মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায় জানুন

মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায় অনেকেরই অজানা। আপনি যদি মুখের কালো তিল দূর করার কার্যকরী ঘরোয়া উপায় গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং এই উপকারিতা গুলো ব্যবহার করে আপনার মুখের কালো তিল দূর করতে চান? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য উপযুক্ত।

মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায়

আপনি এই পোস্টের ভিতরে জানতে পারবেন যে যে বিষয়গুলি তার মধ্যে রয়েছে মুখে ছোট ছোট কালো তিল দূর করার উপায়। বড় কালো তিল দূর করার উপায়, মুখের তিল দূর করার দোয়া। তাছাড়া বাদামি তেল দূর করার উপায় এবং কি ধরনের ওষুধ ব্যবহার করা যায় তিল দূর করার জন্য তা জানবেন। 

পোস্ট সুচিপত্রঃ মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে যা জানবেন

মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায় জানুন 

মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায় অত্যন্ত সহজ এবং এই ঘরোয়া উপায় গুলো ব্যবহার করে আপনার মুখের যে সকল কালো তিল রয়েছে যা সৌন্দর্যকে বিঘ্ন ঘটায়। সে ধরনের তিল গুলোকে আপনি অপসারণ করতে পারবেন। এই উপকারিতা পাওয়ার জন্য নিচের উপায় গুলো অবলম্বন করুন এবং জেনে নিন কিভাবে উপায় অবলম্বন করে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। 

  • আলু ব্যবহার করেঃ খাবার আলু ব্যবহার করে আপনি তিল পরিষ্কার করতে পারবেন। এর জন্য আলু ভালো করে ব্লেন্ড করে এর সঙ্গে মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে। এই প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই উপায় আপনি মুখের ত্বক টানটান এবং কালো তিল মুক্ত করতে পারবেন।
  • পেঁয়াজ ব্যবহার করেঃ এর জন্য প্রথমে একটি পেঁয়াজ ব্লেন্ড করে রস বের করে নিতে হবে। এই সেই রসগুলো আপনি তুলার বল তৈরি করে মুখের তিল বা সংক্রমণের স্থানে লাগিয়ে ২০ মিনিট রেখে দেয়ার পর ধুয়ে ফেলুন যা তিল দুর করবে।
  • টক দই ব্যবহার করেঃ পুরো টক দই আপনি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিতে পারবেন এবং তা ২০ মিনিট পর ধুয়ে ফেললে ত্বকের এ সকল সমস্যা দূর করতে পারবে। যার জন্য দিনে দুইবার ব্যবহার করতে হবে। 
  • তাছাড়া ছোট কালো তিল এবং আচলি সারানোর জন্য রসুনের রস অত্যন্ত কার্যকারিতা প্রতিদিন লাগানোর মাধ্যমে আপনি মুখের কালো তিল দূর করতে পারবেন।
  • কাস্টর অয়েল ও ব্রেকিং সোডাঃ ক্যাস্টর অয়েল এবং বেকিং সোডা একসাথে মিশিয়ে একটি প্যাক তৈরি করে প্রতিদিন নিয়মিত স্ক্রিনে লাগান যা আপনার ত্বকের তিল গুলো দূর করে এবং স্কিনের সুরক্ষা দেয়।
  • লেবুর রসের উপকারিতা পাবেনঃ যদি আপনি নিয়মিত লেবুর রস পানির সাথে মিশিয়ে প্রতিদিন দুইবার ব্যবহার করেন এবং শুকিয়ে যাওয়ার পথ ধরে ফেলেন তাহলে মুখের কালো দাগ এবং বিভিন্ন ত্বকের সমস্যা দূর করবে। 
  • টি টি অয়েলঃ এই অয়েলের মধ্যে এন্টি মাইক্রোরিয়াল এবং এন্টি ইনফ্লামেন্টরি বৈশিষ্ট্য রয়েছে যা নিয়মিত ব্যবহার করার ফলে আপনার ত্বকের এর অপ্রয়োজনীয় তিলগুলো অদৃশ্য হয়ে যাবে। 
  • নারিকেল তেল ব্যবহার করতে পারবেন এটি ত্বকের জন্য অত্যন্ত উপকারী যার জন্য আপনি সকালে এবং রাতে দিনে দুইবার ব্যবহার করবেন এবং মুখে ব্যবহার করার পরে ৩০মিনিট পর ধুয়ে ফেলতে হবে। 
  • অ্যালোভেরা জেল ব্যবহারঃ আপনি গোটা অ্যালোভেরা জেল নিয়ে এসে তার জেল মুখে ব্যবহার করতে পারবেন। যা আপনার মুখের তিল দুর করবে।
  • কলার খোসাঃ মুখের বিভিন্ন দাগ স্পট এবং কালো তিল আসলি দূর করার জন্য আপনি কলার খোসা নিয়মিত ব্যবহার করতে পারেন। কলার খোসার পেস্ট তৈরি করে আপনি রাতে ঘুমানোর আগে মেখে ঘুমাতে পারবেন। এবং সকালে উঠে ধুয়ে ফেললে বিশেষ উপকারিতা পাবেন। 

তাই আপনি যদি খুব সহজেই আপনার মুখে থাকা কালো তিল দূর করার ঘরোয়া উপায় ব্যবহার করে এর সমাধান করতে চান তাহলে উল্লেখিত তথ্যগুলো ব্যবহার করতে পারেন। যা একজন মানুষের মুখের কালো তিল দূর করতে পারে। অনেক ধরনের কালার বা রং হয়ে থাকে। যেমন, হালকা হলুদ লাল এবং কালো সব ধরনের তিল দূর করার জন্য উল্লেখিত উপায় গুলো ব্যবহার করতে পারবেন।

মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম জানুন 

মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম জানা উচিত কারণ মুখের কালো তিল দূর করার জন্য মানুষ নানান সময় অনেক প্রতারিত শিকার হয় এবং বিভিন্ন সঠিক ক্রিম ব্যবহার না করার কারণে তার ফলাফল উল্টো হতে পারে। সুতরাং আপনি নিচের ক্রিম গুলোর নাম জেনে সেই ক্রিম গুলো ব্যবহার করলে অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচতে পারবেন এবং মুখের কালো তিল দূর করতে পারবেন। 

মুখের কালো তিল দূর করার ক্রিমের নাম সমূহঃ

  • Lenbena scar removal stretch marks cream, যা কালো দাগ এবং তিলের বিভিন্ন রঙের সমস্যা থাকলে ভালো করে এবং ত্বকের টোন উন্নত করতে সাহায্য করে ও কালো দাগ দুর করে। 
  • Bioaqua pure skin removal cream, এটা কালো তিলের রং হালকা করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। 
  • Laikou fade spots night cream, এই ক্রিমটির তিল এবং দাগ দূর করতে পারে এবং ত্বকের মসৃণতা বজায় রাখে। 
  • Betnovet cream, প্রতি রাতে দাগের উপর লাগাবেন এবং সকালে ধুয়ে ফেলবেন যা আপনার কালো দাগ এবং দাগ স্পট দূর করবে। 
  • Garnier light complete fairness cream, ত্বকের কালো দাগ দূর করে এবং ত্বক টান করে। 
  • Ponds white beauty sport- less fairness cream, ত্বকের কালো দাগ দূর করে, উজ্জ্বলতা বৃদ্ধির কাজ করে।
  • Oly natural white light glowing fairness cream, যা ব্যাবহার করলে বুঝবেন এর উপকারিতা।
  • Lotus herbals whitenning and brightning gel cream, এই ক্রিমগুলো আপনার ত্বকের কালো তিল এবং বিভিন্ন দাগ স্পট দূর করার জন্য ব্যবহার করতে পারবেন যা অত্যন্ত উপকারী। 

সুতরাং আপনি যদি এখনো নিশ্চিন্তভাবে মুখের কালো দাগ এবং কালো তিল দূর করার উপায় সম্পর্কে চিন্তিত থাকেন তাহলে এই উল্লেখিত ক্রিম গুলো ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আপনাদেরকে যে ঘরোয়া উপায় সম্পর্কে জানানো হয়েছে সেই ঘোরয়া উপায় গুলো ব্যবহার করে দেখতে পারেন। যা অত্যন্ত কার্যকারী যা আপনার মত এবং আমার মত সকল মানুষ ব্যবহার করে উপকারিতা পেতে পারে।

বড় তিল দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত জানুন

বড় তিল দূর করার উপায় সম্পর্কে সচেতনতা অবলম্বন করা উচিত অনেক সময় দেখা যায় মানুষের মুখের অনাকাঙ্ক্ষিত জায়গাতে বড় ধরনের তিল থাকার কারণে সৌন্দর্য কমে যায় এবং এর কারণে অনেক সময় মানুষের সৌন্দর্যের দিক থেকে নানান সমস্যায় পড়ে। মেয়েদের ক্ষেত্রে এটার পরিমাণ বৃদ্ধি হয়ে গেলে তাদের ভালো জায়গায় বিয়ে হয় না। বা সবাই পছন্দ করতে চায় না।

মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায়ঃ

  • এই সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে যেই সুন্দর কাজটি করতে হবে তা বিভিন্ন হতে পারে তার মধ্যে ডার্মালজিক্যাল চিকিৎসা করতে পারেন।
  • লেজার থেরাপিঃ তিল সারানোর জন্য লেজার থেরাপি একটি নিরাপদ এবং কার্যকরী উপায় এটি ব্যথাহীন ও কম ব্যথাযুক্ত এবং ত্বকের ক্ষত সৃষ্টি করে না। মুখের কালো তিল দুর করবেন।    
  • সার্জারিকাল এক্সিশনঃ এটি তিলের সম্পূর্ণ অপসারণের জন্য ব্যবহৃত বড় গভীর তিলের অপসারণ করতে সুবিধা হয় সাধারণত লোকাল এনএসসিএল দিয়ে করা হয়। 
  • ক্রায়োথেরাপিঃ তরল নাইট্রোজেন ব্যবহার করে তিলকে হিমায়িত করে সরানো যায় যার ফলে আপনার তিল আর দেখা যাবে না এবং ওখান থেকে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। 
  • কেমিক্যাল পিলিংঃ ত্বকের উপরে আপনি তিল সারানোর জন্য কেমিক্যাল পিলিং করতে পারেন এটি ত্বকের স্তরকে সরিয়ে তিলের রং হালকা করে দেয়। এবং কেমিক্যাল এর ব্যবহারের ফলে একজন পেশাদার দারমা লজিস্ট এর মাধ্যমে করানো হয় এই দিল অপসারণের কাজ। 
  • ঘরোয়া যত্নঃ বড় তিল অপসারণের জন্য যদি আপনি বিভিন্ন উপায়ে ব্যবহার জানতে হলে ঘরোয়া কিছু উপায় উল্লেখ করা হয়েছে উপরে সেই উপায় গুলো আলোচনা করতে পারেন। যেখানে আলু, অ্যালোভেরা, লেবু ব্যবহৃত হয়। 

আশা করি বুঝতে পেরেছেন যে কি ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করার মাধ্যমে আপনি এ সকল সমস্যা থেকে বাঁচতে পারেন। তাছাড়া আপনি ওষুধই পদ্ধতি রয়েছে যেগুলো প্রেসক্রিপশন আকারের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার মাধ্যমে এ ধরনের সমস্যা থেকে সহজেই নিজেকে রক্ষা করা যায়। তবে এই প্রক্রিয়া করার জন্য আপনাকে ডার্মোলজস্ট এর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

তিল দূর করার উপায় ক্রিম জানেন কি? 

তিল দূর করার উপায় ক্রিম সম্পর্কে অনেকেই জানেনা তাই আপনাদের কাজকে সহজ করে দেয়ার জন্য উপরে কিছু ক্রিম উপস্থাপন করেছি। যে নামগুলো দেখে আপনি বাজার থেকে সংগ্রহ করে বিভিন্ন উপায়ে ব্যবহার করে ফলাফল পেতে পারেন। তিল দূর করার জন্য বিভিন্ন রকমের ক্রিম রয়েছে সেগুলো ব্যবহার করা যায়। একজন মানুষের তিল অনাকাঙ্ক্ষিত জায়গায় বা অতিরিক্ত পরিমাণ হলে তা সৌন্দর্য বিঘ্ন ঘটায়।

তিল দূর করার উপায় ক্রিম

তাই আপনি তিল আসলে সরাতে চান তাহলে রসুন, আলু, লেবুর রস, অ্যালোভেরা ইত্যাদি উপায় ব্যবহার করার পাশাপাশি এই পোস্টে যে ক্রিম গুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন। এবং এই ক্রিমগুলো উল্লেখ করার পর তার পাশে দেওয়া হয়েছে যে কি ধরনের উপকারের জন্য কোন ক্রিমটি ব্যবহার করলে সবচাইতে বেশি উপকারিতা পাওয়া যায় তা বুঝবেন। 

সুতরাং আপনি যদি তিলটি কে সহজেই অপসারণ করতে চান তাহলে যে ক্রিম গুলো ব্যবহার করবেন সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তাই আপনাকে এই পোস্টের নিচের তথ্যগুলো জানার জন্য আহ্বান করা হচ্ছে। এখানে আরো অনেক ইউনিক বিষয়ে উপস্থাপন করা হবে যা মুখের তিল দূর করার দোয়া হিসেবে পরিচিত তাই আপনি এই উপায়টি অবলম্বন করতে পারেন। 

মুখের তিল দূর করার দোয়া সম্পর্কে জানুন 

মুখের তিল দূর করার দোয়া সম্পর্কে জানেন কিনা যদি না জানেন তাহলে বিষয়গুলো দেখে নিন। ইসলামিক তিল বা শারীরিক দাগ দূর করার তেমন কোন নির্দিষ্ট দোয়া না থাকলে এর কিছু উপায় রয়েছে যে উপায় অবলম্বন করার মাধ্যমে আপনার শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন। 

মুখের তিল দূর করার দোয়াঃ

  • হে আমার প্রতিপালক আপনি আমাকে আরোগ্য দিন আপনি ছাড়া আর কোন আরোগ্যদাতা নেই এমন আরোগ্য দিন যা কোন অসুখ অবশিষ্ট রাখবে না, সহি বুখারী। 
  • ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য দোয়া বাংলাঃ হে আল্লাহ আপনি আমার বাহিরের সৌন্দর্য করেছেন তেমনি আমার চরিত্র সুন্দর করে দিন। 
  • সমস্যা থেকে মুক্তির জন্য দোয়াঃ যেহেতু আচল আপনারন কালো তিল আপনার সমস্যা সৃষ্টি করেছে। তার জন্য আপনি আল্লাহর কাছে সমস্যা সমাধানের যে দোয়া রয়েছে তা পড়তে পারেন। 
  • সূরা ফাতিহা এবং আয়তাল কুরসি পাঠ করুন, সূরা ইখলাস ফালাক, সূরা নাস এগুলো প্রতিদিন সকালে এবং রাতে পড়ে আল্লাহর কাছে সঠিক ভাবে চলার জন্য প্রার্থনা করুন। যেন আপনি পথ পদর্শক পান।    

উল্লেখিত দোয়া গুলো পড়ার মাধ্যমে আপনি তওবা ইত্তেফাক করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা প্রদান করতে পারে। আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরুন আল্লাহর সবুর কারীর সাথেই আছেন। শরীয়ত যেখানে শেষ মানুষেরই দৃষ্টিকোণ যেখানে শেষ সেখান থেকে আল্লাহ তাআলার সকল সৃষ্টির শুরু হতে পারে। আপনি আল্লাহর উপরে বিশ্বাস থেকে ধৈর্য ধারণ করে কাজ করুন ফলাফল পাবেন। 

মুখের বাদামি তিল দূর করার উপায় জানুন 

মুখের বাদামি তিল দূর করার উপায় জানা উচিত কারণ বাদামি তিল মুখে হয়ে থাকে এবং শরীরের অনেক অংশই হয়ে থাকে। এই তিলের রং বাদামের মতন হয় বলে কি বাদামি তিল হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে। মানুষের মুখে এবং শরীরে বিভিন্ন কারণে তিল হয় এর মধ্যে আরেকটি কারণ হচ্ছে জিনগত কারণ। তাছাড়া অতিরিক্ত সূর্যালকে যাওয়া ও রেডিয়েশন থেরাপি দীর্ঘদিন চললেও এই তিল হতে পারে। 

এই তিল থেকে বাঁচার জন্য বা মুখের বাদাম তিল দূর করার উপায় হিসেবে আপনি যে ওষুধ গুলো ব্যবহার করবেন। কোন ওষুধ বা মলম ব্যবহার করলে তিল যায় না কারণ তিল এমন একটি জেনেটিক সমস্যা থেকে বা জেনেটিক কারণে তৈরি হয়। তাই একে সরানোর জন্য অপসারণ করার জন্য আপনি ডার্মো সার্জারি করতে পারেন। 

তাছাড়া বিভিন্ন মেডিসিন রয়েছে সেই মেডিসিন গুলো ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি লোকাল এনথেসিয়া বা অপারেশন করতে পারবেন আর ইলেক্ট্রো সার্জারি করার মাধ্যমে আপনি স্টিল অপসারণ করতে পারবেন। তবে যতটা সম্ভব রোদ এড়িয়ে চলতে হবে ভালো মানের সাবান বা সান ব্লক সাবান ব্যবহার করতে হবে। রোধের সাদা ব্যবহার করতে এবং সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। 

মুখের তিল দূর করার হোমিও ঔষধ জেনে রাখুন 

মুখের তিল দূর করার হোমিও ঔষধ আছে যা ব্যবহার করলে মুখের তিল বা পিগমেন্টেশন কমানো সম্ভব হয়। এর জন্য আপনাকে বিভিন্ন নিয়ম অনুযায়ী হোমিও ডোজ ব্যবহার করতে হবে এবং হোমিও যদিও খুব দীর্ঘতিতেই কাজ করে তাও এটা ধৈর্য ধরে ব্যবহার করলে আপনি উপকারিতা পাবেন। 

  • Thuja occidenlis, যা ত্বকের উপর ছোট মাঝারি আকারের তিল দূর করতে পারে। এর জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে।
  • Calcarea carbonica, এই হোমিও ঔষধটি শরীরে হরমোনের ভারসাম্য হীনতা বা বিপাক থেকে সৃষ্টি তিলের জন্য কার্যকরী ভূমিকা রাখে এবং ত্বকের তৈলাক্ত ভাব দূর করে। 
  • Sulphur, ত্বকের লালচে ভাব দূর করে এবং তিল দূর করতে ব্যবহৃত হয় এটি বিশেষ ত্বকের স্বাভাবিক রং পুনরুদ্ধার করে। 
  • Lycopodium clavatum, যদি তিল গারু রঙের হয় এবং বড় হয় তাহলে এটি লিভার সংক্রান্ত সমস্যার কারণে হয়ে থাকে তাই এই ওষুধ ব্যবহার করা যায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী। 
  • Naturm muratium, এই ওষুধ হাইপার পিগমেন্টেশন এর ক্ষেত্রে কার্যকরী। ত্বকের শুষ্কতা এবং কালো তিল দাগ দূর করতে ব্যবহৃত হয়। 
  • Sepia, মহিলাদের ক্ষেত্রে হরমোন জড়িত সমস্যা থাকলে এই কালো তিল সৃষ্টি হয়। যার জন্য আপনি এই ওষুধটি ব্যবহার করে কালো তিলের মত সমস্যা দূর করতে পারবেন। 

উল্লেখিত ঔষধ গুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসক এর পরামর্শ গ্রহণ করতে হবে। এবং তার দেখানো নির্দেশনা অনুযায়ী ওষুধ গুলো ব্যবহার করতে হবে। তাহলে অবশ্যই আপনার এই সমস্যাগুলো উল্লেখিত ওষুধ গুলোর মাধ্যমে সমাধান করতে পারবেন। যা আপনার বিভিন্ন সৌন্দর্যমূলক অনুভূতি বৃদ্ধি করতে সাহায্য করবে। 

লাল তিল দূর করার ঘরোয়া উপায় জানুন 

লাল তিল দূর করার ঘরোয়া উপায় জানা উচিত তবে ইতিমধ্যেই আপনাদের সামনে তিল দূর করার অনেক ওষুধ ঘরোয়া উপায় এবং বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের ডোজ সম্পর্কে আলোচনা করেছি এবং বিভিন্ন ওষুধের নাম উপস্থাপন করেছি যে ওষুধের নাম গুলো জানা দরকার এবং বিভিন্ন ঘরোয়া উপায়ে রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই লাল তিল দূর করতে পারবেন।

লাল তিল দূর করার ঘরোয়া উপায়

শুধু লাল তিল দূর করার ঘরোয়া উপায় নয় যে কোন ধরনের কালো তিল মেছতা দাগ এবং ব্রণ সহ এ ধরনের মুখের বিভিন্ন সৌন্দর্যের পথে বাধাগ্রস্ত সমস্যাগুলো দূর করার জন্য আপনি উল্লেখিত পোস্টের সকল তথ্য গুলো থেকে উপকৃত হবেন। কারণ একজন মানুষের স্বাস্থ্য উপকারিতা যেমনই প্রয়োজন ঠিক তেমনি সৌন্দর্য রক্ষার জন্য কালো তিল লাল তিল এবং অতিরিক্ত যে তিল গুলো মানুষের শরীরে থাকে সেগুলো অপসারণ করা প্রয়োজন। 

মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায় নিয়ে শেষ মন্তব্য 

মুখের কালো তিল দূর করার ঘরোয়া উপায় রয়েছে যেগুলো আপনি ব্যবহার করলে অবশ্যই মুখের কালো তিল দূর করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন ডাক্তারের পরামর্শ জানানো হয়েছে যে পরামর্শ অনুযায়ী আপনি সেবা গ্রহণ করলে অবশ্যই এই তিলের সমস্যা দূর করতে পারবেন। 

শুধু কি তিলের সমস্যা, যাদের মুখে ব্রণ কালো দাগ এবং মেছতা আরো অনেক ধরনের সমস্যা রয়েছে তারাও আজকের এই তথ্যগুলো জেনে বিভিন্ন উপকারিতা পাবেন। তাছাড়া আপনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আরো পড়ুন সেকশন গুলোতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়েছে, যে কিভাবে মানুষ অরজিনাল সৌন্দর্য ফিরে পাবে, সেই তথ্যগুলো দেখতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url