছিল সেটি এখানে লিখতে হবে সার্চ বারে।
- এরপর সেখানে ইন্টার করলে আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে সেখানে পাসওয়ার্ড এবং ইউজার নেম প্রবেশ করতে হবে। আপনি ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে এডমিন এবং ইউজার নেম এডমিন দিয়ে লগইন করতে পারবেন।
- এরপর আপনাদের সামনে একটি মেনু চলে আসবে সেই মেনুতে status quick setup থাকবে, আপনাকে এর ভেতর থেকে quick setup এর ভিতরে প্রবেশ করতে হবে। এরপর আপনার সামনে একটি নেক্সট বাটন চলে আসবে এবং ব্যাক বাটন চলে আসবে সেখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন।
- এরপর আপনাকে এখানে টাইম জোন দেখাবে সেখান থেকে আপনার দেশভিত্তিক টাইম জোনটি সিলেক্ট করে দিতে হবে। টাইম জোনট সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
- কুইক সেটআপের অপারেশন মোডের ভিতরে, wireless router WISP অপশন থাকবে তার ভেতর থেকে আপনাকে WISP সিলেক্ট করে নিতে হবে। এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
- এরপরে আপনার সামনে যেই অপশনটি চলে আসবে dynamic IP (most common option) সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
- এরপর আপনার সামনে যে ইন্টারফেসটি চলে আসবে সেখানে দেওয়া থাকবে ওয়ার্নিং রিজন, region please select your country. এরপর আপনাকে স্কুল করে নিচের দিকে প্রবেশ করতে হবে এবং আপনি দেখতে পাবেন wireless scanner.
- Wireless scanner প্রবেশ করতে হবে এরপর আপনার আশেপাশে যত wi-fi রয়েছে সকল wi-fi গুলো আপনার এই উই ফি ইন্টারফেস গুলো শো করবে যা থেকে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত রাউটার কে কানেক্ট করে নিতে পারবেন আপনার সাব রাউটারের সাথে।
- SSID দেখতে হবে যেখানে আপনি যেই রাউটারটি ব্যবহার করবেন তার নাম দেওয়া থাকবে। এরপর আপনার এস এস আইডি দেখে কানেক্ট করতে হবে এবং কানেক্ট এ ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেসটি চলে আসবে।
- এখানে আপনার এসএসআইডি এর নাম চলে আসবে এবং আপনার মেইন রাউটারের যে পাসওয়ার্ডটি রয়েছে নিচে সে পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে।
- এরপরে নিচে আপনি যে সেকেন্ডারি রাউটার রেখেছেন তার নাম পাসওয়ার্ড এবং বিভিন্ন ইনফর্মেশন থাকবে সেগুলো আপনি প্রয়োজনমতো পরিবর্তন বা এডিট মডিফাই করতে পারবেন।
এরপর আপনাকে নিচে নেক্সট বাটনে ক্লিক করতে হবে আপনার সামনে এরপর যে ইন্টারফটি চলে আসবে সেখান থেকে আমরা ফিনিসে নেব। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলে অটোমেটিক্যলি আপনার ব্রেইন রাউটারের সাথে এই রাউটারটি সংযুক্ত হয়ে যাবে। এরপর আপনাকে আপনার মোবাইলের নোটিফিকেশন বারটি নিচে নামিয়ে সেখানে উই ফি এর উপরে ট্যাপ করে ধরে রাখতে হবে। এবং এখানে আপনি দেখতে পাবেন আপনার মেইন রাউটারটি কানেক্ট হয়ে আছে এবং আপনার সাব রাউটারটি কানেক্ট হয়ে আছে। আপনাকে সাব রাউটারের ভিতরে প্রবেশ করে সেই রাউটারের যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে দিতে হবে তাহলে কাজ শেষ।
রাউটার ও অনুর দাম কত, রাউটার দাম জেনে নিন
আপনি যদি রাউটার টু রাউটার কানেকশন সম্পর্কে না জেনে থাকেন বা রাউটার টু রাউটার কানেকশন কিভাবে করে তা না জেনে থাকেন তাহলে উপরের তথ্যগুলো দেখে নিতে পারেন এবং রাউটার দাম কত এই পোস্ট থেকে জেনে নিতে পারবেন। নিশো বিভিন্ন রাউটারের মডেল অনুযায়ী দাম দেওয়া হলো বাংলাদেশি প্রাইস যা আপনি দেখে সহজে সেই অনুপাতে রাউটার ব্যবহার করতে পারবেন।
আরো পড়ুনঃ ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজের চাহিদা বেশি ১৮টি কাজ
- Tenda AC 5 AC 1200 dual band smart Wi-Fi router মাত্র ১৯০০ টাকা বাংলাদেশি প্রাইস।
- Netice WF24009E 300 MBPS 3 antenna wireless N, ১৫০০ টাকা বাংলাদেশী প্রাইস।
- TP-LINK archer c54ac1200 Beamforming farming Wi-Fi বাংলাদেশি প্রাইস ২১৯৯ টাকা।
- TP-LINK archer c60 AC 1350 wireless double band বাংলাদেশি প্রাইস ৩১০০ টাকা মাত্র।
আশা করি বোঝাতে পেরেছি রাউটার ও অনুর দাম কেমন হতে পারে বাংলাদেশি প্রাইস অনুযায়ী এবং রাউটার দাম কত। আপনি বিভিন্ন দামি রাউটার পাবেন সেই রাউটার গুলো ব্যবহার করার উপায় উপরে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে সেই উপায়টি অবলম্বন করে আপনি যেকোনো ধরনের রাউটার খুব সহজেই সাব রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন।
নেটওয়ার্ক রাউটার সম্পর্কে জানুন
নেটওয়ার্ক রাউটার সম্পর্কে আপনি না জেনে থাকলে রাউটারে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিন। রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়ার ও সফটওয়র সমন্বয়ে তৈরি। একটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয় রাউটার এর মাধ্যমে নেটওয়ার্ক এর বিভিন্ন নেটওয়ার্ক যা বিভিন্ন ডাটা প্যাকেজ তার গতি বা চলার পথকে নির্দেশ করে।
আরো পড়ুনঃ কিভাবে সফটওয়্যার আপডেট দিতে হয় জানুন ৫টি কার্যকারী উপায়
সুতরাং আপনি নেটওয়ার্ক হিসেবে রাউটার ব্যবহার করতে পারেন একটি সাপ রাউটার ব্যবহার করে আপনি অন্য মূল রাউটার থেকে বিভিন্ন নেটওয়ার্কের কোন সুবিধা গ্রহণ করতে পারবেন এর জন্য আপনাকে শুধুমাত্র একটি রাউটার বাজার থেকে কিনতে হবে এবং উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী কানেক্ট করে নিতে হবে তাহলে আপনি অন্য রাউটার থেকে নিজে রাউটার এ ব্যবহার করতে পারবেন।
ওয়ারলেস রাউটার সম্পর্কে জানুন
ওয়ারলেস রাউটার সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকে জানিনা ওয়ারলেস রাউটারের মাধ্যমে বিভিন্ন উই ফি নেটওয়ার্ক সম্পর্কিত বিভিন্ন কাজ করা যায়। এটি বিভিন্ন তার বা কোন ধরনের সংযোগ ছাড়াই কাজ চলে। একটি বেতার এক্সপ্রেস পয়েন্ট এর ফাংশন ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি ইন্টারনেট বা একটি ব্যক্তির কম্পিউটার নেটওয়ার্কে এক্সেস প্রদান করতে এর জন্য ব্যবহার করা হয়।
রাউটার কেনার সময় কিছু দিক দেখা উচিত, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রেঞ্জ এবং কভারেজ রাউটার ক্ষমতা এবং তার কভারেজ এরিয়া। এছাড়া আপনি দেখতে পারবেন স্পিড আমাকে কতদূর ডেটা ট্রান্সফার করতে পারে। আরেকটি বিষয় মাথাতে রাখা দরকার ছিল সিকিউরিটি ফিচার wpa3 ইনক্রিপশন ফায়ার ওয়ালস ইত্যাদি। ব্যান্ড সিঙ্গেল ডুয়েল না ডাই ব্যান্ড রাউটার।
আরো পড়ুনঃ ফোন আপডেট করার নিয়ম নিয়ে ১০টি কার্যকারী টিপস
কিছু সুবিধা অসুবিধা হচ্ছে ওয়ারলেস রাউটার এর মোবাইলেটি উই ফি নেটওয়ার্ক ব্যবহার রে কোন তারের প্রয়োজন হয় না। আর কনভিনিয়েন্স একাধিক ডিভাইস সহজে যুক্ত করা যায়, ফ্লেক্সিবিলিটি বাড়ি বা অফিসে বিভিন্ন স্থানে সুবিধামতো গ্রহণ করা যায়। কস্ট অ্যাফেয়ার্স সেপটিপ একবার ইন্সটল করলে অনেকদিন ডিভাইসটি সংযুক্ত করে রাখা যায়।
এছাড়া বিভিন্ন কাছে কূলে বা কম দূরত্বের মধ্যে কথোপকথন বা যোগাযোগ ব্যবস্থা করার জন্য আপনি এর রাউটার ওয়ারলেস রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া ওয়ারলেস রাউটার এর কিছু সুবিধা রয়েছে যে সুবিধাগলো আপনার জানা উচিত যা আপনার রাউটার সম্পর্কে জ্ঞান বাড়াতে সাহায্য করবে। এবং সেই রাউটারের বিভিন্ন বিষয় সম্পর্কে উপরে আলোচনা করা হয়েছে এখান থেকে দেখে নিতে পারেন।
বাংলাদেশের সেরা রাউটার - ভালো রাউটার কোনটি
বাংলাদেশের সেরা রাউটার ভালো রাউটার কোনটি এটা অনেকেই জানেনা তাই বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয় বিভিন্ন সমস্যা জড়িত রাউটার ব্যবহার করে তাই আপনাদের সামনে 10 টি সেরা রাউটার সম্পর্কে তথ্য দেয়া হলো যেখান থেকে আপনি পছন্দমত রাউটার ব্যবহার করতে পারেন।
বাংলাদেশের সেরা ১০ টি রাউটার, D-Link dir 615 এটি অত্যন্ত ওয়ারলেস এন ৩০০ সিরিজের রাউটার যা মূলত বাসা বাড়ির এবং ছোট অফিসের জন্য নির্ভর জন্য সাশ্রয় হিসেবে ইন্টারনেট সংযোগ ব্যবহার করা যায়। এর দাম মাত্র ১০০০ টাকা।
Tenda f3, টেন্ডা f3 রাউটার হচ্ছে একটি বাজেট বান্ধব ওয়ারলেস রাউটার যা বাসা বাড়ি এবং ছোট অফিসের জন্য অত্যন্ত উপযোগী এবং এটির দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ তৈরি করা যায় এটি 300mbps ওয়ারলেস শক্তি বা স্পিড প্রদান করে, এই টেন্ডা f3 এর দাম মাত্র ১১১০ টাকা।
Xiaomi mi 4ÇR4CM, শাওমি যা অত্যন্ত ফাস্ট এবং দ্রুতগতি সম্পন্ন এবং এটি 2.4 জি এইচ জেড ব্যান্ডে গতি স্পিড সম্পন্ন। এটা অত্যন্ত আকর্ষণীয় এবং সেটাপ করা সহজ রাউটিতে আটটি বাহিক এন্টেনা রয়েছে, এর দাম মাত্র ১২৯০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
D-Link dir 650, এটা বিভিন্ন স্থান বাসাকারী বা ছোটখাটো ব্যবসার জন্য ব্যবহার করা যায় এবং এই স্পিরিটটি অত্যন্ত কার্যকরী ৩০০ এমবিপিএস এবং এই রাউটার দাম হয়ে থাকে মাত্র ১৩৯০টাকা।
Netis y4 1800 MBPS, ওয়ারলেস এবং রাউটার যা বাড়ি এবং ছোটখাটো অফিসের জন্য ব্যবহার করতে পারবেন এটার দাম মাত্র ১৩৯০ টাকা।
Mercusys mw325r, একটি রাউটার যা বিভিন্ন নেট a router teer RTO 5dbi antenna রয়েছে। এবং এর দাম অত্যন্ত সঞ্চয়ন যা আপনি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ১৪৫০ টাকা মাত্র।
Netis yf2409e, এটা একটি ব্যান্ডের রাউটার এর তিনটি এন্টিনা ওয়ারলেস ইন রাউটার যা মূলত বাসা বাড়ি এবং অফিসের জন্য ব্যবহার করতে পারবেন এটা সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
এছাড়াও আপনাদের সামনে আরো কিছু রাউটার উপস্থাপন করেছি এবং সেই রাউটারগুলো দাম এবং কার্যক্ষমতা সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছে। এখান থেকে যেকোন ধরনের একটি রাউটার থেকে আপনি ব্যবহার করতে পারবেন বিভিন্ন সহজ উপায়ে যার নেট স্পিড অনেক বেশি থাকবে তাই আপনার যদি বিভিন্ন মেইন রাউটারের স্পিড খুব কম থাকে তাহলে এই রাউটার ব্যবহার করে আপনি তার স্পিড বাড়িয়ে দ্রুত কাজ করতে পারবেন।
পকেট রাউটার দাম কত ২০২৪
পকেট রাউটার দাম কত ২০২৪ তা যদি আপনার না জানা থাকে তাহলে এই বিভিন্ন কার্যকরী রাউটার গুলোর দাম জেনে নিতে পারেন এখানে উপস্থাপন করা হয়েছে অনেক সাশ্রয়ী এবং মানসম্মত রাউটার যেগুলো ব্যবহার করে আপনার নেট স্পিড আরো বাড়াতে পারবেন এবং আপনি বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করতে পারবেন এই পকেটে রাউটারের দাম বর্তমানে 1000 থেকে শুরু করে 3000 এবং 5000 পর্যন্ত রয়েছে এগুলোর ভিতর থেকে আপনি যেকোনো একটি ব্যবহার করতে পারবেন আপনার সাধ্য অনুযায়ী।
আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করুন ১ মিনিটে কি উপায় জানুন
সুতরাং আপনি যদি পকেট রাউটার দাম কত ২০২৪ না জেনে থাকেন তাহলে অবশ্যই এই তথ্যগুলো জেনে নিতে পারেন এখানে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন ধরনের পকেট রাউটারের দাম এবং এ দাম গুলো থেকে আপনি নির্বাচন করতে পারবেন যে কোনটা আপনার জন্য পছন্দ এবং আপনাকে কোনটা সবচাইতে বেশি সুবিধা দিতে পারবে।
টিপি লিং রাউটার দাম কত চেনে নিন
টিপি লিংক রাউটার দাম কত এটা আপনি না জেনে থাকলে নিজের তথ্য গুলো দেখে নিতে পারেন এখানে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন ধরনের টিপি রাউটার এর মডেল এবং দাম যা আপনার পছন্দ হতে পারে তাহলে চলুন দেরি না করে জেনে নেই সেই টিপি লিংক রাউটার এর দাম কত এবং কেমন সেই মডেল।
- TP link archer c60 AC 1315 wireless double band router 3000 Taka only.
- TP link archer c64 AC 1244 full DG cabbit Wi-Fi router rate only 2850 taka.
- TP link TL wr841n 300 mbps wireless n router 1499 Taka only.
- TP link archer C6 v40 gigabyte mesh Wi-Fi router rate only 3049 taka.
টিপি লিং রাউটার দাম দেওয়া হলো যা দেখে আপনি খুব সহজেই আপনার সাধ্যমত বিভিন্ন ক্ষমতা সম্পন্ন রাউটার গুলো কিনে ব্যবহার করতে পারবেন এগুলো ব্যবহার করতে পারবেন বিভিন্ন বাসা পার এবং অফিশিয়াল কাজের জন্য এগুলো 2024 সালের নভেম্বরের রেট অনুযায়ী আপনাদেরকে জানানো হলো ভবিষ্যৎ এ ডট বা পরিবর্তন হতে পারে।
১৫০০ টাকার মধ্যে রাউটার দেখে নিন
ইতিমধ্যেই অনেক রাউটার উপস্থাপন করা হয়েছে যে রাউটার গুলোর খুব ব্যবহার এবং কার্যক্ষমতা রয়েছে। কিন্তু অনেকে অনেক দামি রাউটার ব্যবহার করতে সঙ্কোচ বোধ করে কারণ বিভিন্ন সময় মানুষের টাকা পয়সা নাও থাকতে পারে তাই আপনি ১৫০০ টাকা মধ্যে রাউটার দেখে নিতে পারেন। ১৫০০ টাকার মধ্যে রাউটার যদি আপনার পছন্দ না হয় তাহলে বিভিন্ন দাম রাউটার দেখতে পারেন।
সবচেয়ে ভালো রাউটার কোনটি জেনে নিন
সবচেয়ে ভালো রাউটার কোনটি আপনি যদি না জানেন তাহলে এই পোস্টটি অবশ্যই পড়ে ইতিমধ্যে বিভিন্ন রাউটার সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছেন এর মধ্যে সবচাইতে ভালো রাউটারটি আপনাদেরকে সাজেস্ট করবো যেখান থেকে আপনি আপনার বিভিন্ন wi-fi জড়িত বা নেটওয়ার্ক সংক্রান্ত কাজগুলো সহজেই করতে পারবেন।
সবচাইতে ভালো রাউটার কোনটি তা জানার জন্য আপনি এই রাউটারটি ব্যবহার করে দেখতে পারেন, 300 mbps wireless n router sada. TP link 4G LTE router tlm are 6400 black. And Nitesh wireless and router wf2409a, my Wi-Fi router 4C 300 mbps with four antennas. Stay connected same Lesly a reliable router for your internet needs.
সবচেয়ে ভালো রাউটার কোনটি এই রাউটার গুলো ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন এগুলো অত্যন্ত সুবিধা জড়িত এবং প্রচুর পরিমাণে স্পিড দেয় যা আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া এই রাউটারগুলো অন্য সকল রাউটারের চাইতে বেশি দিন লাস্টিং করে বা টিক সই হয় তাই আপনি একসাথে অনেকগুলো রাউটার ব্যবহার করলে এই রাউটারটি একবার ব্যবহার করে দেখতে পারেন এতে অনেক সুন্দর এবং ভালো কানেকশন ক্ষমতা রয়েছে।
রাউটার টু রাউটার কানেকশন নিয়ে শেষ মন্তব্য
রাউটার টু রাউটার কানেকশন নিয়ে শেষ মন্তব্য আপনাদের বিভিন্ন জন্য বিভিন্ন রাউটারের গুনাগুন এবং কার্যক্ষমতা এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনি যদি রাউটার টু রাউটার কানেকশন নিয়ে বিভিন্ন চিন্তায় থাকেন তাহলে এই পোস্টটি পুনরায় পড়ে এই অনুযায়ী রাউটার ব্যবহার করতে পারেন।
এছাড়া বর্তমান আমাদের বাংলাদেশের সেরা রাউটার গুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে। ধারণা দেওয়া হয়েছে ভালো রাউটার কোনটি ওয়ারলেস রাউটার কোনটি পকেট রাউটারের দাম কত টিপি লিংক রাউটার যা আপনাদের উপকারে আসবে বলে 15000 টাকার মধ্যে রাউটার ও উপস্থাপন করা হয়েছে।
মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url