চুলের যত্নে কালোকেশী ব্যবহার ও ১৪ টি উপকারিতা জেনে নিন
চুলের যত্নে কালোকেশী ব্যবহার করার উপায় জানা থাকলে, আপনি খুব সহজেই চুলের বিভিন্ন যত্ন নিতে পারবেন। বর্তমানে চুল পড়া সমস্যায় চুল পড়ে যায় এবং ভেঙে যাওয়ার সমস্যা কমবেশি সকলের হয়।
পোস্ট সুচিপত্রঃ চুলের যত্নে কালোকেশী ব্যবহার নিয়ে যা যা জানবেন দেখুন
- চুলের যত্নে কালোকেশী ব্যবহার সম্পর্কে বিস্তারিত দেখুন
- কালোকেশী গাছের উপকারিতা সম্পর্কে জানুন
- কালোকেশীর তেল তৈরি করার নিয়ম জানুন
- কালোকেশী পাতার রসের গুনাগুন জানুন
- কালোকেশী বা কেশরাজ গাছ চেনার উপায় জানুন
- কেশরাজ গাছ কোথায় পাওয়া যায় জানুন
- কেশরাজ গাছের ঔষধি গুণাবলী জানুন
- কেশরাজ দিয়ে চুলের যত্ন করার উপায়
- কালোকেশী পাতার উপকারিতা জানুন
- চুলের যত্নে কালোকেশী ব্যবহারের নিয়ম নিয়ে শেষ মন্তব্য
চুলের যত্নে কালোকেশী ব্যবহার সম্পর্কে বিস্তারিত দেখুন
চুলের যত্নে কালোকেশী ব্যবহার জানা অত্যন্ত প্রয়োজন। একজন মানুষের চুলের বিভিন্ন সমস্যা হয়। যেমন, চুল ভেঙে যায়, শুষ্ক ও রুক্ষ হয়ে যায়, মাথায় চুল পড়ে টাক পড়ে যায়। এছাড়া মাথায় কিছু সমস্যা সমাধান করার জন্য নিয়মিত সপ্তাহে দুই থেকে তিন দিন মাথায় কালো কৃষি ব্যবহার করুন নিচে দেওয়ার নিয়ম অনুযায়ী। আপনার মাথার যেকোনো সমস্যা ও চুলের সমস্যা দূর হবে।
চুলের যত্নে কালো বেশি ব্যবহারের নিয়ম সমূহঃ
কালোকেশী পাতার রস মাথায় ও চুলে মাখলে এতে বিশেষ উপকারিতা পাওয়া যায়। যেমন, চুল কালো ঘন মজবুত ও চুল পড়া রোধ করে। এর জন্য আপনি কালোকেশী পাতা সংগ্রহ করে, এর রস বের করে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন। এর জন্য আপনাকে এক কাপ নারকেলের তেল গরম করে এর ভিতরে কালোকেশীর পাতা অথবা পাতার গুড়া দিয়ে গরম করে তারপর এটা ঠান্ডা হলে মাথায় ব্যবহার করুন।
মাথায় উকুন নাশক হিসেবে ব্যবহার করুনঃ এই উপকার পাওয়ার জন্য কালোকেশী পাতার রস, তিলের তেল ২৫০ গ্রাম, সাথে নারকেলের সব তেল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তবে এর সাথে আপনি গোটা আমলকি,.১টি জবা ফুল এবং একমুঠো কারি পাতা ও সামান্য মেথি যোগ করতে পারেন। সব উপাদান গুলো একসাথে ফুটিয়ে ঠান্ডা করে সেকে নিন। বেশি ব্যবহার করার জন্য বোতলের সংরক্ষণ করতে পারেন। এবং মাথায় চুল এবং মাথার ত্বকে ভালো করে মেসেজ করে দিতে হবে। এর ফলে আপনার উপরে উল্লেখিত সকল সমস্যা দূর হবে চুল পড়া বন্ধ হবে চুল কালো ঘন স্বাস্থ্য জল এবং মসৃণ হবে।
আরো পড়ুনঃ
তোকমা খাওয়ার উপকারিতা ও অপকারিতা বিস্তারিত জানুন
হেয়ার মাস্ক হিসেবেঃ হেয়ার মাক্স তৈরি করার জন্য আপনাকে প্রথমেই কালোকেশী পাতা বেটে নিতে হবে। এর সাথে দুই চামচ মেথি গুঁড়া, একটি ডিম এর কুসুম, টক দই ও নারকেলের তেল মিশিয়ে এই মাস্কটি তৈরি করতে পারবেন। যা প্রতি মাসে তিন থেকে চারবার ব্যবহার করা যায়। এতে চুলের সকল সমস্যা দূর হয়।
হেয়ার প্যাক তৈরির উপায়ঃ হেয়ার প্যাক তৈরি করতে প্রথমে আমাদেরকে জানতে হবে এর জন্য কি কি উপকরণ কতটুকু পরিমান প্রয়োজন হয়। কালোকেশী পাতার তেল তৈরি করতে চাইলে অবশ্যই আপনাকে এই উপকরণগুলো সংগ্রহ করে করতে হবে তা হলো,
- এক কাপ পরিমাণ কালোকেশির পাতা বাটা। তবে আপনি পাতা, বৃক্ষ ও কান্ড ব্যবহার করতে পারেন।
- ২৫০ গ্রাম নারকেলের তেল বা তিলের তেল ব্যবহার করতে হবে।
- একটি অথবা দুইটি জবা ফুল নিয়ে নিবেন।
- সাথে সামান্য কয়েক ফুট মেথি যোগ করতে হবে। এবং এখন কারি পাতা যোগ করতে হবে।
- সবশেষ আপনি বেশি কার্যকর তা পেতে এর সাথে আর থেকে ১০ টি নিমপাতা যোগ করতে পারেন।
হেয়ার প্যাক তৈরির যে প্রক্রিয়া, আপনি তেল ব্যতীত উক্ত উপাদান গুলো একসাথে মিশিয়ে ফেলবেন। এবং ২৫০ গ্রাম তেল উক্ত মিশনের সাথে দিয়ে হালকা তাপে গরম করতে হবে। সম্পূর্ণ গরম হয়ে যাওয়ার পর এটি অন্য একটি পাত্রে রেখে ঠান্ডা করে দিতে হবে তবে নামানোর পূর্বে ৫ থেকে ৭ মিনিট তেল দেয়ার পর গরম করে নিতে হবে। এরপর আপনি উপকরণটি সম্পূর্ণ ঠান্ডা করে নিন। এটা আপনি কাচের বোতলে সংরক্ষণ করে অনেকদিন ব্যবহার করতে পারবেন।
উপকরণটি ব্যবহার করার জন্য আপনাকে যে নিয়মটি অনুসরন করতে হবে তা হলো প্রতি একদিন পরপর রাতে ঘুমানোর পূর্বে এই তেল ভালো করে মাথায় মালিশ করে ব্যবহার করতে হবে। এবং চুলগুলো ভালো করে কোন পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে রেখে ঘুমাতে হবে। আর এভাবে করার পর সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার চুলগুলো শুকিয়ে গেছে। তারপর আপনি তা গোসল করবেন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলে তাহলে অনেক উপকারিতা পাবেন।
কালোকেশী গাছের উপকারিতা সম্পর্কে জানুন
কালোকেশী গাছের উপকারিতা অপরিসীম চুলের যত্নে। আপনি যদি নিয়মিত সঠিক উপায়ে কালোকেশী ব্যবহার করেন। তাহলে আপনার চুলের যে সমস্যাগুলো হয়। সে সকল সমস্যা থেকে সহজেই নিজেকে রক্ষা করতে পারবেন। এই কালোকেশী কে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে ডাকা হয়। কোথাও কেশরাজ, কেশুতি, কেউটি, কালোকেসিরিয়া, কাল সাঁতার নামে ডাকা হয়। তবে এটা যে নামে ডাকুক না কেন চুলের যত্নে বিশেষ উপকার করে।
আরো পড়ুনঃ
সোনা পাতার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে অবাক করা তথ্য জানুন
কালোকেশী গাছের উপকারিতা সমূহঃ
- শরীরের বিভিন্ন ক্ষত সারানোর জন্য কালো কেশের পাতার রস বা পেস্ট লাগিয়ে ব্যবহার করলে বিশেষ উপকারিতা পাওয়া যায়। কারো শরীরে যদি কোন ক্ষত থাকে বা কেটে যায় রক্ত বন্ধ হচ্ছে না এরকম অবস্থায় কালো কৃষির পাতার পেস্ট লাগাতে পারেন।
- যাদের শরীরে কৃমির সমস্যা রয়েছে তারা কালো কিসের নির্যাস ব্যবহার করতে পারবেন। কালো কিছু লতাকে একটি পাত্রে পানির মধ্যে রেখে তাপ দিলে তা তৈরি করে মায়োকার্ডিয়াল ডিপ্রে স্ট্যান্ট ও হাইপোটেনসিভ বা কয়েক ফোটা পাতা বেটে খেলে কৃমির সমস্যা কবে।
- এর ফুল, পাতা, কান্ড ও মূল এর নির্যাস তৈরি করে বা এর রস তৈরি করে মাথায় ব্যবহার করলে। চুল পড়া কমায়, মাথার খুশকি দূর করে, চুল কালো স্বাস্থ্যজ্জ্বল এবং ঘন করে এর জন্য আপনি উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারেন।
- কালো কেশির পাতা যাদের মাথায় উচ্চ রক্তচাপ এবং মাথা ব্যথা ও বিভিন্ন ধরনের সমস্যা হয় তাদের জন্য অনেক উপকারী এটা স্নায়ুতন্ত্রকে সুরক্ষা দেয় এবং স্নায়ুতন্ত্রকে শীতল করে যার ফলে আপনার মানসিক স্টেজ বজায় রাখে এবং বিভিন্ন টেনশন ও মাথা ব্যথা মূলক সমস্যা উপশম করে।
- কালোকেশির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে তাই এ কালো কোষী ব্যবহার করে আপনার ত্বকের বিভিন্ন সুরক্ষা দিতে পারবেন। যাদের শরীরে ব্রণ মেছতা কালো দাগের সমস্যা রয়েছে তারা ব্যবহার করতে পারেন এই কালোকেশীর রস।
- আবার কিছু মানুষ রয়েছে যাদের এন্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য দুর্বল হয়ে থাকে তাদের এই সমস্যা দূর করার জন্য আপনি কালো কিসের কাজ ব্যবহার করতে পারবেন এটি বিভিন্ন সংক্রমণ দূর করে এবং মূত্রনালীর সংক্রমণে বিশেষ চিকিৎসা করে ও ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে বাঁচাই।
- যাদের শরীরে ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা কালোকেশীর ব্যবহার করতে পারেন এটা উচ্চ কনিষ্ঠ এবং ব্লাড সুগার এর লেভেল নিয়ন্ত্রণ করে। মানুষের রক্তের গ্লাইকোসাইড হিমোগ্লোবিনের পরিমাণ কমায়।
- যাদের শরীরে গ্লুকোজ ৬, ফসফেট ও ফ্রুক্টোজ-১, ৬ ড্রাইভ ফসফেট এর কার্যকারিতা কমায় ও লিভারের হেক্রোকিনেজর কার্যক্ষমতা বাড়ায়।
- তাই কালো কোষের মধ্যে যেই উপাদান গুলো রয়েছে এই উপাদান গুলো একজন মানুষের লিভারের সুরক্ষা প্রদান করে এবং জন্ডিস দূর করে, লিভার সিরোসিস, লিভারের প্রদাহ ও জন্ডিসের মতো ভয়াবহ সমস্যা দূর করতে পারে। তাই আপনি কালোকেশী লিভার টনিক হিসেবে ব্যবহার করুন।
- ইথনোলজি ফরমাল ইজি পত্রিকায় জানানো যায় যে, এইচএস রাজ মানুষের ক্যান্সার কোষ গুলোকে মেরে ফেলতে সক্ষম করে এবং ক্যান্সারের উপদ্রব থেকে রক্ষা করে এবং ক্যান্সারের যে কোষগুলো রয়েছে তার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।
- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সুরক্ষা দেওয়ার জন্য কালোকেশী ব্যবহার করতে পারেন এটা বিভিন্ন গবেষণায় জানা গেছে।
- কালোকেশী সঠিক মাত্রায় ব্যবহার করলে আপনার শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা করবে।
- শরীরে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে কালোকেশী। আপনার শরীরের রক্ত থেকে বিভিন্ন ক্ষতিকর উপাদান বের করে দেয়।
- শরীরের মাথা হলো অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। অঙ্গটি ঠান্ডা রাখার জন্য এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য আপনি এই তিল মাথায় ব্যবহার করতে পারবেন।
উল্লেখিত উপকারিতা গুলো পাওয়ার জন্য একটি নিয়মিত কালকেশী ব্যবহার করতে পারবেন। কালোকেশী ব্যবহার সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই ব্যবহার কিন্তু বিধিগুলো আপনি অনুসরণ করলে উল্লেখিত সকল সমস্যা সমাধান করতে পারবেন এবং এই উপকারটা গুলো মানুষের একজন অত্যন্ত প্রয়োজনীয়।
আপনার পছন্দ হতে পারে এমন আরো পোস্টের তালিকা
দেখুনঃ রাতে মুখে অলিভ অয়েল ব্যবহারের ৭টি নিয়ম জানুন
দেখুনঃ এলোভেরা দিয়ে মেছতা দূর করার ১০টি উপায় জানুন
দেখুনঃ শ্যাম্পু দিয়ে চুল সিল্কি করার উপায় - শ্যামপুর সাথে লেবুর ব্যবহার জানুন
দেখুনঃ
অনিয়ন হেয়ার অয়েল ব্যবহারের নিয়ম এবং ১০ টি কার্যকারী টিপস জানুন
কালোকেশীর তেল তৈরি করার নিয়ম জানুন
কালোকেশী তেল তৈরি করার নিয়ম জানুন। একজন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন রকমের চুলের সমস্যায় পড়ে এবং অনেক রকমের উপায় অবলম্বন করে কেউ বা সরাসরি ডাক্তারের পরামর্শ নিয়ে থাকে। তবে খালকের তেল ব্যবহার করে আপনি কোন ডাক্তারের পরামর্শ ছাড়াই সহজেই চুলের বিভিন্ন সমস্যায় এবং উল্লেখিত সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তাই আপনাদের জানা উচিত কালোকেশী তেল ব্যবহার করার নিয়ম।
এর জন্য উপকরণ সমূহ ও নিয়মঃ একটি পাত্রে এক কাপ নারিকেলের তেল গরম করতে হবে। পাতা না থাকলে আপনি কালো কিসের গুড়া ব্যবহার করতে পারেন। এর সাথে 1 চা চামচ মেথির দানা যোগ করুন। এবং ৫ থেকে ৭ মিনিট পর্যন্ত মিশ্রণটি সিদ্ধ করুন। এবং এরপরটা একটি জায়গায় ঠান্ডা করতে রাখুন এবং মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে কাচের বোতলে সংরক্ষণ করতে পারেন অথবা ব্যবহার করতে পারেন।
এই উপকরণট চুলের জন্য যে যে উপকার করে। চুল পড়া কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি সমস্যা দূর করে, চুল কালো ঘন ও স্বাস্থ্য উজ্জ্বল করে, কিছু মানুষের চুলের আগা ফেটে যায় তা দূর করে, মসৃণ করতে কাজ করে ও চুলের বৃদ্ধিতে সহযোগিতা করে। অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা থেকে রক্ষা করার জন্য আপনি এটি ব্যবহার করতে পারেন যা পাকা চুল কালো করতেও বিশেষ কমে রাখে।
কালোকেশী পাতার রসের গুনাগুন জানুন
কালোকেশী পাতার রসের গুনাগুন রয়েছে অপরিসীম। কালো কৃষি সম্পর্কে ইতিমধ্যে আপনাদের সামনে বিশেষ তথ্য উপস্থাপন করেছি। যে এটা কিভাবে ব্যবহার করে, এবং কোন উপায় ব্যবহার করে কি ধরনের উপকার পাওয়া যায়। কালোকেশী পাতা, কান্ড, মূল, ফল ও বীজ সকল কিছুই অত্যন্ত কার্যকরী। তাই আপনি জেনে নিন এই কালো খুশি পাতার মধ্যে কি ধরনের গুনাগুন রয়েছে।
এছাড়াও এই কালোকেশী পাতার মধ্যে রয়েছে, ভিটামিন ডি, সি, আয়রন, এবং উপস্থিত রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এবং পিরিয়্যাডি এর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। একাংশে এতটা উপকারী একটি উপাদান বা গাছ যে গাছের উপকারিতা পাওয়ার জন্য বিভিন্ন গবেষণা করে দেখা গেছে যে, এই কাজটি মানুষের অনেক স্বাস্থ্য উপকারিতা করে কারণ এই গাছের ভিতরে বিশেষ কিছু উপাদান বিদ্যমান যা এই পোস্টটির ভিতরে উপস্থাপন করেছি।
কালোকেশী বা কেশরাজ গাছ চেনার উপায় জানুন
কালোকেশী বা কেশরাজ গাছ চেনার উপায় জানুন, তাহলে আপনি সহজেই এটা সংগ্রহ করে আপনার উপকারে ব্যবহার করতে পারবেন। সচলতার এই কাজটি দেখতে সবুজ এবং লম্বাটে হয়। এই গাছের পাতার গায়ে হালকা লোম থাকে যা অন্য গাছ থেকে আলাদা করে। এর কান্ড গোলাপি এবং নরম কিছুটা। আবার এই কান্ডের রং কখনো পরিবর্তন হয়ে ধূসর বা সবুজে ভাব হয়।
এই পাতা ও কান্ডের বৈশিষ্ট্য সমূহ, দেখতে সবুজ লম্বাটে, গায়ে হালকা লোম থাকে যা অন্য থেকে আলাদা করে। এবং কান্ডের পরিবর্তন হয় রমজান ধূসর বা সবুজ হাওয়া হয়ে যায়। ফুলের বৈশিষ্ট্যের মধ্যে দেখতে গেলে ফুল সাদা বর্ণের এবং প্রতিটি ফুল গোলাকার এবং কেন্দ্রটি হলুদ আভা বর্ণের হয়। এই গাছের বীজ ফল থেকে হয় তবে খুবই ছোট ছোট হয় এবং এর ভিতরে বিস্কুট সংরক্ষণ করে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এই কেশরাজ বা কালোকেশী গাছের বৈজ্ঞানিক নাম হল, Eclipta prodtrata যা asteraceae এর পরিবারভুক্ত সদস্য।
কেশরাজ গাছ কোথায় পাওয়া যায় জানুন
কেশরাজ গাছ প্রায় সকল স্থানে জন্মগ্রহণ করে তবে নদী এবং খাল বিলের মধ্যে বেশি দেখা যায় জলাশয়ের আশেপাশে আদ্র মাটিতে এই গাছ প্রচুর পরিমাণে জন্মে। বাংলাদেশের সিলেট চট্টগ্রাম এবং সাভারের মতো অঞ্চলে এই গাছকে প্রচুর পরিমাণে জন্মাতে দেখা যায়। তবে বর্তমান প্রযুক্তির যুগে এসে এর ওষুধি গুনাগুন জানার পরে মানুষ এটাকে প্রাকৃতিক উপায়ে চাষাবাদ করার পরামর্শ বা চিন্তাভাবনা করে।
আরো পড়ুনঃ
জাফরান তেল এর উপকারিতা ও অপকারিতা এবং ১৪ টি রোগমুক্তি
তবে এটা চাষাবাদ করার জন্য যে কোন বাড়ির চাষাবাদযোগ্য মাটিতেই তৈরি করা যায়। আপনি যদি এই গাছটি উপকারিতা পেতে চান এবং মানুষের কাছে পৌঁছে দিতে চান তাহলে অবশ্যই কাজটি ব্যবহার করে এর উপকারিতা গুলো জেনে সবাই উপকৃত হবে। বিশেষ করে চুলের যত্ন এবং ত্বকের যত্ন তাছাড়া লিভারের সুরক্ষা দেওয়ার জন্য এ গাছের ব্যাপক ব্যবহার হয়ে আসছে।
কেশরাজ গাছের ঔষধি গুণাবলী জানুন
কেশরাজ গাছের ওষুধি গুনাগুন জানা থাকলে আপনি খুব সহজে এই কাজটি ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবেন। একজন মানুষ অনেক ধরনের উপকারিতা পাবে তবে চুল এবং ত্বকের জন্য বিশেষ উপকারিতা পাওয়া যায় বলে এটাকে বিশ্বাস করা হয়। কেশরাজ এর ব্যবহারের চুল পড়া রোধ করে এবং উপরের উল্লেখিত সকল সমস্যা দূর করে।
আরো পড়ুনঃ
এলোভেরা ও লেবু দিয়ে চুলের যত্ন ও কার্যকারী পদ্ধতি
- তাই আরো একটি পদ্ধতি দেখে নিন,
- কেশরাস গাছের পাতা সংগ্রহ করতে হবে।
- সে পাতা শুকিয়ে বা মিহি করে পিষে নিতে হবে।
- এবং নারকেলের সাথে এই পাতার নির্যাস মিশিয়ে হালকা আছে গরম করতে হবে।
- ঠান্ডা হয়ে গেলে এটি সংরক্ষণ করতে পারবেন কাচের বোতলে অথবা নিয়মিত মাথায় ব্যবহার করতে পারবেন।
আপনার চুল পড়া রোধ করবে এবং দ্রুত চুলের বৃদ্ধি এবং উচ্চতা বাড়াবে। স্বাস্থ্য উপকারিতা পেতে আপনি অবশ্যই এই কেশরাজ ব্যবহার করতে পারেন। আপনি যদি উল্লেখিত পুষ্টি বিস্তারিত না পড়ে থাকেন তাহলে অবশ্যই পুনরায় মনোযোগ সহকারে পড়ুন এবং জেনা নিন এর বিস্তারিত উপকারিতা।
কেশরাজ দিয়ে চুলের যত্ন করার উপায় জানুন
কেশরাজ দিয়ে চুলের যত্ন করার উপায় জানুন। এটি ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার চুলের বিভিন্ন সমস্যা দূর করতে পারবেন এবং চুলকে স্বাভাবিক এবং স্বাস্থ্য উজ্জল রাখতে পারবেন। যাদের চুল বৃদ্ধিতে উৎসাহিত করে না এবং কেশরাজ পাতাকে একটি যৌগ হিসেবে ব্যবহার করেন না তারা সমস্যা বুঝবেন। তবে সমাধান করতে হলে আপনাকে কিছু রাজ ব্যবহার করতে হবে এছাড়া অনেক ব্যবহার রয়েছে সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে
কালোকেশী পাতার উপকারিতা জানুন
কালুকেশী পাতার উপকারিতা পরিসীমা। এটা চুলের যত্ন এবং বিভিন্ন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ব্যবহৃত হয়। আপনি যদি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং লিভারের যে কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই কেশরাজ পাতা বা কালো বেশি ব্যবহার করতে পারে। কালোকেশী পাতার রস নিয়মিত এক চামচ আধা কাপ পানির সাথে মিশিয়ে খেলে কৃমি সমস্যা দূর হয় এবং পেটের আরো অনেক ধরনের সমস্যা দূর করতে পারে।
আরো অনেক উপকারিতা রয়েছে এই মহা ঔষধি গাছ কালোকেশীর মধ্যে। যাদের মাথায় খুশি আসে তারাকে সুরাজ পাতা ব্যবহার করতে পারেন এটা খুশকি নাশক হিসেবে কাজ করে এবং ছত্রাকের বিরুদ্ধে বৈশিষ্ট্য সম্পূর্ণ ভূমিকা রাখে। মাথার ত্বকের বিভিন্ন জ্বালাপোড়া এবং ত্বকের ক্ষত সারানোর জন্য ব্যবহার করতে পারেন। এছাড়া আরো যে উপকারিতা গুলো রয়েছে তা আপনি জানতে পারবেন যদি এই পোস্টটি বিস্তারিত করেন।
চুলের যত্নে কালোকেশী ব্যবহারের নিয়ম নিয়ে শেষ মন্তব্য
চুলের যত্নে কালোকেশী ব্যবহারের নিয়ম জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি শরীরের বিভিন্ন সমস্যা দূর করতে চান। সেই ক্ষেত্রে আপনাকে এই কেশরাজ এর উপকারিতা এবং গুনাগুন সম্পর্কে জানতে হবে। এবং আপনি এ গুনাগুন সম্পর্কে জানার পর উল্লেখিত নিয়ম অনুসরণ করে যদি ব্যবহার করেন। তাহলে বিশেষ উপকারিতা পাবেন যা অবশ্যই পাবেন বলে জানানো যায়।
একজন মানুষের নানান ধরনের সমস্যা হয়ে থাকে চুলের ক্ষেত্রে ত্বকের ক্ষেত্রে শরীরের অভ্যন্তরীণ এবং বাহিক বিভিন্ন সময় বিভিন্নভাবে। তবে এই সকল সমস্যা দূর করার জন্য আপনি কালো বেশি ব্যবহার করতে পারেন। কিভাবে কালোকেশী ব্যবহার করলে কোন ধরনের সমস্যার সমাধান হবে তা উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই আশা করি আজকের এই পোস্টটি বিস্তারিত পড়ে আপনি সকল তথ্য জেনে উপকৃত হবেন।
মুক্তআঁখি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url