টেলিটক সিম অনলাইনে আবেদন প্রক্রিয়া - টেলিটক অফার দেখার কোড জানুন
টেলিটক সিম অনলাইনে আবেদন প্রক্রিয়া আপনি যদি না জানেন। এবং টেলিটক অফার দেখার কোড সম্পর্কে না জানলে টেলিটক সিম ব্যবহার করে আপনি তেমন সুবিধা পাবেন না। তাই আজকের এই আর্টিকেলটি সাজানো হচ্ছে টেলিটক বিষয়ে সকল জানা অজানা তথ্য নিয়ে।
এর মধ্যে উল্লেখযোগ্য, টেলিটক নাম্বার কোড কি, টেলিটক নাম্বারে টাকা দেখার উপায়, টেলিটক নাম্বার এমবি দেখার উপায়, তাই নিচের তথ্যগুলো দেখুন এবং টেলিটক বিষয়ে সকল গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।
পোস্ট সুচিপত্রঃ টেলিটক নাম্বার দেখার উপায় - টেলিটক অফার দেখার কোড জানুন
- টেলিটক নাম্বার দেখার উপায় জানুন
- টেলিটক নাম্বার দেখার কোড জানুন
- টেলিটক নাম্বার টাকা দেখার উপায় জানুন
- টেলিটক নাম্বার এমবি দেখার উপায় জানুন
- টেলিটক সিম কেনার উপায় - টেলিটক পছন্দের নাম্বার দেখুন
- টেলিটক সিম অনলাইনে আবেদন প্রক্রিয়া জানুন
- টেলিটক সিম নিয়ে সোচারচর জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর
- টেলিটক নাম্বার দেখার উপায় নিয়ে শেষ মন্তব্য
টেলিটক নাম্বার দেখার উপায় জানুন
টেলিটক নাম্বার দেখার উপায় জানলে আপনি খুব সহজেই টেলিটক সিমের নাম্বার দেখতে পারবেন। অনেকেই আছে যারা টেলিটক সিম ব্যবহার করে কিন্তু টেলিটক সিম নাম্বার দেখা যায় না। তার সহজেই এই উপায়টি অবলম্বন করলে নিজের মোবাইলের নাম্বারটি দেখতে পারবেন। তাই আপনাকে টেলিটক সিমের নাম্বার দেখার জন্য যে কোডটি ডায়াল করতে হবে, তা ডায়াল করলেই আপনি খুব সহজে আপনার মোবাইলে থাকা টেলিটক নাম্বার দেখতে পাবেন।
এর জন্য আপনাকে প্রথমেই আপনার যে মোবাইলে টেলিটক নাম্বার আছে। মোবাইলের ডায়ালিং অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে,*৫৫১#। এই নাম্বারটি ডায়াল করার সাথে সাথে আপনার মোবাইলের স্বয়ংক্রিয়ভাবে আপনার টেলিটক নাম্বারটি দেখাবে। এই সহজ প্রক্রিয়াটি করে আপনি খুব সহজেই আপনার মোবাইলের টেলিটক নাম্বার দেখতে পারবেন। আরো একটি সহজ উপায় হচ্ছে আপনি টেলিটক সিমের সাথে যে কভার প্যাকেট দেওয়া থাকে, কেনার সময় তার ওপরে নাম্বার দেওয়া থাকে সেখান থেকে দেখতে পারেন।
এছাড়াও আপনি আরো একটি উপায় অবলম্বন করে সহজে টেলিটক নাম্বার দেখতে পারবেন। আপনার টেলিটক নাম্বারটি থেকে যেকোনো নাম্বারে কল করুন। যে আপনার আশেপাশে আছে বা পরিচিত, এবং সেই মোবাইলে আপনার এয়ারটেল নাম্বারটি কল করার পরে দেখাবে নাম্বারটি এই উপায়েও দেখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সহজে টেকনিক অবলম্বন করে টেলিটক নাম্বার দেখা যায়।
টেলিটক নাম্বার দেখার কোড জানুন
টেলিটক নাম্বার দেখার কোড খুব সহজ এটা আপনি মনে রাখতে পারেন অথবা মোবাইলে সেভ করে রাখতে পারেন। টেলিটক নাম্বার ব্যবহারকারী অনেক মানুষ আছে যারা টেলিটক নাম্বার কোড কি তা জানেন না। আসলে টেলিটক নাম্বার কোড হলো, টেলিটক সিমের নিজস্ব নাম্বার দেখার একটা পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করে আপনার টেলিটক সিমের নাম্বার দেখতে পারবেন।
আরো পড়ুনঃ ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট কেন হয় ও বাঁচার উপায়
আর এই গুরুত্বপূর্ণ টেলিটক নাম্বার দেখার কোড টি হলো, *৫৫১#। এই কোডটি ডায়াল করে আপনি খুব সহজেই আপনার মোবাইলের সিমের নাম্বার দেখতে পারবেন। এছাড়া আরো উপায় রয়েছে যা উপরে উল্লেখ করেছি। এগুলো দেখে আপনি আপনার টেলিটক সিমের নাম্বার কোড দেখতে পারেন এবং আপনার সিমের নাম্বারটি বের করতে পারবেন।
টেলিটক নাম্বার টাকা দেখার উপায় জানুন
টেলিটক নাম্বার টাকা দেখার উপায় জানুন। কারণ টেলিটক নাম্বার ব্যবহার করার সময় টাকা দেখার উপায় না জানা থাকলে আপনার মোবাইলে সিমে কত টাকা আছে তা আপনি বুঝতে পারবেন না। এজন্য কয়েকটি সহজ উপায় রয়েছে। তার মধ্যে সহজে আপনি খুব সহজেই একটি কোড ডায়াল করেন, যা দ্বারা আপনার মোবাইলে টাকা দেখতে পারবেন। এর জন্য একটি নির্দিষ্ট কোড দেওয়া থাকে সেই কোডটি ডায়াল করার সাথে সাথেই আপনার মোবাইলে কত টাকা আছে তা দেখা যাবে।
এই সহজ কাজটি করার জন্য আপনাকে টেলিটক সব রকমের ব্যালেন্স সম্পর্কে বিস্তারিত জানতে ডায়াল করতে পারবেন *১৫২#। যা টেলিটক সিমের জন্য প্রযোজ্য। আশাকরি আপনি টেলিটক ব্যালেন্স চেক ২০২৪ সম্পর্কে বুঝতে পেরেছেন। এই উপায়টি অবলম্বন করে আপনি খুব সহজেই আপনার মোবাইলে টাকা দেখতে পারবেন।
টেলিটক নাম্বার এমবি দেখার উপায় জানুন
টেলিটক নাম্বার এমবি দেখার উপায় জানা থাকলে খুব সহজেই আপনি আপনার মোবাইলে কত এমবি অবশিষ্ট আছে তা দেখতে পারবেন। এবং প্রয়োজনমতো সেই এমবি ব্যবহার করতে পারবেন এবং কম হয়ে গেলে তা পুনরায় লোড করতে পারবেন। টেলিটক নাম্বারে এমবি দেখতে আপনাকে প্রথমে ডায়াল করতে হবে *১৫২#। এরপর আপনার সামনে একটি টেক্সট চলে আসবে।
আরো পড়ুনঃ সবচেয়ে ভালো রাউটার কোনটি এবং ভালো রাউটার চেনার উপায়
এবং আপনি another way,U লিখে ১১১ এ সেন্ড করুন। তাহলে আপনার মোবাইলে কত এমবি অবশিষ্ট আছে তা দেখতে পারবেন। এছাড়া আপনি ( my teletalk apps) মাই টেলিটক অ্যাপস ব্যবহার করে খুব সহজেই ব্যালেন্স এবং যাবতীয় সকল তথ্য চেক করতে পারবেন। এই অ্যাপসটি ব্যবহার করে আপনি মোবাইলের ব্যালেন্স দেখতে পারবেন এমবি দেখতে পারবেন এবং যাবতীয় সকল অফার দেখতে পারবেন।
টেলিটক সিম কেনার উপায় - টেলিটক পছন্দের নাম্বার দেখুন
টেলিটক সিম কেনার উপায় জানেন কি? টেলিটক পছন্দের নাম্বার গুলো দেখে আপনি খুব সহজেই সিম কেনার জন্য যে কাজগুলো করবেন। প্রথমে আপনি বিভিন্ন ধরনের নাম্বার পছন্দ করবেন, যে নাম্বার গুলোর মধ্যে থেকে আপনি নাম্বার নির্বাচন করবেন যেটা আপনার পছন্দ হবে। এর জন্য আপনাকে কাস্টমার কেয়ার অথবা বিভিন্ন ফ্লেক্সিলোড দেয় এমন দোকানে যেতে হবে। বা সিম এর এজেন্ট রয়েছে যারা সিম বিক্রি করে, তাদের সাথে যোগাযোগ করুন।
সেখানে গিয়ে আপনি খুব সহজে সিম পছন্দ করে কিনতে পারবেন, এর জন্য আপনার প্রয়োজন হবে। ন্যাশনাল ভোটার আইডি কার্ড নাম্বার। আপনি টেলিটক এর বর্ণমালা সিম পেতে অনলাইনে আবেদন করতে পারেন এর জন্য টেলিটক এর যে ওয়েবসাইট রয়েছে তার মধ্যে প্রবেশ করতে হবে। সেখানে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে এবং যথাযথ যুক্তি সম্পন্ন সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এবং সে প্রয়োজনীয় তথ্যগুলি দিতে বলবে তা আপনাদের সাবমিট করতে হবে। তাহলে খুব সহজেই আপনি সিম কিনতে পারবেন।
টেলিটক সিমের মূল্য সাধারণত ২০০ - ২৫০ টাকা হয়ে থাকে। সিম অ্যাক্টিভ করার পরে আপনি ৫০ টাকা রিচার্জ করলে ৫০ টাকা মূল্য সমপরিমাণ মূল ব্যালেন্স সহ ৫০ মিনিট ফ্রি পাবেন। ৫০ এসএমএস এবং ৫ জিবি ডাটা ফ্রি থাকে ৩০ দিনের জন্য। যা প্রথম অবস্থায় সিম অ্যাক্টিভ করার সময় দেওয়া হয়। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে এই প্রক্রিয়াটি অবলম্বন করতে হবে। প্রক্রিয়াটি এসএমএস এর মাধ্যমে বর্ণমালা সিমের রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
- এর জন্য আপনাকে যেকোনো টেলিটক নাম্বার থেকে টাইপ করতে হবে, BORSSC_Board(first 03 letters) SSC_ROLLSSC_YearSSC_Resgistration_noContact_no and send to 16222।
- উদাহরণস্বরূপ: BOR MYM 123456 2020 1234567 0155XXXXXXX.
বিশেষ দ্রষ্টব্য, রেজিস্ট্রেশন খবর সফলভাবে সম্পন্ন হলে আপনি একটি আইডি এবং ওটিপি পাবেন। উক্ত আইডি এবং ওটিপি টেলিটক এর যেকোনো কাস্টমার কেয়ারে প্রদর্শনপূর্বক আপনি বর্ণমালা সিম কিনতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজেই বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করা যায় এবং কেনা যাই।
টেলিটক সিম অনলাইনে আবেদন প্রক্রিয়া জানুন
টেলিকম অনলাইনে আবেদন প্রক্রিয়া আছে যা থেকে আপনি ঘরে বসেই টেলিটক সিম আবেদন করে হোম ডেলিভারি নিতে পারবেন। বর্তমান বাংলাদেশের সকল জায়গায় এই ব্যবস্থা চালু না হলেও বাংলাদেশে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ১১ টি পোস্ট অফিসের মাধ্যমে সিম হোম ডেলিভারি পাওয়া যায়। তাই এই প্রক্রিয়াটি জানলে আপনি খুব সহজে এই ঘরে বসে আপনার পছন্দের টেলিটক সিম ব্যবহার করতে পারবেন।
আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করুন ১ মিনিটে কি উপায় জানুন
এর জন্য আপনাকে প্রথমে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে, এছাড়া আপনি মোবাইল কম্পিউটার বা যে কোন ব্রাউজার থেকে কাজটি করতে পারেন। এবং সে ব্রাউজারের সার্চ বারে আপনি টাইপ করবেন, teletalk.com.bd। এরপর সামনে আপনার একটি ইন্টারফেস চলে আসবে। নিচে অনেকগুলো অপশন দেখা থাকবে তার মধ্যে আপনাকে online sim sale এ প্রবেশ করতে হবে। এরপূর্বে আপনাকে উপরের থ্রি ডট অপশন থেকে ডেক্সটপ সাইট করে নিতে হবে।
এছাড়া আবেদন করতে পারবেন না। এরপর আপনি অনলাইন online sim sale ভিতরে প্রবেশ করলে, এর মধ্যে তিন চারটা অপশন আছে এর মধ্যে প্রথম অপশনটিতে প্রবেশ করুন যা teletalk prepaid SIM, home delivery.
এরপর অর্ডার না হয়ে গেলে করে আপনার সামনে একটি ইন্টারভিউজ চলে আসবে। নিচের সেটা পূরণ করুন। এরপর continue এ চাপ দিন।
নিচে যে ফরমটি থাকবে তার সকল তথ্য আপনাকে সঠিক দিতে হবে এবং ভোটার আইডি কার্ড অনুযায়ী পূরণ করতে হবে।
এরপর আপনার যে ইন্টারফেস আসবে সেখানে আপনার সিম নাম্বার চয়েস করতে বলবে, পছন্দ হলে যেকোনো একটি চয়েস করুন অথবা রিফ্রেশ বার্টুন থেকে রিফ্রেশ করতে পারেন এবং পছন্দ হয়ে গেলে continue ক্লিক করুন।
এবং চলে আসবে সেখানে সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে ভোটার আইডি কার্ড অনুযায়ী এবং কিছু নির্দেশনা দেওয়া থাকবে সেই নির্দেশনা অনুযায়ী আপনাকে continue করতে হবে। পরিশেষে আপনাকে উক্ত সিমটি নেওয়ার জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। পোস্ট অফিস থেকে নেওয়ার জন্য ২৫০ টাকা এবং সরাসরি বাড়িতে হোম ডেলিভারি নেওয়ার জন্য আপনাকে ৩০০ টাকা প্রদান করতে হবে। এর জন্য আপনি নগদ, বিকাশ এবং রকেট একাউন্ট ব্যবহার করতে পারবেন। এরপর আপনি মোবাইলে বিকাশ নাম্বার দিয়ে পিন ভেরিফিকেশন করে টাকা পরিশোধ করে খুব সহজে তিন থেকে চার দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত সিমটি পেয়ে যাবেন।
টেলিটক সিম নিয়ে সোচারচর জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর
প্রশ্নঃ টেলিটক নাম্বার চেক করব কিভাবে?
উত্তরঃ আপনি যদি টেলিটক ব্যবহার কারি হন তাহলে টেলিটক সিমের নাম্বার চেক করার জন্য আপনাকে সহজে যে কাজটি করতে হবে, সেটা হচ্ছে অ্যাপস ব্যবহার করতে হবে। এছাড়া আপনি "tar" টাইপ করুন এবং ২২২ নাম্বারে পাঠিয়ে দিন।
প্রশ্নঃ টেলিটক নাম্বারে টাকা ধার নেয় কিভাবে?
উত্তরঃ এবার ব্যালেন্স শেষ হয়ে গেলে বিভিন্ন ইমার্জেন্সি সময় টাকা না থাকার কারণে কথা বলা যায় না বা বিভিন্ন সমস্যা হয়। তাই টেলিটক গাহকদের জন্য ১০ থেকে ৫০ টাকা লোনের ব্যবস্থা রয়েছে। ইমারজেন্সি ব্যবস্থা আপনি পেতে পারেন। এর জন্য আপনাকে একটি নির্দিষ্ট নিয়ম ফলো করতে হবে। আপনাকে ডায়াল করতে হবে *১১২২# অথবা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, loan লিখে পাঠিয়ে দিন, ১১২২ নাম্বারে ফ্রিতে।
আরো পড়ুনঃ আসল ভিটমেট চেনার উপায় ১০টি এবং পুরাতন ভিটমেট ডাউনলোড
প্রশ্নঃ টেলিটক সিম কত টাকা?
উত্তরঃ টেলিটক সিম সাধারণত ২৫০ টাকা পোস্ট অফিস থেকে সংগ্রহ করলে এবং সরাসরি হোম ডেলিভারি নিতে চাইলে আপনাকে ৩০০ টাকা দিতে হবে, অফিস থেকে নিলে ২০০ এবং অনলাইনে উল্লেখিত উপায়ে আবেদন করতে হবে।
প্রশ্নঃ টেলিটক সিমে টাকা কাটা বন্ধ করার উপায় কি?
উত্তরঃ টেলিটক সিমে টাকা বন্ধ করার জন্য যে কোডটি ডায়াল করতে হবে তা হলো, *১২১*৭*১*২*১#ডায়াল করুন। অথবা কাস্টমার কেয়ারে ১২১ নাম্বারে ফোন করে টাকা কাটার সার্ভিস বন্ধ করতে বলুন।
প্রশ্নঃ টেলিটকের বাহক সংখ্যা কত জানুন?
উত্তরঃ বর্তমান টেলিটকের গাহক সংখ্যা বাংলাদেশি একটি রাষ্ট্রীয় মালিকানা মোবাইল ফোন অপারেটর হচ্ছে টেলিটক। এটি সরকারিভাবে প্রথম করা হয় এবং ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে উপকৃত। টেলিটক সিমের গ্রাহক সংখ্যা প্রায় ৬.২৭ মিলিয়ন।
প্রশ্নঃ টেলিটক সিমে রেজাল্ট দেখার নিয়ম কি?
উত্তরঃ এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট জানুন টেলিটক এর মাধ্যমে এবং এসএসসি সম্বন্ধে রেজাল্ট এর মাধ্যমে এর জন্য আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে HSC লিখে স্পেস দিয়ে প্রার্থী রোল নাম্বার এবং স্পেস দিয়ে পাশে সাল লিখে পাঠিয়ে দিন, ১৬২২২ এই নাম্বারে।
প্রশ্নঃ টেলিটক এর মিনিট চেক করে কিভাবে?
উত্তরঃ টেলিটকের মিনিট এসএমএস এবং ডাটা সব একসাথে চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে*১৫২# তাহলে খুব সহজেই আপনি সকল তথ্য জানতে পারবেন।
প্রশ্নঃ টেলিটক এর কাস্টমার কেয়ার কোড কত?
উত্তরঃ টেলিটক তার কাস্টমারদের জন্য ২৪ ঘন্টা সেবা দিয়ে থাকেন, তাদের হেল্প লাইন নাম্বার গুলো হচ্ছে, ২৬৭,০১৫৫০১৬৮৩০৩-৪ অন্য অপারেটর ব্যবহার করতে চান তাহলে, ০১৫০০১২১১২১-৯ নম্বরে কল করুন।
প্রশ্নঃ টেলিটক মিনিট চেক কোড কি?
উত্তরঃ টেলিটকের মিনিট, এস এম এস, ডাটা সব কিছুই ব্যালেন্স চ্যাক করার পরে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। ব্যালেন্স চ্যাক *১৫২#। চ্যাক করার সাথে সাথেই এস এম এস এ জানিয়ে দেয়া হবে সব তথ্য।
টেলিটক সিম অনলাইনে আবেদন প্রক্রিয়া নিয়ে শেষ মন্তব্য
টেলিটক সিম অনলাইনে আবেদন প্রক্রিয়া নিয়ে যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি এই তথ্যগুলো ব্যবহার করুন। টেলিটক এর বিভিন্ন সুবিধা গ্রহণ করার জন্য, আপনি যদি টেলিটক নাম্বার ব্যবহার করেন কিন্তু টেলিটক সম্পর্কে বিভিন্ন তথ্য না জানেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার উপকারে আসবে। আর্টিকেল যে পড়ে আপনি নিজে নিজেই বাসায় বসে থেকে টেলিটক সিম কেনার জন্য অনলাইনে অর্ডার করতে পারবেন।
এছাড়াও টেলিটক এর বিভিন্ন যোগাযোগ সিস্টেম এবং সিম এর ব্যালেন্স দেখা ও বিভিন্ন লোন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তাই আজকের এই আর্টিকেলটি পড়ে এবং টেলিটক বিষয়ে সকল উপকারী তথ্য জেনে রাখুন। আপনার টেলিটক সিম ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ উপকার করবে।
মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url