ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানুন

ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যার সম্পর্কে জানা উচিত যদিও wi-fi কানেক্ট করার জন্য সাধারণত সফটওয়্যার প্রয়োজন হয় না। তবে আপনার বিভিন্ন সিকিউরিটি এবং সমস্যা সমাধানের জন্য ও উন্নত নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়।

ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যার

সাধারণভাবে ওয়াইফাই কানেক্ট করার জন্য আপনি মোবাইল বা ডিভাইসের wi-fi অপশনে গিয়ে পাসওয়ার্ড দেওয়ার পরে নির্দিষ্ট সেই রাউটারের এরিয়ায় ব্যবহার করতে পারবেন। যার জন্য আপনাকে কোন ওয়াইফাই সফটওয়্যার ব্যবহার করতে হবে না। তবে যে কারণে ব্যবহার করতে পারবেন সে বিষয়গুলো আজকের এই পোস্টটি দেখে নিতে পারবেন।

পোস্ট সুচিপত্রঃ ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যার সম্পর্কে যা জানবেন

ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যার সমূহ সম্পর্কে জানুন

ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন হয় না বেশিরভাগ ক্ষেত্রে তবে wi-fi অপারেটিং সিস্টেমে কিছু মনিটরিং এবং সিগন্যল বা নেটওয়ার্ক সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে ব্যবহার করতে পারবেন এই সফটওয়্যার গুলো। এই সফটওয়্যার গুলো ব্যবহার করে আপনি কতজন ডিভাইসে এক্সেস দিয়েছেন তা বুঝতে পারবেন। সেজন্য নিচের সফটওয়্যার গুলো সম্পর্কে বিস্তারিত জানুন।

ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যারঃ

  • উইন্ডোজ সফটওয়্যারঃ কানেক্টিভিটি হটস্পট (connectify hotsports) যা ব্যবহার করে কম্পিউটারের ওয়াইফাই হটস্পটে রূপান্তর করতে পারবেন। আপনি যদি কম্পিউটারে wi-fi নেটওয়ার্ক থেকে কারো সাথে শেয়ার করতে চান তাহলে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। 
  • নেট সেট ম্যান (netsetman)ঃ আপনার নেটওয়ার্ক থেকে কেউ যে কাজ করছে এবং বিভিন্ন নেটওয়ার্ক প্রোফাইল ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করতে পারবেন এই সফটওয়্যার। 
  • ওয়াইফাই এনালাইজার (wi fi analyzar): সিগন্যাল স্ট্রেংথ ও চ্যানেল অপটিমাইজেশন এর জন্য ব্যবহার করতে পারবেন যা মাইক্রোসফট স্টোর থেকে পাওয়া যায়। আপনি যে সকল মানুষ ব্যবহার করছে তাদের অবস্থান ও দেখতে পারবেন। 
  • Android ভার্সন: wi-fi এনালাইজার যা নেটওয়ার্ক বিশ্লেষণ এবং নেটওয়ার্কের সিগনালের মান উন্নত করা এবং নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করতে পারবেন। এটি play store থেকে ব্যবহার করা যায়।
  • ওয়াই ফাই ওয়ারডানঃ এটি এমন একটি সফটওয়্যার যা ওয়াইফাই এর পাসওয়ার্ড শেয়ারিং এবং সিকিউরিটি চেক এর জন্য ব্যবহার করা হয়। আপনার মোবাইলের ওয়াইফাই এর সিকিউরিটি যদি দুর্বল থাকে তাহলে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন যা আপনার মোবাইলের সিকিউরিটি শক্তিশালী করবে কেউ ইচ্ছে করলে আপনার অনুমতি ছাড়া ওয়াইফাই কানেকশন নিতে পারবে না। 
  • ম্যাক (mac) এর জন্যঃ istumbler যা wi-fi নেটওয়ার্ক স্ক্যান এবং সিগন্যাল চেক করতে ব্যবহৃত হয়। তাছাড়া আপনার মোবাইলের দুর্বল সিগন্যল কে সঠিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য ব্যবহার করতে পারবেন। 
  • নেট স্পোর্টঃ এই ওয়াইফাই সফটওয়্যার টা ব্যবহার করে আপনি আপনার ওয়াইফাই এর ম্যানেজমেন্ট এবং সিগন্যাল সমূহ বিশ্লেষণ করে দেখতে পারবেন সেগুলোর অবস্থান কেমন এবং কে কে ব্যবহার করছে।
  • iOS আই ও এস এর জন্যঃ ফিঙ্গ নেটওয়ার্ক (fing network tools) যা নেটওয়ার্ক স্ক্যানিং এবং ডিভাইসের মনিটরিংয়ের জন্য ব্যবহার করা হয় যা আপনি সরাসরি প্লে স্টোর থেকে ব্যবহার করতে পারবেন। 
  • Wi-fi সুইট স্পোর্টসঃ এই সফটওয়্যারটি ব্যবহার করা যায় নেটওয়ার্কিং বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য আপনি আপনার নেটওয়ার্কের সিগনাল স্টেট করতে পারবেন এবং সেখানে যে পরিমাপ রয়েছে তা নিয়ন্ত্রণ বা নির্ণয় করতে পারবেন। 
  • এছাড়া যে উন্নত টুলস গুলো রয়েছে তার মধ্যে উইন্ডোজ এর জন্য ব্যবহার করতে পারবেন, Hamedale wi fi monitor যা বিভিন্ন নেটওয়ার্কের সিগন্যাল এবং রিয়েল টাইমের মনিটর করতে পারে। 
  • আচিলাইক ওয়াই ফাই হোমঃ নেটওয়ার্কের বিশ্লেষণ এবং স্ক্যানিং টুল হিসেবে ব্যবহার করা যায়। 
  • ওয়ারলেস নেটওয়ার্ক ওয়াসারঃ (wireless network watcher) যে নেটওয়ার্ক গুলো কানেক্টেড রয়েছে সেই ডিভাইস গুলোর বিভিন্ন তথ্য দেখার জন্য এই শব্দ একটি কম্পিউটারে বা ল্যাপটপে ব্যবহার করা হয়। 

আরো android ভার্সনের ক্ষেত্রে যেগুলো ব্যবহৃত হয়, WPS, WPA, TESTER, open signal যা মোবাইলের সিগন্যল মাপিং এবং চ্যানেল এনালাইসিসের জন্য ব্যবহৃত হয়, তাছাড়া airRader, wi fi map, লিনাক্স এর ক্ষেত্রে wireshark, kismet, netbalancer, Advance IP scenner অন্যতম। উল্লেখিত এই ওয়াইফাই কন্ট্রোলিং টুলস গুলো ব্যবহার করে আপনি খুব সহজে আপনার ওয়াইফাই নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করতে পারবেন।

পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করার দুটি উপায় জানুন 

পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করার দুটি উপায় এখন আপনাদের সামনে উপস্থাপন করব যে দুটি উপায় জেনে আপনি পাসওয়ার্ড ছাড়াই যেকোনো wi-fi কানেকশন করে চালাতে পারবেন। সেজন্য আপনি নিজের দেওয়া উপায় গুলো দেখুন এবং এই উপায়গুলো অবলম্বন করে খুব সহজেই যে কোন রাউটারের সঙ্গে পাসওয়ার্ড ছাড়াই সংযুক্ত করতে পারবেন।

আরো পড়ুনঃ সবচেয়ে ভালো রাউটার কোনটি এবং ভালো রাউটার চেনার উপায় 

  • প্রথম নিয়মঃ রাউটার সেটিং এক্সেস করুন একটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে যা আপনার রাউটারের এডমিন প্যানেলে লগইন করতে হবে। এরপর আপনাকে সেখান থেকে পাসওয়ার্ড নিষ্ক্রিয় করতে হবে। যার জন্য আপনি ওয়ারলেস নিরাপত্তা সেটিং অস্থায়ীভাবে ওয়াইফাই পাসওয়ার্ড অক্ষম করুন। এবং ডিভাইস কানেক্ট করুন যাতে আপনার ডিভাইসটিকে ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করার পর পুনরায় পাসওয়ার্ড টি চালু করুন। 
  • দ্বিতীয় নিয়মঃ পাসওয়ার্ড ছাড়া আপনি যদি উই ফি কনেকশন নিতে চান তাহলে যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে অন্য কোন ডিভাইস বা মোবাইল থেকে স্ক্যানিং করার মাধ্যমে আপনি wi-fi পাসওয়ার্ড ছাড়াই সংযুক্ত করতে পারবেন। যার জন্য আপনাকে প্রথমে মোবাইলের ওয়াইফাই অপশন এর ভিতরে প্রবেশ করে সেখান থেকে এড নেটওয়ার্ক করে স্ক্যানিং অপশনে যেতে হবে। এরপর আপনি যে মোবাইল থেকে স্ক্যানিং করবেন তার ওয়াইফাই অপশনে চেপে ধরে থাকলে তার ভিতরে প্রবেশ করে স্ক্যানিং ওপেন করুন এবং স্ক্যান করে সংযুক্ত করে নিন। 
  • তৃতীয় উপায় গুলোঃ পাবলিক ওয়াইফাই ব্যবহার করতে পারবেন এর জন্য আপনাকে পাসওয়ার্ড প্রয়োজন হবে না। সেই পাবলিক ওয়াইফাই গুলোর মধ্যে রয়েছে, ক্যাফে, রেস্টুরেন্ট, এয়ারপোর্ট, পাবলিক লাইব্রেরী, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আপনি চাইলে পাসওয়ার্ড ছাড়াই wi-fi ব্যবহার করতে পারবেন। এসব আপনি নিজের উপায়গুলো অবলম্বন করতে পারেন। 
  • WPS যেটাকে wi-fi প্রটোকল সেটআপ বলা হয়। কিছু রাউটার রয়েছে যেগুলো ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই সংযুক্ত করতে সুবিধা দেয়। যার জন্য আপনাকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে। কাজটি করার জন্য আপনাকে রাউটারে WPS বাটন চেপে ধরতে হবে সেখানে আপনার ডিভাইসের অপশনটি দেখা দিলে সেটা সিলেক্ট করতে হবে। 
  • অতিথি নেটওয়ার্ক (GUEST NETWORK)ব্যবহার করুন: কিছু গুরুত্বপূর্ণ রাউটার রয়েছে যেগুলো গেস্ট নেটওয়ার্ক প্রদান করে যা পাসওয়ার্ড ছাড়াই ব্যবহার করা যায়। তবে রাউটার অ্যাডমিনিস্টার এর অনুমতি নিয়ে এই অপশন ব্যবহার করতে হয়। তাছাড়া আপনি নেটওয়ার্ক উইনার এর অনুমতি নিয়ে বা নেটওয়ার্কে যে মালিক তার কাছ থেকে এক্সেস কোড নিয়ে ব্যবহার করতে পারেন। 

উল্লেখিত উপায় গুলোর মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই সংযোগ করে ব্যবহার করা যায় তবে এই উপায়গুলো ব্যবহার ক্ষেত্রে ডেটা নিরাপত্তা কম থাকে এবং এটা আইনগত সমস্যা বা অনৈতিক একটি ব্যবহার। অনেকটাই বিনা অনুমতিতে কারো কোন কিছু ব্যবহার করার মত। সেক্ষেত্রে আপনাকে মালিকের পরামর্শ বা অনুমতি নেয়া উচিত নিরাপত্তা হিসেবে ভিপিএন ব্যবহার করা অত্যন্ত জরুরী পার্সোনাল নেটওয়ার্ক বা পাবলিক নেটওয়ার্ক গুলো ব্যবহার করা আপনার ডিভাইসের বা তথ্য চুরির জন্য দায়ী হতে পারে। 

পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট এপ সম্পর্কে জানুন 

পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট এপ রয়েছে যেগুলো ব্যবহার করে বর্তমানে অনেক মানুষ পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করে ব্যবহার করে। এর জন্য আপনি প্লে স্টোর থেকে বিভিন্ন পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করার জন্য যে অ্যাপস গুলো রয়েছে সেগুলো ব্যবহার করে ইন্টারনেট সংযোগ নিতে পারেন। নিচের দেওয়া পাবলিক ওয়াইফাই খুঁজে ও ব্যবহার করতে পারেন। অথবা আপনি কিছু অ্যাপস ব্যবহার করে পাসওয়ার্ড ছাড়া কানেক্ট করতে পারবেন।

আরো পড়ুনঃ হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় এবং ১৭টি টিপস 

  • ওয়াইফাই ম্যাপ যা বিশ্বজুড়ে ব্যবহার করে না তাদের পাসওয়ার্ড শেয়ার করে থাকে। 
  • Instabride অ্যাপস ব্যবহার করে পাসওয়ার্ড ছাড়া উই ফি সংযুক্ত করতে পারবেন যা পাবলিক নেটওয়ার্কের জন্য কার্যকর। 
  • তাছাড়া আপনি ফেসবুক এ অনেক সময় দেখা যায় বিভিন্ন এপের মধ্যে দেখায় যে wi-fi সংযোগ করার জন্য এই অ্যাপসটি ডাউনলোড করুন আপনি সেই অ্যাপস গুলো ডাউনলোড করেও ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়া কানেক্ট করতে পারবেন। 

যদিও অনুমতি ছাড়া কারো পাসওয়ার্ড হ্যাক করে ইন্টারনেট সংযোগ ব্যবহার করা অবৈধ কিন্তু আপনি বিশেষ ক্ষেত্রে বা অনেক বিপদের সময় এই উপায় গুলো ব্যবহার করতে পারবেন। হয়তো আপনি কোথাও আছেন যেখানে আপনার কাছে টাকা নাই বা পরিচিত কোন মানুষ নেই সেখানে আপনি বিপদ সারার জন্য এই উপায় গুলো ব্যবহার করতে পারবেন। তবে আপনি এই উপায়ে দীর্ঘদিন ব্যবহার করলে এর বিরুদ্ধে বিভিন্ন সমস্যা বা একশন নিতে পারে কর্তৃপক্ষ বা যার উই ফি কানেকশন নিবেন।

ওয়াইফাই কানেক্ট করার নিয়ম জেনে নিন 

ওয়াইফাই কানেক্ট করার নিয়ম জানা উচিত বর্তমানে সবাই আমরা কম বেশি ওয়াইফাই ব্যবহার করি। সেজন্য এই ওয়াইফাই সংযোগ আপনার মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের সাথে সংযুক্ত করার জন্য কিছু নিয়ম উপস্থাপন করলাম যা জানার মাধ্যমে আপনি সংযোগ নিতে পারবেন এবং যে কোন রাউটার থেকে এই নিয়মে সংযোগ স্থাপন করতে পারবেন।

আরো পড়ুনঃ ফোন আপডেট করার নিয়ম নিয়ে ১০টি কার্যকারী টিপস

  • আপনাকে wi-fi কানেক্ট করার জন্য প্রথমে আপনি যে রাউটারটিতে ডিভাইস সংযুক্ত করবেন তা ওয়াইফাই কানেকশন এর সাথে সংযুক্ত কিনা নিশ্চিত হতে হবে। 
  • যদি রাউটার সম্পূর্ণ সঠিক থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার ডিভাইসটির সাথে সংযুক্ত করতে পারবেন। 
  • তার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল, কম্পিউটার, ল্যাপটপের ওয়াইফাই অপশন এর ভিতরে প্রবেশ করতে হবে। 

সেই অপশনে প্রবেশ করার পর আপনাকে এড নেটওয়ার্ক করতে হবে, তাহলে আপনার ডিভাইসের দেখা যাবে আশেপাশের যেগুলো ওয়াইফাই বা রাউটার রয়েছে তার সিগনাল। সেখান থেকে আপনার যেই রাউটারের নাম রয়েছে তার উপরে ক্লিক করে উক্ত সিগনালের পাসওয়ার্ডটি দিতে হবে। এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে সাথে সাথে আপনার ডিভাইসটির সাথে wi-fi কানেকশন হয়ে যাবে। এই সহজ উপায়টি ব্যবহার করে আপনি যে কোন ডিভাইসে কানেকশন করতে পারবেন। এতে যদি কোন ধরনের সমস্যা হয় তাহলে আমাদের আরো পড়ুন সেকশন গুলো ভিজিট করুন।

ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট কেন হয় জানুন

ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট কেন হয় একটি মূল কারণ হচ্ছে আপনার ডিভাইসে যদি প্রচুর পরিমাণ wi-fi নেটওয়ার্ক এর লিস্ট জমা হয়ে যায় তাহলে আপনার এই সমস্যা হতে পারে। দেখা যায় অনেক ধরনের রাউটারের সাথে সংযুক্ত থাকার ফলে এর লিমিটেশন শেষ হয়ে যায় যার জন্য আপনার নতুন কোন কানেকশন নিলে সেখানে ইন্টারনেট দেখালেও তার কার্য ক্ষমতা থাকে না।

  • তাই আপনাকে যে কাজগুলো করতে হবে তা হচ্ছে আপনার ডিভাইসে যে নামগুলো জমা হয়েছে বিভিন্ন ধরনের রাউটারের সে নামগুলো মুছে দিতে হবে। 
  • এবং আপনি যে রাউটারটি ব্যবহার করবেন তা রিসেট করে নিতে হবে। 
  • অথবা আপনি যেই রাউটারের সাথে সংযুক্ত করেছেন তা পুনরায় বন্ধ করে কিছুক্ষণ বন্ধ রাখার পর আবার চালু করতে হবে। 
ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট

এই কাজগুলো করার মাধ্যমে আপনি খুব সহজেই ওয়াইফাই কানেক্ট করতে পারবেন এবং ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই কাজগুলো করার মাধ্যমে আপনি ওয়াইফাই কানেক্ট থাকলে যদি ইন্টারনেট কাজ না করে তাহলে এই সমস্যা সমাধান করতে পারবেন। ছাড়া যদি আপনি এ তথ্যগুলো থেকে স্পষ্ট ধারণা না পান তবে নিচে দেওয়া আরো পড়ুন সেকশন গুলোর ভিতরে ভিজিট করুন যেখানে বিস্তারিত বিষয় উপস্থাপন করা আছে।

ওয়াইফাই পাসওয়ার্ড শো করার উপায় সমূহ জানুন 

ওয়াইফাই পাসওয়ার্ড শো করার উপায় জানা উচিত অনেক সময় মানুষ তাদের নিজস্ব ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখার জন্য ভোগান্তিতে পড়ে। এ ভোগান্তি থেকে বাঁচার জন্য আপনাকে সহজ একটি উপায় বলে দেবো যা ব্যবহার করে খুব সহজেই আপনি পাসওয়ার্ড দেখতে পারবেন। যার জন্য আপনাকে প্রথমে wi-fi কানেকশন চালু করতে হবে। এরপর সেই কানেকশনের বা ওয়াইফাই আইকনের পরে চেপে ধরে থাকতে হবে।

আরো পড়ুনঃ কিভাবে সফটওয়্যার আপডেট দিতে হয় জানুন ৫টি কার্যকারী উপায় 

তাহলে আপনার সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। সেই ইন্টারফেসের ডান পাশে কর্নারের উপরের দিকে 3 ডট অপশন থাকবে। সেখানে ক্লিক করতে হবে, এরপর সেখান থেকে এডভান্স সেটিং( advance setting) এ ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে যে ইন্টারফেস আসবে সেখানে, manage network এ ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে তার ভিতর থেকে Hightlands coffee অপশনের ভিতরে প্রবেশ করলে আপনার সামনে পাসওয়ার্ডটি হাইড অবস্থায় থাকবে। সে হাইড চিহ্নটি থেকে আপনি ক্রস উঠিয়ে দিলে সরাসরি পাসওয়ার্ডটি দেখতে পারবেন।

কিভাবে ফ্রি wifi চালানো যায় জানুন 

কিভাবে ফ্রি wifi চালানো যায় এটা জানা থাকলে আপনি যে কোন জায়গা থেকেই এই ওয়াইফাই চালানোর কাজটি করতে পারবেন। বিশেষ করে পাবলিক যে wi fi রাউটার গুলো রয়েছে সেগুলো ব্যবহার করা যায়। যা ব্যবহার করার জন্য কোন ধরনের পাসওয়ার্ড এর প্রয়োজন হয় না। আপনি বিভিন্ন উপায় অবলম্বন করে ব্যবহার করতে পারবেন ফ্রিতে কিভাবে ব্যবহার করতে পারা যায় তার বিষয়ে ইতিমধ্যে অনেক অ্যাপস এবং সফটওয়্যার সম্পর্কে আলোচনা করেছি।

যে অ্যাপস গুলো ব্যবহার করে আপনি কোন টাকা-পয়সা খরচ না করে বিনা খরচে ওয়াইফাই চালাতে পারবে না এবং ফুল স্পিডে। এর জন্য আপনাকে শুধু একটু বুদ্ধি খরচ করতে হবে তাহলে আপনি খুব সহজেই বিনা খরচে wi-fi চালাতে পারবেন এবং বিভিন্ন ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন। অনেকেই ওয়াইফাই ব্যবহার করার জন্য বিভিন্ন পাসওয়ার্ড এবং নানান ধরনের উপায় অবলম্বন করে ব্যর্থ হয়।

আরো পড়ুনঃ প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

তারা সহজেই সফলতা পাওয়ার জন্য এবং কোন টাকা পয়সা ছাড়াই সারা জীবন যে কোন ওয়াইফাই চালানোর জন্য আজকের এই পোস্টের তথ্যগুলো ব্যবহার করতে পারবেন যা আপনার wi-fi চালানোর সমস্যা বা wi-fi সম্পর্কে বিশেষ তথ্য জানুন। যে উপায়গুলো এবং তথ্যগুলো থেকে আপনি খুব সহজেই ইচ্ছামত ওয়াইফাই চালাতে পারবেন যে কোন জায়গায় বসে যেখানে ওয়াইফাই এর আওতা রয়েছে।

WPS app দিয়ে wifi কানেক্ট করার উপায় 

WPS app দিয়ে wifi কানেক্ট করার জন্য আপনাকে যে কাজগুলো অবলম্বন করতে হবে তা অত্যন্ত সহজ এবং সিম্পল। আপনি যদি বাসায় wi-fi ব্যবহার করেন। অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের পরিচিত আত্মীয়-স্বজনরা অতিথিরা বাড়িতে বেড়াতে আসে তারা সেই ওয়াইফাই চালানোর জন্য পাসওয়ার্ড চাই। তাই আপনি যদি তাদেরকে সহজেই স্মার্ট ভাবে এই কাজটি করে রাখেন। তাহলে খুব সহজে তারা কোন পাসওয়ার্ড ছাড়াই কানেক্ট করতে পারবে। 

  • ডাব্লিউপিএস অ্যাপস ব্যবহার করতে হবে তারপরে সেটাকে আপনার ফোনে সেটিং ওপেন করে নেটওয়ার্ক বিভাগে wi-fi সিলেক্ট করে নিতে হবে। 
  • পরবর্তীতে এডভান্স সেটিং সিলেক্ট করে নিতে হবে। 
  • এরপরে কানেক্ট বাই ডাবলু এস পি বাটন (cennect by button) সিলেক্ট করতে হবে।
  • আপনার রাউটারে যেই wps বাটন থাকবে সেটা চালু করে রাখতে হবে।

উল্লেখিত সেটিং করে থাকার মাধ্যমে আপনি খুব সহজে এই কানেকশনটি করে আপনার বাড়িতে আসা মেহমানদেরকে সেবা দিতে পারবেন। যদি কখনো এই বিষয়টিকে এড়িয়ে চলতে চান তাহলে আবার পুনরায় সেই সেটিং এ গিয়ে যেগুলো একটিভ করেছেন সেগুলো রিমুভ করে দিবেন তাহলে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে wps app দিয়ে wifi কানেক্ট করতে হবে। 

বাড়ির আশেপাশে থাকা Wifi password দেখার উপায় 

বাড়ির আশেপাশে থাকা wifi password দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনাকে মনে রাখতে হবে যে যদি অনুমতি ছাড়া কারো পাসওয়ার্ড ব্যবহার করেন সেটা আইনত অপরাধ। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পরামর্শ নিতে হবে যে মালিক এর ওয়াইফাই ব্যবহার করবেন তার কাছে জেনে। যেন সে আপনাকে তার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড টি দেয়। 

আপনি গেস্ট নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন। অনেক বাসায় রয়েছে এই ব্যবস্থা যারা তাদের রাউটারের সঙ্গে ডাবলু পি এস কানেকশনটি একটিভ করে রাখে। সে ক্ষেত্রে দেখা যায় যদি কোন নতুন মানুষ সেই রাউটারের আওতায় আসে এবং সেই নামের ভিতরে প্রবেশ করে তাহলে সে উই ফি পাসওয়ার্ড ছাড়া সংযুক্ত হয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। 

ছাড়া বিভিন্ন পাবলিক ওয়াইফাই রয়েছে যেগুলো ব্যবহার করা যায় যেমন রেফে রেস্টুরেন্ট এয়ারপোর্ট আরো অনেক যা সহজে ব্যবহার করা যায়। একটা বিভিন্ন অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই পাসওয়ার্ড হ্যাক করে ইন্টারনেট সংযুক্ত ব্যবহার করতে পারবেন। যার জন্য আপনাকে বিভিন্ন অ্যাপস ব্যবহার করতে হবে এই অ্যাপস গুলোর কথা উপরে উল্লেখ করা হয়েছে তা জরুরি অবস্থা ছাড়া না ব্যবহার করা উচিত কারণ এটি সম্পূর্ণ অবৈধ কারো অনুমতিতে তার জিনিস ব্যবহার করা।

বাড়ির আশেপাশে থাকা Wifi password দেখার উপায়

তাছাড়া এটি যেহেতু অবৈধ এবং অনৈতিক এভাবে ব্যবহার করা উচিত নয়। তবুও এর আরো কিছু ব্যক্তিগত সমস্যা থাকে। যেমন আপনি যদি এই সুবিধাগুলো অনেকদিন ব্যবহার করেন তাহলে আপনার মোবাইলের বিভিন্ন ডাটা সেগুলো ঝুঁকি সম্পূর্ণ অবস্থায় থাকে কারণ এগুলো যেকোনো সবাই বিভিন্ন হ্যাকার হ্যাক করে তথ্য চুরি করতে পারে। সেজন্য আপনি যদি বৈধ ওয়াইফাই সেটআপ সমাধান অথবা অন্য কিছু সৎ উপায়ে অবলম্বন করতে চান তাহলে অবশ্যই যার কাছে ব্যবহার করবেন তার কাছ থেকে পারমিশন নিতে পারেন। 

কিভাবে ফ্রি wifi চালানো যায় জানুন 

কিভাবে ফ্রি wifi চালানো যায় এটা অনেকেই জানতে চাই কারণ বর্তমানে মানুষ সুযোগ-সুবিধা নিতে ভালোবাসে। সেজন্য যেখানে কোন সামাজিক বা পাবলিক ওয়াইফাই কানেকশন থাকে সেখানেই তারা ওয়াইফাই কানেকশন ইন্টারনেট ব্যবহার করার জন্য ব্যবহার করে। কিভাবে আপনি এই কাজটি করবেন তা বিষয়ে জানার জন্য যদি আপনি আজকের এই পোস্টটি সম্পূর্ণ পড়েন তাহলে হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে একজন মানুষ ফ্রি wi-fi চালানোর জন্য কি ধরনের উপায় ব্যবহার করবে।

আরো পড়ুনঃ সবচেয়ে ভালো রাউটার কোনটি এবং ভালো রাউটার চেনার উপায়

ফ্রিতে সারা জীবন অন্যের ওয়াইফাই চালানো কেউ ভালো মনে করেন তাই আপনি এটা চালাতে পারেন বিপদে পড়ে। তবে এটা দুই নম্বর পদ তাই আপনি প্রয়োজনে এই অবলম্বন না করে সঠিক এবং অল্প করে চেয়ে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। নানান অ্যাপস রয়েছে যে অ্যাপস গুলো ব্যবহার করে আপনি যে কোন ধরনের wi-fi কানেকশন বা রাউটারের সাথে সংযুক্ত করে সেই রাউটারের আওতায় বসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের এই পোস্টের তথ্যগুলো আপনার ইন্টারনেট জ্ঞানের পরিধিকে একটু হলেও বৃদ্ধি করেছে। 

ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যার সমূহ সম্পর্কে শেষ মন্তব্য

ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যার সমূহ নিয়ে যে তথ্যগুলো ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই গুরুত্বপূর্ণ তথ্য গুলো ব্যবহার করে আপনি যে কোন সময় wi-fi সংযোগ ব্যবহার করতে পারবেন যেকোনো ধরনের রাউটার থেকে তবে এটা সঠিক পথ নয় কারণ একজনার অনুমতি ছাড়া তার যেকোনো জিনিস ব্যবহার করা অবৈধ। সে ক্ষেত্রে তার অনুমতি নিয়ে আপনি ব্যবহার করতে পারেন wi-fi কানেকশন করার সফটওয়্যার। 

এই ওয়াইফাই কানেকশন করার সফটওয়্যার ব্যবহার করে শুধু ওয়াইফাই কানেকশনই করা যায় না এর অনেক উপকারিতা রয়েছে যেগুলো সম্পর্কেও আজকের আর্টিকেলটির ভিতরে প্রকাশ করেছি। এটা আপনার ওয়াইফাই এর পজিশন, স্ক্র্যাংথ, মনিটাইজেশন, আপনার wi-fi টি কতজন কি অবস্থায় কোথায় থেকে ব্যবহার করছে তার সকল বিষয়ে জানতে পারবেন এই সফটওয়্যার গুলো ব্যবহার করার মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন কেমন উপকার পাওয়া যায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url